ETV Bharat / entertainment

SRK Life Mantra: মুশকিল আসানে তাঁর জীবনের মন্ত্র কী ? জানালেন শাহরুখ - শাহরুখ খানের জীবনের মন্ত্র

মুশকিল আসানে তাঁর জীবনের মন্ত্র কী (SRK Life Mantra)? আস্ক এসআরকে সেশনে (AskSRK session) সে কথাই ভক্তদের (Shah Rukh Khan shares life mantra) সঙ্গে শেয়ার করে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)৷

Shah Rukh Khan shares life mantra on overcoming problems in AskSRK session
মুশকিল আসানে তাঁর জীবনের মন্ত্র কী ? জানালেন শাহরুখ
author img

By

Published : Nov 6, 2022, 5:49 PM IST

মুম্বই, 6 নভেম্বর: প্রত্যেকটা মানুষই প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় ৷ বলিউডের 'বাদশা' শাহরুখ খানও (SRK Life Mantra) এর থেকে আলাদা নন । জীবনের নানা সমস্যা ও পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা খোলাখুলিভাবে ভক্তদের সামনে তুলে ধরলেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

টুইটারে একটি #AskSRK সেশন (AskSRK session) চলাকালীন, একজন ভক্ত পাঠান স্টারকে প্রশ্ন করেন, "আশা করি, শাহরুখ স্যার ভালো করছেন । আপনি যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছেন, কীসের থেকে অনুপ্রাণিত হয়ে সেগুলিকে কাটিয়ে উঠে বাদশা (রাজা) হয়েই রয়েছে ? পাঠান দয়া করে জানান ।" জবাবে অভিনেতা লিখেছেন, "এই বিশ্বাসটা রাখতে হবে যে ভালো সবসময় খারাপকে ছাপিয়ে যায়...৷"

Shah Rukh Khan shares life mantra on overcoming problems in AskSRK session
আস্ক এসআরকে সেশনে শহরুখের জবাব

15-মিনিটের সেশনে, অভিনেতা (Shah Rukh Khan shares life mantra) তাঁর কেরিয়ার এবং তাঁর পরিবার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন । একজন ভক্ত তাঁকে তাঁর ছোট ছেলে আব্রাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন । তিনি বলেন, "কেমন আছে আব্রাম, তোমার জন্মদিনের পর তোমার স্টারডম নিয়ে সে কী ভাবছে ?" শাহরুখ উত্তরে লেখেন, "সে একটি শিশু ৷ যখন অনেক লোক তাঁর বাবাকে হ্যালো বলতে আসেন, তখন সে আনন্দ বোধ করে..."

অন্য একজন ভক্ত শাহরুখকে দক্ষিণের অভিনেতা বিজয়ের সঙ্গে তাঁর অন-স্ক্রিন বোঝাপড়া নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ তিনি লেখেন, "শাহরুখ স্যার যখনই আমরা বিজয় স্যারের সঙ্গে আপনার ছবি দেখি, আমরা অনুভব করি যে আপনারা দুজনেই একে-অপরের প্রতি অনেক সম্মান জানান । আমরা বিজয়-এসআরকে কম্বো দেখতে চাই এবং বিজয় সম্পর্কে আপনার চিন্তাভাবনা জানতে চাই ।" উত্তরে এসআরকে বলেন, "তিনি সত্যিই দুর্দান্ত লোক...চলচ্চিত্রগুলি তখনই ঘটে যখন সেগুলি ঘটবে...যদি হওয়ার হয় নিশ্চয়ই হবে ।"

আরও পড়ুন: আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন

একজন ব্যবহারকারী শাহরুখকে সলমান খানকে এক কথায় বর্ণনা করতে বলেছিলেন ৷ যার উত্তরে বলিউডের বাদশা বলেন, "অসাধারণ এবং খুব দয়ালু (দুঃখিত, দুটি শব্দ) কিন্তু ভাই হ্যায় না ।"

টুইটারে শাহরুখের প্রশ্নোত্তর সেশনগুলি সাধারণত খুব উৎসাহ নিয়ে উপভোগ করেন ভক্তরা ৷ সর্বশেষটিও সে রকমই ছিল ৷

এ দিকে, কর্মক্ষেত্রে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন থ্রিলার পাঠানে দেখা যাবে শাহরুখকে । ফিল্মটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় 25 জানুয়ারি, 2023-এ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত । সম্প্রতি তাঁর জন্মদিনে শাহরুখ পাঠানের টিজার উন্মোচন করেছেন । এছাড়াও তাঁর হাতে রয়েছে তাপসী পান্নুর সঙ্গে রাজকুমার হিরানির ডাঙ্কি এবং দক্ষিণি সিনেমার পরিচালক অ্যাটলির আসন্ন অ্যাকশন থ্রিলার জওয়ানের কাজ ৷

মুম্বই, 6 নভেম্বর: প্রত্যেকটা মানুষই প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় ৷ বলিউডের 'বাদশা' শাহরুখ খানও (SRK Life Mantra) এর থেকে আলাদা নন । জীবনের নানা সমস্যা ও পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা খোলাখুলিভাবে ভক্তদের সামনে তুলে ধরলেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

টুইটারে একটি #AskSRK সেশন (AskSRK session) চলাকালীন, একজন ভক্ত পাঠান স্টারকে প্রশ্ন করেন, "আশা করি, শাহরুখ স্যার ভালো করছেন । আপনি যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছেন, কীসের থেকে অনুপ্রাণিত হয়ে সেগুলিকে কাটিয়ে উঠে বাদশা (রাজা) হয়েই রয়েছে ? পাঠান দয়া করে জানান ।" জবাবে অভিনেতা লিখেছেন, "এই বিশ্বাসটা রাখতে হবে যে ভালো সবসময় খারাপকে ছাপিয়ে যায়...৷"

Shah Rukh Khan shares life mantra on overcoming problems in AskSRK session
আস্ক এসআরকে সেশনে শহরুখের জবাব

15-মিনিটের সেশনে, অভিনেতা (Shah Rukh Khan shares life mantra) তাঁর কেরিয়ার এবং তাঁর পরিবার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন । একজন ভক্ত তাঁকে তাঁর ছোট ছেলে আব্রাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন । তিনি বলেন, "কেমন আছে আব্রাম, তোমার জন্মদিনের পর তোমার স্টারডম নিয়ে সে কী ভাবছে ?" শাহরুখ উত্তরে লেখেন, "সে একটি শিশু ৷ যখন অনেক লোক তাঁর বাবাকে হ্যালো বলতে আসেন, তখন সে আনন্দ বোধ করে..."

অন্য একজন ভক্ত শাহরুখকে দক্ষিণের অভিনেতা বিজয়ের সঙ্গে তাঁর অন-স্ক্রিন বোঝাপড়া নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ তিনি লেখেন, "শাহরুখ স্যার যখনই আমরা বিজয় স্যারের সঙ্গে আপনার ছবি দেখি, আমরা অনুভব করি যে আপনারা দুজনেই একে-অপরের প্রতি অনেক সম্মান জানান । আমরা বিজয়-এসআরকে কম্বো দেখতে চাই এবং বিজয় সম্পর্কে আপনার চিন্তাভাবনা জানতে চাই ।" উত্তরে এসআরকে বলেন, "তিনি সত্যিই দুর্দান্ত লোক...চলচ্চিত্রগুলি তখনই ঘটে যখন সেগুলি ঘটবে...যদি হওয়ার হয় নিশ্চয়ই হবে ।"

আরও পড়ুন: আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন

একজন ব্যবহারকারী শাহরুখকে সলমান খানকে এক কথায় বর্ণনা করতে বলেছিলেন ৷ যার উত্তরে বলিউডের বাদশা বলেন, "অসাধারণ এবং খুব দয়ালু (দুঃখিত, দুটি শব্দ) কিন্তু ভাই হ্যায় না ।"

টুইটারে শাহরুখের প্রশ্নোত্তর সেশনগুলি সাধারণত খুব উৎসাহ নিয়ে উপভোগ করেন ভক্তরা ৷ সর্বশেষটিও সে রকমই ছিল ৷

এ দিকে, কর্মক্ষেত্রে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন থ্রিলার পাঠানে দেখা যাবে শাহরুখকে । ফিল্মটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় 25 জানুয়ারি, 2023-এ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত । সম্প্রতি তাঁর জন্মদিনে শাহরুখ পাঠানের টিজার উন্মোচন করেছেন । এছাড়াও তাঁর হাতে রয়েছে তাপসী পান্নুর সঙ্গে রাজকুমার হিরানির ডাঙ্কি এবং দক্ষিণি সিনেমার পরিচালক অ্যাটলির আসন্ন অ্যাকশন থ্রিলার জওয়ানের কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.