ETV Bharat / entertainment

'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও - Shah Rukh Khan reveals meaning of Dunki

Dunki Drop 5 OMaahi Song: আসতে চলেছে ডাঙ্কির আরও একটি রোমান্টিক গান 'ও মাহি...' ৷ সোমবার সাতসকালে গানটির টিজার দর্শকদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা শাহরুখ খান ৷

Etv Bharat
'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 9:18 AM IST

Updated : Dec 11, 2023, 9:46 AM IST

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল বাড়ছে ৷ টিজার ও ট্রেলারে মন জয় করার পর সামনে আসছে ছবির একের পর এক গান ৷ 'লুটপুট গয়া...', 'নিকলে থে কভি...' গানের পর প্রকাশ্যে নতুন গানের ঝলক ৷ সোমবার সকালে শেয়ার করলেন শাহরুখ খান ৷ জানালেন ডাঙ্কি ছবির আসল মানেটাও ৷

এদিন সাতসকালে ছবির নতুন গান 'ও মাহি ও মাহি..'র ছোট্ট ঝলক অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় শেয়ার করেন কিং খান ৷ জানালেন সূর্য অস্ত যাওয়ার আগেই পুরো গান আসবে সামনে ৷ ডাঙ্কি নিয়ে বাদশার এই বার্তায় আপ্লুত অনুরাগীরা ৷ আরও একবার অরিজিৎ ম্যাজিক হতে চলেছে ডাঙ্কির পর্দায় ৷ কিং খান লিখেছেন, "সকলেই জানতে চাইছেলেন তাই বলছি ৷ ডাঙ্কির মানে হচ্ছে আপন জনের থেকে দূরে থাকা ৷ আর যখন আপনজন পাশে থাকে তখন শেষ জীবন পর্যন্ত তাঁর সঙ্গেই থাকতে ইচ্ছা হয় ৷ 'ও মাহি ও মাহি...' গানে অনুভব করুন সেই ভালোবাসাকে সূর্য ডোবার আগে ৷"

  • Sab poochte hain Iss liye bata raha hoon. Dunki ka matlab hota hai apno se door rehna….aur jab apne paas ho toh bas lagta hai qayamat tak uske saath hi rahein. O Maahi O Maahi. Feel the love before sun sets on the horizon today.

    Because everybody asks, what does Dunki mean?… pic.twitter.com/rvdUBaUWPL

    — Shah Rukh Khan (@iamsrk) December 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গানের ঝলকেই স্পষ্ট লুটপুট গয়ার পর আরও একটি শাহরুখের গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ কিং খানের ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো রঙের পোশাকে মরুভূমির উপর দিয়ে হাঁটছেন তিনি ৷ ডাঙ্কি ছবিটি জিও স্টুডিয়ো, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মস দ্বারা প্রযোজিত ৷ 21 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার, বিক্রম কোছার, বোমান ইরানি ৷ পাশাপাশি, জানা গিয়েছে, 17 ডিসেম্বর বুর্জ খলিফায় দেখানো হবে 'ডাঙ্কি' ট্রেলার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের দিন প্রথম আসে ডাঙ্কির ঝলক অর্থাৎ ড্রপ 1 ৷ প্রোমোশনের কথা মাথায় রেখে ডাঙ্কি প্রতিটি প্রোমো আসছে অন্যরকমভাবে ৷ এরপর ড্রপ 2 মুক্তি পায় 22 নভেম্বর, সেটা ছিল 'লুট পুট গয়া...' গান ৷ পয়লা ডিসেম্বর আসে ছবির তৃতীয় গান ৷ এবার পালা ড্রপ 5-এর ৷ ড্রপ 6-এর পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, 2018 সালে আনন্দ এল রাই পরিচালিত 'জিরো' ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পরে ৷ এরপর দীর্ঘ চার বছরের বিরতির পর বলিউডের পর্দায় ফেরেন বাদশা ৷ আর সেই ফেরা সাড়া ফেলে বিশ্বের সর্বত্র ৷ মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ৷ তারপর আসে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ দুটি ছবিই বক্সঅফিসে দুর্দান্তভাবে সফল হয়েছে ৷ বড়দিনের আগে মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি' ৷ এই বছর কী হিটের হ্রাটট্রিক করবেন শাহরুখ খান, তা সময়ই বলবে ৷ তবে, সোশাল মিডিয়ায় 'ডাঙ্কি' ম্যানিয়া জানান দিচ্ছে, বছরের শেষ হবে কিং খানের ডাঙ্কি ব্লকব্লাস্টার দিয়েই ৷

আরও পড়ুন:

1. 'কেনেডি নিয়ে ভাবতে 20 বছর সময় লেগেছে', চলচ্চিত্র উৎসবে এসে জানালেন অনুরাগ

2. 'পথের পাঁচালী' বদলে দিয়েছিল জীবন, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতায় আবেগতাড়িত প্রাক্তন কিউরেটর লরেন্স কার্দিশ

3. তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অভিনয়, ফের শোকজ নোটিশ শাহরুখ-অক্ষয়-অজয়কে

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল বাড়ছে ৷ টিজার ও ট্রেলারে মন জয় করার পর সামনে আসছে ছবির একের পর এক গান ৷ 'লুটপুট গয়া...', 'নিকলে থে কভি...' গানের পর প্রকাশ্যে নতুন গানের ঝলক ৷ সোমবার সকালে শেয়ার করলেন শাহরুখ খান ৷ জানালেন ডাঙ্কি ছবির আসল মানেটাও ৷

এদিন সাতসকালে ছবির নতুন গান 'ও মাহি ও মাহি..'র ছোট্ট ঝলক অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় শেয়ার করেন কিং খান ৷ জানালেন সূর্য অস্ত যাওয়ার আগেই পুরো গান আসবে সামনে ৷ ডাঙ্কি নিয়ে বাদশার এই বার্তায় আপ্লুত অনুরাগীরা ৷ আরও একবার অরিজিৎ ম্যাজিক হতে চলেছে ডাঙ্কির পর্দায় ৷ কিং খান লিখেছেন, "সকলেই জানতে চাইছেলেন তাই বলছি ৷ ডাঙ্কির মানে হচ্ছে আপন জনের থেকে দূরে থাকা ৷ আর যখন আপনজন পাশে থাকে তখন শেষ জীবন পর্যন্ত তাঁর সঙ্গেই থাকতে ইচ্ছা হয় ৷ 'ও মাহি ও মাহি...' গানে অনুভব করুন সেই ভালোবাসাকে সূর্য ডোবার আগে ৷"

  • Sab poochte hain Iss liye bata raha hoon. Dunki ka matlab hota hai apno se door rehna….aur jab apne paas ho toh bas lagta hai qayamat tak uske saath hi rahein. O Maahi O Maahi. Feel the love before sun sets on the horizon today.

    Because everybody asks, what does Dunki mean?… pic.twitter.com/rvdUBaUWPL

    — Shah Rukh Khan (@iamsrk) December 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গানের ঝলকেই স্পষ্ট লুটপুট গয়ার পর আরও একটি শাহরুখের গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ কিং খানের ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো রঙের পোশাকে মরুভূমির উপর দিয়ে হাঁটছেন তিনি ৷ ডাঙ্কি ছবিটি জিও স্টুডিয়ো, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মস দ্বারা প্রযোজিত ৷ 21 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার, বিক্রম কোছার, বোমান ইরানি ৷ পাশাপাশি, জানা গিয়েছে, 17 ডিসেম্বর বুর্জ খলিফায় দেখানো হবে 'ডাঙ্কি' ট্রেলার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের দিন প্রথম আসে ডাঙ্কির ঝলক অর্থাৎ ড্রপ 1 ৷ প্রোমোশনের কথা মাথায় রেখে ডাঙ্কি প্রতিটি প্রোমো আসছে অন্যরকমভাবে ৷ এরপর ড্রপ 2 মুক্তি পায় 22 নভেম্বর, সেটা ছিল 'লুট পুট গয়া...' গান ৷ পয়লা ডিসেম্বর আসে ছবির তৃতীয় গান ৷ এবার পালা ড্রপ 5-এর ৷ ড্রপ 6-এর পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, 2018 সালে আনন্দ এল রাই পরিচালিত 'জিরো' ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পরে ৷ এরপর দীর্ঘ চার বছরের বিরতির পর বলিউডের পর্দায় ফেরেন বাদশা ৷ আর সেই ফেরা সাড়া ফেলে বিশ্বের সর্বত্র ৷ মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ৷ তারপর আসে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ দুটি ছবিই বক্সঅফিসে দুর্দান্তভাবে সফল হয়েছে ৷ বড়দিনের আগে মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি' ৷ এই বছর কী হিটের হ্রাটট্রিক করবেন শাহরুখ খান, তা সময়ই বলবে ৷ তবে, সোশাল মিডিয়ায় 'ডাঙ্কি' ম্যানিয়া জানান দিচ্ছে, বছরের শেষ হবে কিং খানের ডাঙ্কি ব্লকব্লাস্টার দিয়েই ৷

আরও পড়ুন:

1. 'কেনেডি নিয়ে ভাবতে 20 বছর সময় লেগেছে', চলচ্চিত্র উৎসবে এসে জানালেন অনুরাগ

2. 'পথের পাঁচালী' বদলে দিয়েছিল জীবন, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতায় আবেগতাড়িত প্রাক্তন কিউরেটর লরেন্স কার্দিশ

3. তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অভিনয়, ফের শোকজ নোটিশ শাহরুখ-অক্ষয়-অজয়কে

Last Updated : Dec 11, 2023, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.