ETV Bharat / entertainment

SRK hails PM Modi: মোদিতেই 'আস্থা' শাহরুখের! দেশের ভবিষ্যত গড়তে 'প্রধানমন্ত্রীই ভরসা', বললেন 'জওয়ান'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 6:54 PM IST

বলিউড বাদশার মুখে নরেন্দ্র মোদি স্তুতি ৷ জি20 সম্মেলনের সফলতার পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শাহরুখ খান ৷ 'আস্থা' রাখলেন তাঁর নেতৃত্বের উপরে ৷

Etv Bharat
প্রধানমন্ত্রীর উপর ভরসা শাহরুখের

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: কৃষক আত্মহত্যা, ভোপালের গ্যাস দুর্ঘটনা, নারী শক্তির বিকাশ, সরকারি চিকিৎসা ব্যবস্থায় অবহেলা-সহ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ দেশ রক্ষার্থে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার নিরিখে 'আওয়াজ' তুলেছেন কিং খান ৷ আর রবিবার সামাজিক মাধ্যমে পরোক্ষভাবে বাদশা যেন জানিয়ে দিলেন, দেশ রয়েছে সঠিক নেতার হাতেই ৷ দেশের একজন নাগরিক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'লিডারশিপ'-এ আস্থা রাখলেন শাহরুখ খান ৷

রবিবার শেষ হয়েছে জি20 সম্মেলন ৷ 19টি দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য নেতৃত্ববৃন্দদের পাশে নিয়ে এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ-এর অঙ্গীকারে আবদ্ধ হয়েছে ভারত ৷ সফলতার সেই জার্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "উন্নত পৃথিবীর লক্ষ্যে জি20 সম্মেলনে গঠনমূলক সফল আলোচনা ৷"

  • Congratulations to Hon. PM @narendramodi ji for the success of India’s G20 Presidency and for fostering unity between nations for a better future for the people of the world.
    It has brought in a sense of honour and pride into the hearts of every Indian. Sir, under your… https://t.co/x6q4IkNHBN

    — Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিয়োটিকেই শেয়ার করেন কিং খান ৷ তারপর তিনি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ভারতের জি20 সম্মেলন সাফল্যের জন্য ৷ পাশাপাশি বিশ্বের মানুষের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন ৷ প্রত্যেক ভারতীয়র কাছে এটা খুবই সম্মানের ও গর্বের ৷ স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে মিলে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ ৷"

একদিকে যখন 'জওয়ান' সাফল্যে কাঁপছে দেশ তথা বিশ্ব, সেই সময় শাহরুখের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে ৷ পাশাপাশি, আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বলিউড বাদশার এই মন্তব্য বড় প্রভাব ফেলেছে, বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

অ্যাটলির ছবির 'জওয়ান'-এর স্পয়লার না দিয়েই বলা যায়, দেশের জনতার জাগরণের বার্তা দেয় এই ছবি ৷ পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকার আসলে জনগণের সরকার ৷ সেই সরকার নির্বাচন করা উচিত বুদ্ধি দিয়ে, তিনি জনগণের আদৌ কোনও উপকারে আসবেন কি না, তা বিবেচনা করে ৷ নির্বাচন করা উচিত দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই ৷

আরও পড়ুন: 300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

এই ছবি দেখায়, একটা ভোট বদলে দিতে পারে দেশের ভবিষ্যত ৷ ইভিএমে জনতার রায় বন্ধ করে দিতে পারে দুর্নীতির সবরকম রাস্তা ৷ তাই জওয়ান তথা শাহরুখ খান আমজনতাকে আঙুলের সদ্ব্যবহারের গুরুত্বের পাঠ দিয়েছেন। চলতি ভাষায় গণতন্ত্রের মসনদে উপযুক্ত সরকার নির্বাচনের জন্য তর্জনীর ব্যবহার করা উচিত বুঝেশুনেই ।

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: কৃষক আত্মহত্যা, ভোপালের গ্যাস দুর্ঘটনা, নারী শক্তির বিকাশ, সরকারি চিকিৎসা ব্যবস্থায় অবহেলা-সহ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ দেশ রক্ষার্থে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার নিরিখে 'আওয়াজ' তুলেছেন কিং খান ৷ আর রবিবার সামাজিক মাধ্যমে পরোক্ষভাবে বাদশা যেন জানিয়ে দিলেন, দেশ রয়েছে সঠিক নেতার হাতেই ৷ দেশের একজন নাগরিক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'লিডারশিপ'-এ আস্থা রাখলেন শাহরুখ খান ৷

রবিবার শেষ হয়েছে জি20 সম্মেলন ৷ 19টি দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য নেতৃত্ববৃন্দদের পাশে নিয়ে এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ-এর অঙ্গীকারে আবদ্ধ হয়েছে ভারত ৷ সফলতার সেই জার্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "উন্নত পৃথিবীর লক্ষ্যে জি20 সম্মেলনে গঠনমূলক সফল আলোচনা ৷"

  • Congratulations to Hon. PM @narendramodi ji for the success of India’s G20 Presidency and for fostering unity between nations for a better future for the people of the world.
    It has brought in a sense of honour and pride into the hearts of every Indian. Sir, under your… https://t.co/x6q4IkNHBN

    — Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিয়োটিকেই শেয়ার করেন কিং খান ৷ তারপর তিনি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ভারতের জি20 সম্মেলন সাফল্যের জন্য ৷ পাশাপাশি বিশ্বের মানুষের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন ৷ প্রত্যেক ভারতীয়র কাছে এটা খুবই সম্মানের ও গর্বের ৷ স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে মিলে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ ৷"

একদিকে যখন 'জওয়ান' সাফল্যে কাঁপছে দেশ তথা বিশ্ব, সেই সময় শাহরুখের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে ৷ পাশাপাশি, আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বলিউড বাদশার এই মন্তব্য বড় প্রভাব ফেলেছে, বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

অ্যাটলির ছবির 'জওয়ান'-এর স্পয়লার না দিয়েই বলা যায়, দেশের জনতার জাগরণের বার্তা দেয় এই ছবি ৷ পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকার আসলে জনগণের সরকার ৷ সেই সরকার নির্বাচন করা উচিত বুদ্ধি দিয়ে, তিনি জনগণের আদৌ কোনও উপকারে আসবেন কি না, তা বিবেচনা করে ৷ নির্বাচন করা উচিত দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই ৷

আরও পড়ুন: 300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

এই ছবি দেখায়, একটা ভোট বদলে দিতে পারে দেশের ভবিষ্যত ৷ ইভিএমে জনতার রায় বন্ধ করে দিতে পারে দুর্নীতির সবরকম রাস্তা ৷ তাই জওয়ান তথা শাহরুখ খান আমজনতাকে আঙুলের সদ্ব্যবহারের গুরুত্বের পাঠ দিয়েছেন। চলতি ভাষায় গণতন্ত্রের মসনদে উপযুক্ত সরকার নির্বাচনের জন্য তর্জনীর ব্যবহার করা উচিত বুঝেশুনেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.