ETV Bharat / entertainment

SRK New Car: পাঠানের সাফল্য উদযাপনে 10 কোটির রোলস রয়েস গ্যারাজে আনলেন শাহরুখ ! - 10 কোটির রোলস রয়েস কিনলেন কিং খান

দশ কোটির বেশি দামের রোলস রয়েস কুলিয়ান ব্ল্যক ব্যাজ এসইউভি এবার যুক্ত হল এসআরকের কালেকশনে(Shah Rukh Khan buys 10cr Rolls Royce ) ৷ 'পাঠান' ছবির সাফল্য এভাবেই উদযাপন করলেন অভিনেতা ৷

SRK New Car
পাঠানের সাফল্যের পর 10 কোটির গাড়ি কিনলেন কিং খান
author img

By

Published : Mar 28, 2023, 3:33 PM IST

হায়দরাবাদ, 28 মার্চ: বিপুল সাফল্য কুড়িয়েছে তাঁর সাম্প্রতিকতম ছবি 'পাঠান' ৷ হাজার কোটির ক্লাবে জায়গা করে নেওয়া এই ছবির হাত ধরে কামব্যাক করেছেন কিং খান, ফের হেঁটেছেন সাফল্যের সরণিতে ৷ হারানো মসনদ ফিরে পাওয়ার পর এবার নিজেই নিজেকে উপহার দিলেন 'বাদশা' ৷ সাফল্যের পুরস্কার হিসাবে একটি গাড়ি কিনে ফেললেন অভিনেতা ৷ বিলাস বহুল গাড়ির প্রতি কিং খানের ভালোবাসার কথা তাঁর গাড়ির কালেকশন দেখলেই বোঝা যায় (Shah Rukh Khan buys 10cr Rolls Royce) ৷ এসআরকে'র গ্যারাজে এবার শোভা পাবে রোলস রয়েস ৷

বিএমডবলু থেকে অডি পর্যন্ত এসআরকের কালেকশনে রয়েছে বিলাসবহুল বেশিরভাগ বিদেশি গাড়িই ৷ এবার তাঁর বাহন হিসাবে যুক্ত হল একটি সাদা রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ এসইউভি ৷ এই গাড়ির বাজারমূল্য দশ কোটিরও বেশি বলে জানা গিয়েছে ৷ শাহরুখের গাড়ির একটি ভিডিয়োও এখন ভাইরাল হয়ে ঘুরছে সোশালে ৷ যেখানে দেখা গিয়েছে শাহরুখের নয়া গাড়ির নম্বর 0555 ৷

সম্প্রতি রাতের মুম্বই শহরে নতুন বাহন নিয়ে বেড়িয়ে পড়তে দেখা গিয়েছে কিং খানকে ৷ সেই ভিডিয়োই এখন ঘুরছে নেটপাড়ায় ৷ যা দেখে উত্তেজিত ফ্যানেরাও ৷ অথচ কয়েকমাস আগে পর্যন্ত সবকিছু এত মসৃণ ছিল না ৷ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ অন্যদিকে আবার পুত্র আরিয়ানকে নিয়ে চলছিল সমস্য়া ৷ অনেকেই ভাবছিলেন এবার হয়তো শুনতে হবে 'মহীরুহ পতনের' শব্দ ৷

আরও পড়ুন: মলদ্বীপে ছুটি কাটাতে মত্ত দেব, রয়েছেন রুক্মিণীও

কিন্তু না, ঘুরে দাঁড়িয়েছেন শাহরুখ, ফিরে এসেছেন ঠিক যেভাবে চ্যাম্পিয়নরা ফিরে আসে ৷ তাঁর ছবিকে বয়কটের চেষ্টাও কম হয়নি, হয়েছে নানাবিধ বিতর্কও ৷ কিন্তু এই স্পাই থ্রিলারটি সিনেমা হলে আসতে না-আসতেই সকলে শাহরুখকে যেন বুকে টেনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ৷ আর কিং খান ফের রেসের মাঠ নেমেছেন সত্যিই রাজার মতো ৷

হায়দরাবাদ, 28 মার্চ: বিপুল সাফল্য কুড়িয়েছে তাঁর সাম্প্রতিকতম ছবি 'পাঠান' ৷ হাজার কোটির ক্লাবে জায়গা করে নেওয়া এই ছবির হাত ধরে কামব্যাক করেছেন কিং খান, ফের হেঁটেছেন সাফল্যের সরণিতে ৷ হারানো মসনদ ফিরে পাওয়ার পর এবার নিজেই নিজেকে উপহার দিলেন 'বাদশা' ৷ সাফল্যের পুরস্কার হিসাবে একটি গাড়ি কিনে ফেললেন অভিনেতা ৷ বিলাস বহুল গাড়ির প্রতি কিং খানের ভালোবাসার কথা তাঁর গাড়ির কালেকশন দেখলেই বোঝা যায় (Shah Rukh Khan buys 10cr Rolls Royce) ৷ এসআরকে'র গ্যারাজে এবার শোভা পাবে রোলস রয়েস ৷

বিএমডবলু থেকে অডি পর্যন্ত এসআরকের কালেকশনে রয়েছে বিলাসবহুল বেশিরভাগ বিদেশি গাড়িই ৷ এবার তাঁর বাহন হিসাবে যুক্ত হল একটি সাদা রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ এসইউভি ৷ এই গাড়ির বাজারমূল্য দশ কোটিরও বেশি বলে জানা গিয়েছে ৷ শাহরুখের গাড়ির একটি ভিডিয়োও এখন ভাইরাল হয়ে ঘুরছে সোশালে ৷ যেখানে দেখা গিয়েছে শাহরুখের নয়া গাড়ির নম্বর 0555 ৷

সম্প্রতি রাতের মুম্বই শহরে নতুন বাহন নিয়ে বেড়িয়ে পড়তে দেখা গিয়েছে কিং খানকে ৷ সেই ভিডিয়োই এখন ঘুরছে নেটপাড়ায় ৷ যা দেখে উত্তেজিত ফ্যানেরাও ৷ অথচ কয়েকমাস আগে পর্যন্ত সবকিছু এত মসৃণ ছিল না ৷ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ অন্যদিকে আবার পুত্র আরিয়ানকে নিয়ে চলছিল সমস্য়া ৷ অনেকেই ভাবছিলেন এবার হয়তো শুনতে হবে 'মহীরুহ পতনের' শব্দ ৷

আরও পড়ুন: মলদ্বীপে ছুটি কাটাতে মত্ত দেব, রয়েছেন রুক্মিণীও

কিন্তু না, ঘুরে দাঁড়িয়েছেন শাহরুখ, ফিরে এসেছেন ঠিক যেভাবে চ্যাম্পিয়নরা ফিরে আসে ৷ তাঁর ছবিকে বয়কটের চেষ্টাও কম হয়নি, হয়েছে নানাবিধ বিতর্কও ৷ কিন্তু এই স্পাই থ্রিলারটি সিনেমা হলে আসতে না-আসতেই সকলে শাহরুখকে যেন বুকে টেনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ৷ আর কিং খান ফের রেসের মাঠ নেমেছেন সত্যিই রাজার মতো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.