ETV Bharat / entertainment

Jawaan Trailer Release Date Announce: পরশুই আসছে জওয়ানের ট্রেলার, শাহরুখের ঘোষণা পোস্টে 15 মিনিটে 10 লক্ষ ভিউজ - Jawan Trailer Date

অবশেষে প্রতীক্ষার অবসান ৷ শনিবার বলিউড বাদশা স্বয়ং জানিয়েদিলেন কবে আসছে জওয়ান-এর ট্রেলার ৷ জানালেন সময়ও ৷

Etv Bharat
আসছে জওয়ান-এর ট্রেলার, জানালেন কিং খান
author img

By

Published : Jul 8, 2023, 10:46 PM IST

মুম্বই, 8 জুলাই: "আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগর নে ওয়ালা হ্যায়..." দীর্ঘ সময়ের বিরতির পর কিং খান ঝড় তুলেছেন বলিউডে ৷ এবার প্রতীক্ষা 'জওয়ান'-এর ৷ মাথায় ব্যান্ডেজ বেঁধে আহত শাহরুখ খানের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল অনেক আগেই ৷ অপেক্ষা ছিল কবে আসবে ছবির ট্রেলার ৷ তবে প্রতীক্ষার অবসান ৷ সোশাল মিডিয়ায় শনিবার সন্ধেয় বাদশা স্বয়ং জানিয়ে দিলেন কবে আসছে 'জওয়ান'-এর ট্রেলার ৷ তাঁর সেই অ্যানাউন্সমেন্ট পোস্ট মাত্র 15 মিনিটে দেখল 10 লক্ষ মানুষ ৷

অ্যাটলি পরিচালিত জওয়ান শুরু থেকেই চর্চায় ৷ ছবিতে শাহরুখ কানের লুক সেই চর্চা আরও জোরালো করেছে ৷ কিছুদিন আগেই জানা গিয়েছিল, হলিউড অভিনেতা টম ক্রুজের 'মিশন ইম্পপসিবল 7'-এর সঙ্গে আসতে চলেছে 'জওয়ান' ছবির ট্রেলার ৷ 12 জুলাই মুক্তি পাচ্ছে 'মিশন ইম্পপসিবল' ৷ স্বভাবতই ওই দিন ট্রেলার মুক্তির খবর নিয়ে প্রাথমিকভাবে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা ৷

তবে শনিবার রাতে ট্রেলার মুক্তি নিয়ে নতুন আপডেট এসেছে সামনে ৷ বহু প্রতীক্ষীত কিং খানের মেগা ছবি 'জওয়ান'-এর ট্রেলার আসতে চলেছে 10 জুলাই, ঠিক সকাল সাড়ে 10টায় ৷ শনিবার রাতের দিকে শাহরুখ খান সোশাল মিডিয়ায় শেয়ার করেন একটি ভিডিয়ো ৷ যে ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে, কতটা ধামাকাদার হতে চলেছে বাদশার এন্ট্রি ৷ পোস্টে তিনি লেখেন, "ম্যায় পুণ্য হুঁ ইয়া পাপ হুঁ?...ম্যায় ভি আপ হুঁ... জওয়ান প্রিভিউ 10 জুলাই ৷"

এই ঘোষণা আসার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শকরা ৷ শাহরুখ খানের লুক ও অ্যানাউন্স দেখে অনেকেই আন্দাজ করতেই পারছেন, 'পাঠান'-এর মতোই এই ছবি হতে চলেছে পাওয়ার প্যাকড ৷ প্রথমে এই ছবি মুক্তির কথা ছিল চলতি বছরের 2 জুন ৷ পরে সেই তারিখ পিছিয়ে যায় ৷ এরপরেই জানা যায় জন্মাষ্টমী উপলক্ষ্যে 7 সেপ্টেম্বর সেলুলয়েডের পর্দায় মুক্তি পাবে 'জওয়ান' ৷

আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দক্ষিণী পরিচালক অ্যাটলি পা রাখছেন হিন্দি ছবি পরিচালনার জগতে ৷ ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ 'জওয়ান'-এ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় সেতুপথি, নয়নতারা, প্রিয়মণি, সানয়া মালহোত্রা ৷ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, দক্ষিণী অভিনেতা বিজয় ও সঞ্জয় দত্তকে ৷

মুম্বই, 8 জুলাই: "আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগর নে ওয়ালা হ্যায়..." দীর্ঘ সময়ের বিরতির পর কিং খান ঝড় তুলেছেন বলিউডে ৷ এবার প্রতীক্ষা 'জওয়ান'-এর ৷ মাথায় ব্যান্ডেজ বেঁধে আহত শাহরুখ খানের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল অনেক আগেই ৷ অপেক্ষা ছিল কবে আসবে ছবির ট্রেলার ৷ তবে প্রতীক্ষার অবসান ৷ সোশাল মিডিয়ায় শনিবার সন্ধেয় বাদশা স্বয়ং জানিয়ে দিলেন কবে আসছে 'জওয়ান'-এর ট্রেলার ৷ তাঁর সেই অ্যানাউন্সমেন্ট পোস্ট মাত্র 15 মিনিটে দেখল 10 লক্ষ মানুষ ৷

অ্যাটলি পরিচালিত জওয়ান শুরু থেকেই চর্চায় ৷ ছবিতে শাহরুখ কানের লুক সেই চর্চা আরও জোরালো করেছে ৷ কিছুদিন আগেই জানা গিয়েছিল, হলিউড অভিনেতা টম ক্রুজের 'মিশন ইম্পপসিবল 7'-এর সঙ্গে আসতে চলেছে 'জওয়ান' ছবির ট্রেলার ৷ 12 জুলাই মুক্তি পাচ্ছে 'মিশন ইম্পপসিবল' ৷ স্বভাবতই ওই দিন ট্রেলার মুক্তির খবর নিয়ে প্রাথমিকভাবে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা ৷

তবে শনিবার রাতে ট্রেলার মুক্তি নিয়ে নতুন আপডেট এসেছে সামনে ৷ বহু প্রতীক্ষীত কিং খানের মেগা ছবি 'জওয়ান'-এর ট্রেলার আসতে চলেছে 10 জুলাই, ঠিক সকাল সাড়ে 10টায় ৷ শনিবার রাতের দিকে শাহরুখ খান সোশাল মিডিয়ায় শেয়ার করেন একটি ভিডিয়ো ৷ যে ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে, কতটা ধামাকাদার হতে চলেছে বাদশার এন্ট্রি ৷ পোস্টে তিনি লেখেন, "ম্যায় পুণ্য হুঁ ইয়া পাপ হুঁ?...ম্যায় ভি আপ হুঁ... জওয়ান প্রিভিউ 10 জুলাই ৷"

এই ঘোষণা আসার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শকরা ৷ শাহরুখ খানের লুক ও অ্যানাউন্স দেখে অনেকেই আন্দাজ করতেই পারছেন, 'পাঠান'-এর মতোই এই ছবি হতে চলেছে পাওয়ার প্যাকড ৷ প্রথমে এই ছবি মুক্তির কথা ছিল চলতি বছরের 2 জুন ৷ পরে সেই তারিখ পিছিয়ে যায় ৷ এরপরেই জানা যায় জন্মাষ্টমী উপলক্ষ্যে 7 সেপ্টেম্বর সেলুলয়েডের পর্দায় মুক্তি পাবে 'জওয়ান' ৷

আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দক্ষিণী পরিচালক অ্যাটলি পা রাখছেন হিন্দি ছবি পরিচালনার জগতে ৷ ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ 'জওয়ান'-এ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় সেতুপথি, নয়নতারা, প্রিয়মণি, সানয়া মালহোত্রা ৷ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, দক্ষিণী অভিনেতা বিজয় ও সঞ্জয় দত্তকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.