ETV Bharat / entertainment

Jawan First Look : চাই হিট ছবি, দক্ষিণী পরিচালকের সঙ্গে জোট শাহরুখের ; নায়িকা নয়নতারা - Shah Rukh khan Jawan First Look

দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে নতুন ছবি জওয়ান-এর জন্য হাত মিলিয়েছেন কিং খান ৷ এবার সামনে এল ছবির প্রথম পোস্টার (Shah Rukh Khan Jawan First Look Goes Viral) ৷

Shah Rukh khan Jawan First Look
কিং খান অ্যাটলি জুটির নতুন ছবি 'জওয়ান'-এর ফার্স্ট লুক ভাইরাল
author img

By

Published : Jun 3, 2022, 10:35 AM IST

হায়দরাবাদ, 3 জুন : শুরুটা হয়েছিল বাহুবলী দিয়ে ৷ এরপর দেশ-বিদেশের বক্স অফিসে ঝড় তুলেছে একের পর এক দক্ষিণী ছবি ৷ সেই সাফল্যের ধাক্কায় অনেকটাই কোণঠাসা বলিউড ৷ অতীতে দক্ষিণী ছবির নাম শুনলে নাক সিঁটকোতেন বলিউডের একাংশ ৷ এখন তাঁরাই পিঠ চাপড়াচ্ছেন ৷ তাই এবার বলিউডের বাদশা শাহরুখ খানের ছবিতেও থাকছে দক্ষিণী ছোঁয়া ৷ বেশ কয়েক বছর ধরে হিট ছবির মুখ দেখেননি শাহরুখ ৷ শুধুমাত্র স্টারডম দিয়ে ছবি চলছে না ৷ নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে হলে একটা হিট ছবি চাই-ই চাই ৷ তাই এবার দক্ষিণী পরিচালকের হাত ধরলেন বাদশা ৷ পর্দায় রোম্যান্সও করবেন দক্ষিণী সুন্দরীর সঙ্গে ৷

দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেছেন বলিউড কিং শাহরুখ খান ৷ এই খবর প্রকাশ্যে এসেছিল বেশ কিছুদিন আগেই ৷ যদিও এই যৌথ প্রজেক্টের নাম ধাম কিছুই সামনে আসেনি ৷ তারপর জানা যায় ছবির নাম হতে চলেছে 'লায়ন' ৷ তবে এবার জানা গেল সেই নাম বদল হতে চলেছে আর ছবির নতুন নাম হতে চলেছে 'জওয়ান' ৷ আর এবার অনুরাগীদের অপেক্ষার প্রহর গোনা শেষ কারণ সামনে এল শাহরুখের এই ছবির ফার্স্ট লুক (Shah Rukh Khan Jawan First Look Goes Viral)৷

Shah Rukh Khan Jawan First Look Goes Viral
আর এবার অনুরাগীদের অপেক্ষার প্রহর গোনা শেষ কারণ সামনে এল শাহরুখের এই ছবির ফার্স্ট লুক

শাহরুখের প্রথম লুক এবং ছবির পোস্টার সামনে আসতেই রীতিমত উত্তেজিত ফ্যানেরা ৷ শাহরুখকে ছবিতে দেখা গিয়েছে গ্ল্যামারাস হিরোর বেশে ৷ তাঁর স্যুট, মাথার টুপি, হাতের ধূমায়িত চুরুট সবই রীতিমত নজর কেড়েছে ফ্যানেদের ৷ আর তাই ছবির প্রথম পোস্টার মুক্তি পেতে না পেতেই তা এখন ভাইরাল নেটপাড়ায় ৷

আরও পড়ুন : থামল সুরসাধনা, প্রয়াত ‘সন্তুর সন্ন্যাসী’ ভজন সোপরি

জানা গিয়েছে আগামী বছরে দর্শকের দরবারে আসতে পারে এই ছবি ৷ এটি মূলত একটি রোম্যান্টিক ড্রামা ৷ খবর অনুযায়ী ছবিতে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে বলিউডের বাদশাকে ৷ এছাড়াও আরও দু'টি প্রজেক্টের জন্য় এই মুহূর্তে শিরোনামে রয়েছেন শাহরুখ ৷ একদিকে যেমন রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবিতে পর্দায় আসবেন তিনি তেমনই সামনেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'পাঠান' ৷

হায়দরাবাদ, 3 জুন : শুরুটা হয়েছিল বাহুবলী দিয়ে ৷ এরপর দেশ-বিদেশের বক্স অফিসে ঝড় তুলেছে একের পর এক দক্ষিণী ছবি ৷ সেই সাফল্যের ধাক্কায় অনেকটাই কোণঠাসা বলিউড ৷ অতীতে দক্ষিণী ছবির নাম শুনলে নাক সিঁটকোতেন বলিউডের একাংশ ৷ এখন তাঁরাই পিঠ চাপড়াচ্ছেন ৷ তাই এবার বলিউডের বাদশা শাহরুখ খানের ছবিতেও থাকছে দক্ষিণী ছোঁয়া ৷ বেশ কয়েক বছর ধরে হিট ছবির মুখ দেখেননি শাহরুখ ৷ শুধুমাত্র স্টারডম দিয়ে ছবি চলছে না ৷ নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে হলে একটা হিট ছবি চাই-ই চাই ৷ তাই এবার দক্ষিণী পরিচালকের হাত ধরলেন বাদশা ৷ পর্দায় রোম্যান্সও করবেন দক্ষিণী সুন্দরীর সঙ্গে ৷

দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেছেন বলিউড কিং শাহরুখ খান ৷ এই খবর প্রকাশ্যে এসেছিল বেশ কিছুদিন আগেই ৷ যদিও এই যৌথ প্রজেক্টের নাম ধাম কিছুই সামনে আসেনি ৷ তারপর জানা যায় ছবির নাম হতে চলেছে 'লায়ন' ৷ তবে এবার জানা গেল সেই নাম বদল হতে চলেছে আর ছবির নতুন নাম হতে চলেছে 'জওয়ান' ৷ আর এবার অনুরাগীদের অপেক্ষার প্রহর গোনা শেষ কারণ সামনে এল শাহরুখের এই ছবির ফার্স্ট লুক (Shah Rukh Khan Jawan First Look Goes Viral)৷

Shah Rukh Khan Jawan First Look Goes Viral
আর এবার অনুরাগীদের অপেক্ষার প্রহর গোনা শেষ কারণ সামনে এল শাহরুখের এই ছবির ফার্স্ট লুক

শাহরুখের প্রথম লুক এবং ছবির পোস্টার সামনে আসতেই রীতিমত উত্তেজিত ফ্যানেরা ৷ শাহরুখকে ছবিতে দেখা গিয়েছে গ্ল্যামারাস হিরোর বেশে ৷ তাঁর স্যুট, মাথার টুপি, হাতের ধূমায়িত চুরুট সবই রীতিমত নজর কেড়েছে ফ্যানেদের ৷ আর তাই ছবির প্রথম পোস্টার মুক্তি পেতে না পেতেই তা এখন ভাইরাল নেটপাড়ায় ৷

আরও পড়ুন : থামল সুরসাধনা, প্রয়াত ‘সন্তুর সন্ন্যাসী’ ভজন সোপরি

জানা গিয়েছে আগামী বছরে দর্শকের দরবারে আসতে পারে এই ছবি ৷ এটি মূলত একটি রোম্যান্টিক ড্রামা ৷ খবর অনুযায়ী ছবিতে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে বলিউডের বাদশাকে ৷ এছাড়াও আরও দু'টি প্রজেক্টের জন্য় এই মুহূর্তে শিরোনামে রয়েছেন শাহরুখ ৷ একদিকে যেমন রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবিতে পর্দায় আসবেন তিনি তেমনই সামনেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'পাঠান' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.