মুম্বই, 19 অক্টোবর: 'জওয়ান' ছবির মেট্রো হাইজ্যাকের দৃশ্য নিশ্চয় মনে রয়েছে আপনাদের ৷ এবার সেই দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে দেখা গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরকে ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল ৷ ভাবছেন, জওয়ান ছবির নতুন কোনও আনকাট দৃশ্য মুক্তি পেয়েছে? ভুল ভাবছেন ৷ এই তিন তারকা জুটি বাঁধলেন নতুন একটি বিজ্ঞাপনে ৷ মজাদার এই বিজ্ঞাপনের সংলাপে মজেছে নেটপাড়াও ৷
কিছুদিন আগেই, শাহরুখ খান, আলিয়া ভাট এবং রণবীর কাপুরেরর একটি পোস্টার কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই পোস্টারের পরে, তিন তারকা একসঙ্গে বড় কিছু করতে চলেছেন, এমন গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল নেটপাড়ায় ৷ ব্রহ্মাস্ত্র ছবিতে এই তিন তারকাকে দেখা গেলেও, তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি ৷ তাই অনুরাগীরা অনুমান ছিল, নিশ্চই বড় কিছু হতে চলেছে ৷ অবশেষ জল্পনার অবসান। জওয়ান সুপারস্টার শাহরুখ খান, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে দেখা গেল একটি বিজ্ঞাপনে ৷ যে ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
বিজ্ঞাপনে দেখা গিয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুর মেট্রোতে বসে রয়েছেন ৷ তুলে ধরা হয়েছে জওয়ান ছবির সেট ৷ যেখানে ন্যাঁড়া মাথায় দেখা যায় শাহরুখ খান তথা বিক্রম সিং রাঠোরকে ৷ 'জওয়ান' দ্বারা অনুপ্রাণিত সেই ভিডিয়োতে, আলিয়া ভাটকে দেখা যায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর 'শানায়া' চরিত্রে। তাঁর পরনে লাল রঙের মিনি ড্রেস। অন্যদিকে, রণবীর কাপুরকে দেখা গিয়েছে হিট ছবি 'বরফি'র চরিত্রে।
পুরো বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে আলিয়া ও রণবীরকে একটি শক্তিশালী বাড়ি তৈরির কথা বলতে দেখা যায়। শাহরুখ ও আলিয়া দু'জনেই রণবীরকে তাঁর বিভিন্ন চরিত্র যেমন শিবা, সঞ্জু, জগ্গা এবং রকেট সিং নামে ডাকতে থাকেন। বিজ্ঞাপনে তাঁকে হুমকিও দেন কিং খান।
আরও পড়ুন: মুক্তির বাকি দু'দিন, নয়া প্রোমোয় উত্তেজনা বাড়ালেন গণপথের নির্মাতারা
বিজ্ঞাপনটির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মন জয় করে নেয় ৷ এক অনুরাগী লিখেছেন, "আপনি আলিয়া ভাটকে চেয়েছিলেন এই ছবির দৃশ্যে, পেয়ে গেলেন ৷ " অনেক অনুরাগী আবার রণবীরের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, "রণবীরকে সবচেয়ে সুন্দর লাগছিল। একেবাপে কিউট ৷"