ETV Bharat / entertainment

Shabana on Onscreen Kiss: 'লোকে আমায় পাথর ছুড়লে আমি তোমাদের দিকে ছুড়ব', চুম্বন দৃশ্য নিয়ে করণকে বলেছিলেন শাবানা - Shabana on Onscreen Kiss

'লোকে আমায় পাথর ছুঁড়লে, সেই পাথর তুলে আমি তোমাদের দিকে ছুঁড়ব', করণ জোহরকে বলেছিলেন শাবানা আজমি ৷

Shabana on Onscreen Kiss
ধর্মেন্দ্রকে চুম্বনের দৃশ্য নিয়ে সরব শাবানা
author img

By

Published : Aug 5, 2023, 10:02 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট : চারিত্রিকভাবে দৃঢ় বলে কি তার কোনও রোম্যান্টিক দিক থাকবে না? 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র চুম্বনের দৃশ্য নিয়ে ফের এভাবেই সরব হলেন শাবানা আজমি ৷ করণ তাঁর এই নতুন ছবিতে একটি এমন দৃশ্য রেখেছেন যেখানে ধর্মেন্দ্র এবং শাবনা চুম্বনে আবদ্ধ হন ৷ পুরোনো হিন্দি গানের মধ্য দিয়ে তাঁদের এই প্রেমের মুহূর্তটিকে জমিয়ে তোলা হয় ছবিতে ৷ কিন্তু এই দৃশ্যটি নিয়ে তৈরি হয়েছে কিছু বিতর্ক ৷

যদিও অভিনেত্রী খুব খুশি যে আজকের প্রজন্ম এই দৃশ্যটিকে সুন্দরভাবে গ্রহণও করেছেন ৷ সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি জানান, "আমার ভাবতে ভালো লাগছে যে বেশিরভাগ আমি যেসব মন্তব্য দেখতে পাচ্ছি তা হল, আরে দারুণ তো ভাবতেই পারিনি আপনি এই ধরনের চরিত্র এতো ভালোভাবে ফুটিয়ে তুলবেন... ইত্যাদি ইত্যাদি ৷"

তিনি এও জানান, এ নিয়ে বিতর্ক কেন তাই তিনি বুঝতেই পারেন না ৷ তিনি বলেন, "আপনারা এটা একেবারেই আশা করেননি তাই হয়তো এটা নিয়ে এতো বিতর্ক ৷...কিন্তু আমি বলি 'এতে এতো আশ্চর্য হওয়ার কি আছে ৷' একজন অভিনেত্রীর যদি এমন একটি ইমেজ থেকে থাকে যে তিনি খুব বলিষ্ঠ অভিনেত্রী তাহলে কি তিনি রোম্যান্টিক হতে পারবেন না?"

তাঁর মতে, গোটা বিষয়টা এতটাই সুন্দর যে সেটাই মানুষকে অবাক করেছে ৷ আর তাঁরা সকলেই এই দৃশ্যটির প্রশংসাও করছেন ৷ বিশেষ করে তরুণ প্রজন্মের তো এই দৃশ্যটি ভীষণ ভালোলেগেছে ৷ তিনি বলেন, "প্রথম প্রথম আমার মনেও এই দৃশ্যটা নিয়ে কিছু সন্দেহ ছিল ৷ কিন্তু তখন করণ আমায় বারবার বলেছিল, 'আমার ওপর বিশ্বাস রাখো ৷' ডিজাইনার মনীশ মালহোত্রাও আমাকে বলেন 'আমার ওপর প্লিজ বিশ্বাস রাখো ৷' ওদের চাপাচাপিতেই আমি রাজি হয়েছিলাম ৷ আর এও বলেছিলাম, লোকে যদি আমায় পাথর ছোঁড়ে এরপর সেই পাথর আমি তোমাদের দিকে ছুঁড়ে মারব ৷

আরও পড়ুন: 80 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ডেই বাজি মারতে হবে করণকে

সেই ঝুঁকিটা কিন্তু নিয়েছিলেন করণ জোহর ৷ কারণ সত্যিই একটা বার্তা দেওয়া দরকার ছিল এই দৃশ্যের মাধ্যমে ৷ বয়স হলেই যে প্রেমের মৃত্যু হয়ে যায় না, সেই বার্তাই এখানে দিতে চেয়েছেন তিনি ৷ করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ইতিমধ্যেই সারা বিশ্বে 100 কোটিরও বেশি আয় করে ফেলেছে ৷ এমনকী সমালোচকদেরও মন জয় করেছেন পরিচালক ৷

নয়াদিল্লি, 5 অগস্ট : চারিত্রিকভাবে দৃঢ় বলে কি তার কোনও রোম্যান্টিক দিক থাকবে না? 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র চুম্বনের দৃশ্য নিয়ে ফের এভাবেই সরব হলেন শাবানা আজমি ৷ করণ তাঁর এই নতুন ছবিতে একটি এমন দৃশ্য রেখেছেন যেখানে ধর্মেন্দ্র এবং শাবনা চুম্বনে আবদ্ধ হন ৷ পুরোনো হিন্দি গানের মধ্য দিয়ে তাঁদের এই প্রেমের মুহূর্তটিকে জমিয়ে তোলা হয় ছবিতে ৷ কিন্তু এই দৃশ্যটি নিয়ে তৈরি হয়েছে কিছু বিতর্ক ৷

যদিও অভিনেত্রী খুব খুশি যে আজকের প্রজন্ম এই দৃশ্যটিকে সুন্দরভাবে গ্রহণও করেছেন ৷ সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি জানান, "আমার ভাবতে ভালো লাগছে যে বেশিরভাগ আমি যেসব মন্তব্য দেখতে পাচ্ছি তা হল, আরে দারুণ তো ভাবতেই পারিনি আপনি এই ধরনের চরিত্র এতো ভালোভাবে ফুটিয়ে তুলবেন... ইত্যাদি ইত্যাদি ৷"

তিনি এও জানান, এ নিয়ে বিতর্ক কেন তাই তিনি বুঝতেই পারেন না ৷ তিনি বলেন, "আপনারা এটা একেবারেই আশা করেননি তাই হয়তো এটা নিয়ে এতো বিতর্ক ৷...কিন্তু আমি বলি 'এতে এতো আশ্চর্য হওয়ার কি আছে ৷' একজন অভিনেত্রীর যদি এমন একটি ইমেজ থেকে থাকে যে তিনি খুব বলিষ্ঠ অভিনেত্রী তাহলে কি তিনি রোম্যান্টিক হতে পারবেন না?"

তাঁর মতে, গোটা বিষয়টা এতটাই সুন্দর যে সেটাই মানুষকে অবাক করেছে ৷ আর তাঁরা সকলেই এই দৃশ্যটির প্রশংসাও করছেন ৷ বিশেষ করে তরুণ প্রজন্মের তো এই দৃশ্যটি ভীষণ ভালোলেগেছে ৷ তিনি বলেন, "প্রথম প্রথম আমার মনেও এই দৃশ্যটা নিয়ে কিছু সন্দেহ ছিল ৷ কিন্তু তখন করণ আমায় বারবার বলেছিল, 'আমার ওপর বিশ্বাস রাখো ৷' ডিজাইনার মনীশ মালহোত্রাও আমাকে বলেন 'আমার ওপর প্লিজ বিশ্বাস রাখো ৷' ওদের চাপাচাপিতেই আমি রাজি হয়েছিলাম ৷ আর এও বলেছিলাম, লোকে যদি আমায় পাথর ছোঁড়ে এরপর সেই পাথর আমি তোমাদের দিকে ছুঁড়ে মারব ৷

আরও পড়ুন: 80 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ডেই বাজি মারতে হবে করণকে

সেই ঝুঁকিটা কিন্তু নিয়েছিলেন করণ জোহর ৷ কারণ সত্যিই একটা বার্তা দেওয়া দরকার ছিল এই দৃশ্যের মাধ্যমে ৷ বয়স হলেই যে প্রেমের মৃত্যু হয়ে যায় না, সেই বার্তাই এখানে দিতে চেয়েছেন তিনি ৷ করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ইতিমধ্যেই সারা বিশ্বে 100 কোটিরও বেশি আয় করে ফেলেছে ৷ এমনকী সমালোচকদেরও মন জয় করেছেন পরিচালক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.