ETV Bharat / entertainment

Sayantika Banerjee: 'পুরুষের টাকা কখনও স্বাধীনচেতা নারীকে টলায় না', বিতর্কের মাঝেই পোস্ট সায়ন্তিকার - শুটিং সংক্রান্ত বিতর্কের মাঝেই পোস্ট সায়ন্তিকার

Sayantika Banerjee New Film Controversy: সায়ন্তিকার বাংলাদেশি ছবির শুটিং নিয়ে এখন তরজা তুঙ্গে ৷ ইতিমধ্যেই নায়িকাকে কুরুচিকর মন্তব্য করেছেন ছবির প্রযোজক ৷ যার জেরে আত্মপক্ষ সমর্থনে আসরে নামতে হয়েছে ছবির নায়ক জায়েদ খানকে ৷ আবার এরই মাঝে রহস্যময় পোস্ট অভিনেত্রীর ৷

Pic Sayantika Banerjee Instagram
বাংলাদেশি ছবির শুটিং নিয়ে বিতর্কে জড়ালেন সায়ন্তিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 11:36 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: সম্প্রতি বাংলাদেশ থেকে শুটিং সেরে দেশে ফিরেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর তার ফেরার পরপরই শুরু হয়েছে নানান গুঞ্জন ৷ বাংলাদেশি ছবির প্রযোজক নাকি সংবাদ মাধ্যমে কুরুচিকর মন্তব্যও করেছেন নায়িকাকে নিয়ে ৷ এমনকী এই ঘটনায় মুখ খুলতে হয়েছে ছবির নায়ক তথা অভিনেতা জায়েদ খানকেও ৷ এই সমস্ত ঘটনার মাঝেই মঙ্গলবার একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন সায়ন্তিকা ৷

সোশালে এদিন অভিনেত্রী যে পোস্টটি শেয়ার করেছেন তাতে লেখা রয়েছে একটি ছোট্ট লাইন ৷ লাইনটি হল, "পুরুষের টাকা কখনও একজন স্বাধীনচেতা নারীকে টলায় না ৷" সম্প্রতি তাঁকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েই কি এই মন্তব্যের আশ্রয় নিলেন অভিনেত্রী ? না তা অবশ্য লিখলেন না নায়িকা ৷ আরও বেশ কয়েকটি পোস্ট এদিন করেছেন সায়ন্তিকা ৷ তার মধ্যে একটি ভিডিয়ো আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব নিয়ে আর একটি পোস্টে তাঁকে দেখা গিয়েছে তাঁর প্রিয় পোষ্যটির সঙ্গে ৷

Pic Sayantika Banerjee Instagram
রহস্যময় পোস্ট সায়ন্তিকার

অভিনেত্রীর বাংলাদেশি ছবির কাজ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে ৷ কারণ বেশ কিছুদিন আবার এই ছবির হাত ধরে পর্দায় ফেরার কথা ছিল সায়ন্তিকার ৷ ইতিমধ্যেই গান এবং অন্যান্য শুটিং পর্বের বেশকিছু ক্লিপিংও সোশালে শেয়ার করেছিলেন নায়িকা ৷ কিন্তু তিনি কলকাতায় ফিরতেই খবর ছড়াতে শুরু করে শুটিং ছেড়ে মাঝপথেই নাকি চলে এসেছেন তিনি ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, শুটিং অব্যবস্থা নিয়ে নাকি প্রশ্নও তুলতে বাধ্য হয়েছিলেন নায়িকা ৷

আরও পড়ুন: পুজোর দিনে ঘুড়ি নিয়ে মাতলেন মনামীও, সোশালে সেই ভিডিয়ো

এরপরই ছবির প্রযোজক নায়ক জায়েদ খান ও তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ৷ বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, "গানের শুটিংয়ের জন্য পোশাক পরিবর্তন করতে দুপুর 2টোর সময় হোটেলে যান নায়ক-নায়িকা ৷ আর সেখান থেকে ফিরে আসেন সন্ধ্যা 6টার সময় ৷ পোশাক বদলাতে চার ঘণ্টা সময় লাগে ?"

এই নিয়ে প্রশ্ন উঠতেই তা নিয়ে মুখ খুলেছেন নায়ক জায়েদ খানও ৷ তাঁর দাবি, অকারণ তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলেছে ৷ আর অনেকেই সেই ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছেন ৷ এক্ষেত্রে সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছেন জায়েদ ৷ এই সমস্ত মন্তব্য, পালটা মন্তব্য নিয়ে যখন শোরগোল চলেছে সায়ন্তিকা কিন্তু একেবারে চুপ ৷ তবে আজ যে রহস্যময় পোস্ট তিনি করেছেন তাও কি এর সঙ্গেই যুক্ত? উত্তর দেবে সময় ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: সম্প্রতি বাংলাদেশ থেকে শুটিং সেরে দেশে ফিরেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর তার ফেরার পরপরই শুরু হয়েছে নানান গুঞ্জন ৷ বাংলাদেশি ছবির প্রযোজক নাকি সংবাদ মাধ্যমে কুরুচিকর মন্তব্যও করেছেন নায়িকাকে নিয়ে ৷ এমনকী এই ঘটনায় মুখ খুলতে হয়েছে ছবির নায়ক তথা অভিনেতা জায়েদ খানকেও ৷ এই সমস্ত ঘটনার মাঝেই মঙ্গলবার একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন সায়ন্তিকা ৷

সোশালে এদিন অভিনেত্রী যে পোস্টটি শেয়ার করেছেন তাতে লেখা রয়েছে একটি ছোট্ট লাইন ৷ লাইনটি হল, "পুরুষের টাকা কখনও একজন স্বাধীনচেতা নারীকে টলায় না ৷" সম্প্রতি তাঁকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েই কি এই মন্তব্যের আশ্রয় নিলেন অভিনেত্রী ? না তা অবশ্য লিখলেন না নায়িকা ৷ আরও বেশ কয়েকটি পোস্ট এদিন করেছেন সায়ন্তিকা ৷ তার মধ্যে একটি ভিডিয়ো আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব নিয়ে আর একটি পোস্টে তাঁকে দেখা গিয়েছে তাঁর প্রিয় পোষ্যটির সঙ্গে ৷

Pic Sayantika Banerjee Instagram
রহস্যময় পোস্ট সায়ন্তিকার

অভিনেত্রীর বাংলাদেশি ছবির কাজ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে ৷ কারণ বেশ কিছুদিন আবার এই ছবির হাত ধরে পর্দায় ফেরার কথা ছিল সায়ন্তিকার ৷ ইতিমধ্যেই গান এবং অন্যান্য শুটিং পর্বের বেশকিছু ক্লিপিংও সোশালে শেয়ার করেছিলেন নায়িকা ৷ কিন্তু তিনি কলকাতায় ফিরতেই খবর ছড়াতে শুরু করে শুটিং ছেড়ে মাঝপথেই নাকি চলে এসেছেন তিনি ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, শুটিং অব্যবস্থা নিয়ে নাকি প্রশ্নও তুলতে বাধ্য হয়েছিলেন নায়িকা ৷

আরও পড়ুন: পুজোর দিনে ঘুড়ি নিয়ে মাতলেন মনামীও, সোশালে সেই ভিডিয়ো

এরপরই ছবির প্রযোজক নায়ক জায়েদ খান ও তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ৷ বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, "গানের শুটিংয়ের জন্য পোশাক পরিবর্তন করতে দুপুর 2টোর সময় হোটেলে যান নায়ক-নায়িকা ৷ আর সেখান থেকে ফিরে আসেন সন্ধ্যা 6টার সময় ৷ পোশাক বদলাতে চার ঘণ্টা সময় লাগে ?"

এই নিয়ে প্রশ্ন উঠতেই তা নিয়ে মুখ খুলেছেন নায়ক জায়েদ খানও ৷ তাঁর দাবি, অকারণ তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলেছে ৷ আর অনেকেই সেই ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছেন ৷ এক্ষেত্রে সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছেন জায়েদ ৷ এই সমস্ত মন্তব্য, পালটা মন্তব্য নিয়ে যখন শোরগোল চলেছে সায়ন্তিকা কিন্তু একেবারে চুপ ৷ তবে আজ যে রহস্যময় পোস্ট তিনি করেছেন তাও কি এর সঙ্গেই যুক্ত? উত্তর দেবে সময় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.