কলকাতা, 18 অগস্ট: 25 অগস্ট মুক্তি পেতে চলেছে আর ডি নাথ পরিচালিত বাংলা ছবি 'বিউটিফুল লাইফ' । এই ছবিতে টোটা রায়চৌধুরীর স্ত্রী'র চরিত্রে দেখা যাবে সায়ন্তনী সেনগুপ্ত মল্লিককে । ছবিতে তাঁর চরিত্রের নাম ঝুমকি । সে শারীরিকভাবে অক্ষম । সাধারণের একটু আলাদা এই চরিত্রটি ঠিক কেমন ছিল? বিশেষ ধরনের শারীরিক অঙ্গভঙ্গি রপ্ত করা কতটা চ্যালেঞ্জিং ছিল সায়ন্তনীর জন্য? কেমন ছিল অভিজ্ঞতা? খোঁজ নিল ইটিভি ভারত ।
সায়ন্তনীর কাছে তাঁর ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "খুব চ্যালেঞ্জিং একটা চরিত্রে আমাকে বেছে নিয়েছেন ঋতুদি মানে ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ঋতুদি আমার খুব কাছের মানুষ । ওঁর পরিবারের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক । আবদার করতে পারি একটা কাজের জন্যও । আমি সবার কাছে কাজের জন্য বলতে পারি না । বলিও না ৷ কিন্তু ঋতুদিকে বলতে পারি, এরকম একটা কাজ করতে চাই বা ওরকম একটা কাজ করতে চাই । দিদিই আমাকে এই কাজটা দেন । পরে যখন জানতে পারি যে টোটাদা আমার বিপরীতে তখন তো আমি সত্যিই আবেগে ভেসে গিয়েছিলাম । আমি তো টোটাদাকে বলেইছিলাম উনি আমার ক্রাশ । ভীষণ মাটির মানুষ । দারুণ অমায়িক । খুব ভালো মানুষ উনি । আর পরাণদা মানে পরাণ বন্দোপাধ্যায়ের সঙ্গে তো হই হই করে কাজ করেছি ৷"
এতো গেল পর্দার স্বামীর কথা ৷ আর ঝুমকি সে কেমন? চরিত্র নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "প্রথম যখন পরিচালক বলেন যে আমাকে চরিত্রটা করতে হবে তখন এরকম মানুষজনদের আমি অনুসরণ করা শুরু করি ৷ তাঁরা কীভাবে হাঁটাচলা করেন। কীভাবে কথা বলেন, কীভাবে তাকান, মুখ ফেরান । কীভাবে এক্সপ্রেশন দেন । এরপর টোটাদার সঙ্গে আমাদের ওয়ার্কশপ হয় । বাকিটা শুটিংয়ের সময় ঠিক হয়ে যায় । কেননা আমি নিজে খুব ভিতর থেকে অনুভব করতে পেরেছিলাম চরিত্রটাকে । তাই অসুবিধা হয়নি । তবে চরিত্রটা চ্যালেঞ্জিং তো বটেই ।"
আরও পড়ুন: সেহওয়াগ বিজয় বর্মা, বাদ নেই নেটপাড়াও; অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ কাশ্মীর থেকে কন্যাকুমারী
বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী সায়ন্তনী । অনেকের ধারণা টেলিভিশনের অভিনেত্রীরা নাকি নানা শেডের চরিত্রে অভিনয় করতে পারেন না । এই প্রসঙ্গ উঠলে অভিনেত্রী বলেন, "আমরা পারি না কথাটা যাঁরা বলেন, তাঁরা ভুল বলেন । আমাদের সুযোগ দেওয়া হয় না । ধারাবাহিকে আমরা বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করি । তা হলে সিনেমায় কেন পারব না? আগে সুযোগ দিয়ে তো দেখা হোক আমাদের । আমাদের সুযোগ তো কমই দেওয়া হয় । তাই প্রমাণ করতে পারি না নিজেদের । ঋতুদি আমাকে কাস্টিং করায় এই যাত্রায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেলাম । বাকিটা দর্শক বলবেন ।"