ETV Bharat / entertainment

Sayantani Ghosh New Film: এক দশক পর বড়পর্দায় সায়ন্তনী, 'কলকাতায় স্বাগতম', লিখলেন নুসরত - Yash new Film Mentaaal

এক দশক বড় পর্দার শুটিং শুরু করলেন সায়ন্তনী ঘোষ ৷ এই বং ডিভাকে কলকাতায় স্বাগত জানালেন নুুসরত এবং যশ ৷

new Film Mentaaal
মেন্টাল ছবির হাত ধরে বড়পর্দায় সায়ন্তনী
author img

By

Published : Jul 22, 2023, 11:08 AM IST

Updated : Jul 22, 2023, 11:22 AM IST

কলকাতা, 22 জুলাই: টলিপাড়ার অনেক তারকাই প্রযোজনায় পা রাখছেন ৷ জিৎ, দেবের মতো সুপারস্টাররা তো বটেই তালিকায় আছেন যীশু সেনগুপ্ত, বনি-কৌশানি থেকে শুরু করে আরও অনেকেই ৷ সম্প্রতি এই তালিকায় নাম লিখিয়েছেন বাংলা সিনেপ্রেমীদের প্রিয় জুটি যশরতও ৷ তাঁদের নতুন ছবির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ ছবির নাম 'মেন্টাল' ৷ পরিচালক বাবা যাদবের হাত ধরে ফের রূপোলি পর্দায় জুটি বাঁধছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান ৷ যশরতের এই ছবির হাত ধরে এক দশক পর বড় পর্দায় ফিরছেন সায়ন্তনী ঘোষও ৷ এবার ছবির শুটিং শুরু করে দিলেন তিনি ৷

মূলত 'নাগিন' ধারাবাহিকের জন্যই বেশি পরিচিত এই বঙ্গ ললনা ৷ ছোটপর্দায় দেখা মিললেও বড়পর্দায় প্রায় এক দশক দেখা মেলেনি নায়িকার ৷ শেষবার 2013 সালে হিন্দি ছবি 'হিম্মতওয়ালা' ছবিতে কাজ করেছেন নায়িকা ৷ তারপর বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়ে গিয়েছেন তিনি ৷ অবশেষে আবার নতুন ছবির কাজ শুরু করে দিলেন অভিনেত্রী ৷ চিত্রনাট্যের কপি হাতে নিয়ে এদিন একটি রিলসও শেয়ার করেছেন সায়ন্তনী ৷ আর সেই রিলসটি শেয়ার করে তাঁকে স্বাগত জানালেন নুসরতও ৷ লিখলেন, "কলকাতায় স্বাগতম ৷"

new Film Mentaaal
মেন্টাল ছবির শুটিং শুরু করলেন সায়ন্তনী

এর আগেই শুটিং শুরুর মুহূর্তটি ক্যামেরা বন্দি করে তা অনুরাগীদের উপহার দিয়েছেন নুসরত জাহান ৷ কলকাতাতেই আপাতত চলছে এই ছবির কাজ ৷ ছবির একটি পোস্টারও সামনে এসেছে ৷ সেখানে যশকে দেখা গিয়েছিল পুলিশের পোশাকে ৷ চোখে সানগ্লাস, মুখে ফিচেল হাসি মার্কা এই অফিসার যে কিছুটা হলেও অন্যরকম তা বুঝতে কোনও সমস্য়া হয়নি ৷

আরও পড়ুন: উচ্চাকাঙ্খী তুহিনার আলো আধাঁরি পথে এগিয়ে যাবে 'সিঁড়ি'

পোস্টারের ক্যাপশানেও একই কথা জানিয়েছিলেন যশ ৷ ক্যাপশানে তিনি লিখেছিলেন, "স্বভাবটা জেন্টাল, দিল সে সেন্টিমেন্টাল আর শয়তানদের জন্য় সে একেবারে মেন্টাল ৷" অ্যাকশন এবং কমেডিতে ভরপুর এই ছবির হাত ধরে যাত্রা শুরু করছে ওয়াইডি ফিল্মস ৷ ছবিটি কবে মুক্তি পেতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷

কলকাতা, 22 জুলাই: টলিপাড়ার অনেক তারকাই প্রযোজনায় পা রাখছেন ৷ জিৎ, দেবের মতো সুপারস্টাররা তো বটেই তালিকায় আছেন যীশু সেনগুপ্ত, বনি-কৌশানি থেকে শুরু করে আরও অনেকেই ৷ সম্প্রতি এই তালিকায় নাম লিখিয়েছেন বাংলা সিনেপ্রেমীদের প্রিয় জুটি যশরতও ৷ তাঁদের নতুন ছবির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ ছবির নাম 'মেন্টাল' ৷ পরিচালক বাবা যাদবের হাত ধরে ফের রূপোলি পর্দায় জুটি বাঁধছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান ৷ যশরতের এই ছবির হাত ধরে এক দশক পর বড় পর্দায় ফিরছেন সায়ন্তনী ঘোষও ৷ এবার ছবির শুটিং শুরু করে দিলেন তিনি ৷

মূলত 'নাগিন' ধারাবাহিকের জন্যই বেশি পরিচিত এই বঙ্গ ললনা ৷ ছোটপর্দায় দেখা মিললেও বড়পর্দায় প্রায় এক দশক দেখা মেলেনি নায়িকার ৷ শেষবার 2013 সালে হিন্দি ছবি 'হিম্মতওয়ালা' ছবিতে কাজ করেছেন নায়িকা ৷ তারপর বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়ে গিয়েছেন তিনি ৷ অবশেষে আবার নতুন ছবির কাজ শুরু করে দিলেন অভিনেত্রী ৷ চিত্রনাট্যের কপি হাতে নিয়ে এদিন একটি রিলসও শেয়ার করেছেন সায়ন্তনী ৷ আর সেই রিলসটি শেয়ার করে তাঁকে স্বাগত জানালেন নুসরতও ৷ লিখলেন, "কলকাতায় স্বাগতম ৷"

new Film Mentaaal
মেন্টাল ছবির শুটিং শুরু করলেন সায়ন্তনী

এর আগেই শুটিং শুরুর মুহূর্তটি ক্যামেরা বন্দি করে তা অনুরাগীদের উপহার দিয়েছেন নুসরত জাহান ৷ কলকাতাতেই আপাতত চলছে এই ছবির কাজ ৷ ছবির একটি পোস্টারও সামনে এসেছে ৷ সেখানে যশকে দেখা গিয়েছিল পুলিশের পোশাকে ৷ চোখে সানগ্লাস, মুখে ফিচেল হাসি মার্কা এই অফিসার যে কিছুটা হলেও অন্যরকম তা বুঝতে কোনও সমস্য়া হয়নি ৷

আরও পড়ুন: উচ্চাকাঙ্খী তুহিনার আলো আধাঁরি পথে এগিয়ে যাবে 'সিঁড়ি'

পোস্টারের ক্যাপশানেও একই কথা জানিয়েছিলেন যশ ৷ ক্যাপশানে তিনি লিখেছিলেন, "স্বভাবটা জেন্টাল, দিল সে সেন্টিমেন্টাল আর শয়তানদের জন্য় সে একেবারে মেন্টাল ৷" অ্যাকশন এবং কমেডিতে ভরপুর এই ছবির হাত ধরে যাত্রা শুরু করছে ওয়াইডি ফিল্মস ৷ ছবিটি কবে মুক্তি পেতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷

Last Updated : Jul 22, 2023, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.