কলকাতা, 8 এপ্রিল: 'কাঞ্চী'র পর ফের এক খলচরিত্রে ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী । এহেন চরিত্রে তাঁকে দেখতে দেখতে এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে বাঙালি দর্শক । আর তাতেই খুশি সায়ক । কেননা এরকম চরিত্র করতে ভালো লাগে তাঁর । বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'। সেই ধারাবাহিকেই রামপ্রসাদের ভাই বলরামের চরিত্রে অভিনয় করছেন সায়ক । চরিত্র নিয়ে এর থেকে বেশি কিছু বলার অনুমতি এখনও মেলেনি তাঁর ।
বারবার খলচরিত্র, একঘেয়েমি মনে হয় না ? প্রশ্নের জবাবে সায়ক বলেন, "একেবারেই না । বেশ ভালো লাগে আমার । অনেকদিন টানা পজিটিভ চরিত্র করেছি । তা সে 'নাগলীলা' বলো বা 'আজ আড়ি কাল ভাব' । ঠাকুর দেবতার অভিনয় করেছি বহুবার । সেগুলো পজিটিভই ছিল । যখন দেখতাম নেগেটিভ চরিত্রগুলিতে অনেক কিছু করার থাকে, অনেকটা অন্যরকম তখন ভাবলাম এবার নিজেকে একটু অন্যভাবে দেখলে কেমন হয় । তখন খলচরিত্র শুরু করলাম । এরপর একের পর এক আসতে শুরু করল । আর আমিও না করলাম না । আমার একটুও একঘেয়েমি লাগে না । ভালো লাগে ।"
অবশেষে জানা গেল কোন স্লটে আসছে বাংলা ধারাবাহিক 'রামপ্রসাদ' । অনেকদিন ধরেই চলছিল প্রোমো । কিন্তু কোন সময়ে আসছে এই ধারাবাহিক তা জানায়নি চ্য়ানেল । অবশেষে জানা গেল সন্ধে 6 টায় 17 এপ্রিল থেকে সম্প্রচারিত হবে 'রামপ্রসাদ' । এই স্লটে এখন চলছে 'বালিঝড়' । তা হলে কোন স্লটে যাচ্ছে এই ধারাবাহিক? জানা যায়নি এখনও ।
উল্লেখ্য, ঐন্দ্রিলা শর্মা মারা যাওয়ার পর কাজে ফিরছেন সব্যসাচী চৌধুরী । রামপ্রসাদের চরিত্রে দেখা যাবে তাঁকেই । তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সায়ক বলেন, "সব্যসাচীদা ভীষণ ভালো একজন মানুষ । খাওয়াতে ভালোবাসে সবাইকে । ওর নিজের ক্যাফে আছে । সেখানে নিয়ে গিয়েও খাওয়ায় আমাদের । ওর ওই ক্যাফের লস্যিটা জাস্ট অসাম । একটা বাচ্চা আছে আমাদের এই নতুন সিরিয়ালে । সে সব্যদাকে খুব জ্বালায় । তার আবদারও মেটায় সব্যদা । ওর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে । দাসানি টু'তে চলছে আমাদের শ্যুটিং। এনজয় হচ্ছে খুব । আর যে গল্পে অভিনয় করছি তা নিয়ে নতুন করে বলার কিছু নেই । দর্শককে উপভোগ করতে হবে ।"
আরও পড়ুন: সঙ্গী বেদান্ত ওরহান, প্রি বার্থডে পার্টি শুরু করে দিলেন অজয় কন্য়া