ETV Bharat / entertainment

Saurav Darshana in Hridaypur : হৃদয়পুরে দেখা হবে সৌরভ-দর্শনার - সৌরভ দাস দর্শনা বণিক

ফের বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস ও দর্শনা বণিক (Saurav Darshana in Hridaypur)। এ বার তাঁদের দেখা হতে চলেছে হৃদয়পুরে (new Bengali film Hridaypur)।

saurav-das-darshana-banik-to-be-seen-in-new-bengali-film-hridaypur
হৃদয়পুরে দেখা হবে সৌরভ-দর্শনার
author img

By

Published : Apr 17, 2022, 2:23 PM IST

কলকাতা, 17 এপ্রিল : 'অল্প হলেও সত্যি'র পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস (Saurav Das Darshana Banik) এবং দর্শনা বণিক (Saurav Darshana in Hridaypur)। এ বার তাঁদের দেখা হবে হৃদয়পুরে (new Bengali film Hridaypur)। আবারও এক প্রেমের ছবিতে জুটি বাঁধছেন সৌরভ দাস ও দর্শনা বণিক । ছবির নাম 'হৃদয়পুর' । ছবির পরিচালনার দায়িত্বে সৌম্যজিৎ আদক । একটি খুনকে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প । এরপর আসে প্রেম, রহস্যের আনাচকানাচ ।

গল্পের দিকে তাকালে জানা যায়, শহরের ছেলে সৌরভ গ্রামে আসে চাকরির সূত্রে । সেখানেই তার দেখা হয় গ্রামের প্রধানের মেয়ে শ্রেয়ার সঙ্গে । গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ-শ্রেয়ার প্রেমের কাহিনি জুড়ে । তাদের প্রেমের গল্প প্রশ্ন তোলে - প্রেম নাকি প্রতিশোধ ? প্রেমের আড়ালে কি লুকিয়ে আছে কোনও অজানা গল্প ? এ সব প্রশ্নের উত্তর সাজিয়েই বাংলা ছবি 'হৃদয়পুর'।

আরও পড়ুন: Horror film Rish: ভয়ের ছবিতে দর্শনা-সৌরভ জুটি

ছবির শুটিং শুরু হবে খুব শিগগিরই । কলকাতা জুড়ে চলবে ছবির শুটিং । সৌরভ এবং দর্শনা ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন । ছবিটি মুক্তি পাবে প্রযোজক প্রদীপ বাজাজ ও অরিজিৎ বসুর প্রযোজনাতে । সৌরভের কথায়, "এটা সৌম্যজিতের সঙ্গে আমার দ্বিতীয় ছবি । যতবার ওর সঙ্গে কাজ করেছি ততবার ভালো কনসেপ্ট নিয়ে কাজ হয়েছে । তাই আমার বিশ্বাস হৃদয়পুরে গিয়েও মানুষ নিরাশ হবেন না ।"

আরও পড়ুন: Brihathi-Akshay Marriage : অক্ষয়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন রামোজি রাওয়ের নাতনি বৃহতি, উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ও উপরাষ্ট্রপতি

কলকাতা, 17 এপ্রিল : 'অল্প হলেও সত্যি'র পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস (Saurav Das Darshana Banik) এবং দর্শনা বণিক (Saurav Darshana in Hridaypur)। এ বার তাঁদের দেখা হবে হৃদয়পুরে (new Bengali film Hridaypur)। আবারও এক প্রেমের ছবিতে জুটি বাঁধছেন সৌরভ দাস ও দর্শনা বণিক । ছবির নাম 'হৃদয়পুর' । ছবির পরিচালনার দায়িত্বে সৌম্যজিৎ আদক । একটি খুনকে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প । এরপর আসে প্রেম, রহস্যের আনাচকানাচ ।

গল্পের দিকে তাকালে জানা যায়, শহরের ছেলে সৌরভ গ্রামে আসে চাকরির সূত্রে । সেখানেই তার দেখা হয় গ্রামের প্রধানের মেয়ে শ্রেয়ার সঙ্গে । গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ-শ্রেয়ার প্রেমের কাহিনি জুড়ে । তাদের প্রেমের গল্প প্রশ্ন তোলে - প্রেম নাকি প্রতিশোধ ? প্রেমের আড়ালে কি লুকিয়ে আছে কোনও অজানা গল্প ? এ সব প্রশ্নের উত্তর সাজিয়েই বাংলা ছবি 'হৃদয়পুর'।

আরও পড়ুন: Horror film Rish: ভয়ের ছবিতে দর্শনা-সৌরভ জুটি

ছবির শুটিং শুরু হবে খুব শিগগিরই । কলকাতা জুড়ে চলবে ছবির শুটিং । সৌরভ এবং দর্শনা ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন । ছবিটি মুক্তি পাবে প্রযোজক প্রদীপ বাজাজ ও অরিজিৎ বসুর প্রযোজনাতে । সৌরভের কথায়, "এটা সৌম্যজিতের সঙ্গে আমার দ্বিতীয় ছবি । যতবার ওর সঙ্গে কাজ করেছি ততবার ভালো কনসেপ্ট নিয়ে কাজ হয়েছে । তাই আমার বিশ্বাস হৃদয়পুরে গিয়েও মানুষ নিরাশ হবেন না ।"

আরও পড়ুন: Brihathi-Akshay Marriage : অক্ষয়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন রামোজি রাওয়ের নাতনি বৃহতি, উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ও উপরাষ্ট্রপতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.