ETV Bharat / entertainment

SatyaPrem Ki Katha BO Collection: প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুললেন কার্তিক-কিয়ারা - SatyaPrem Ki Katha BO Collection

সমীর বিদ্যানের 'সত্যপ্রেম কি কথা' প্রথম দিনেই আয় করে ফেলল 9 কোটিরও বেশি ৷ ফের দর্শকের মনে ছাপ ফেলল কার্তিক-কিয়ারার রসায়ণ ৷

SatyaPrem Ki Katha Crosses 9 cr
প্রথম দিনেই বক্স অফিসে 9 কোটির বেশি আয় কার্তিক কিয়ারার ছবির
author img

By

Published : Jun 30, 2023, 2:11 PM IST

Updated : Jun 30, 2023, 2:22 PM IST

হায়দরাবাদ, 30 জুন: 'ভুল ভুলাইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানির নতুন কাজ দেখার জন্য় মুখিয়েছিলেন অনেক সিনে অনুরাগীই ৷ এবার সমীর বিদ্যানের ছবির হাত ধরে সেই আশা পূরণ হল অনুরাগীদের ৷ সমীর বিদ্যানের 'সত্যপ্রেম কি কথা' ছবিও প্রথম দিন জমিয়ে রাজ করল বক্স অফিসে ৷ প্রথম বৃহস্পতিবারেই 9 কোটিরও বেশি আয় করল এই ছবি ৷ এর আগে সারা আলি খান-ভিকি কৌশলের 'জরা হাটকে জরা বাঁচকে'ও বেশ সাফল্য পেয়েছিল বক্স অফিসে ৷ সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই কাহিনি বেশ মন জয় করেছিল অনুরাগীদের ৷

অনেকেই আশা করেছিলেন 'সত্যপ্রেম কি কথা'ও মন কাড়বে দর্শকের ৷ লুকোনো কমেডি তো বটেই সঙ্গে সাদামাটা এক গুজরাতি পরিবার থেকে উঠে এক নায়কের কথা তুলে ধরে এই কাহিনি ৷ ট্রেলারেই দেখা গিয়েছিল সত্যপ্রেম অর্থাৎ কার্তিক চান কিয়ারা রূপী কথা তাঁর প্রেমে সম্মতি জানাক ৷ ধীরে ধীরে তাঁদের সম্পর্ক এগোয় বিয়ের দিকে ৷ একসময় দু'জনের ইচ্ছেমতোই এক হয় চারহাত ৷ কিন্তু তারপর থেকেই শুরু নানান জটিলতা ৷

কথা আর সত্যপ্রেমের জীবন কীভাবে এক ধাক্কায় অনেকখানি বদলে যায় সেটাই তুলে ধরে এই কাহিনি ৷ ছবি দেখে তরণ আদর্শের মতো ট্রেড অ্যানালিস্টও বেশ খুশি ৷ তিনি নিজেই এককথায় এই ছবির রিভিউ দিতে গিয়ে লিখেছিলেন 'অসামান্য' ৷ শুক্রবার তিনিই জানালেন বৃহস্পতিবারের বক্স অফিসে রীতিমতো রাজ করেছে এই ছবি ৷ এই ছবির দেশ জুড়ে প্রথম দিনের আয় দাঁড়িয়েছে 9.25 কোটি ৷ যা এমন একটি কম বাজেটের ছবির জন্য বেশ ভালো ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

বিভিন্ন মাধ্যমের খবর অনুযায়ী, এই ছবির আনুমানিক বাজেট ছিল 60 কোটি টাকা ৷ এখন আগামীতে এই ছবিটা কী পারবে বাজেটকে ছাপিয়ে যেতে? সেটাই এখন আসল প্রশ্ন ৷ সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, সিদ্ধার্থ রন্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, গজরাজ রাও, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া ।

হায়দরাবাদ, 30 জুন: 'ভুল ভুলাইয়া 2' ছবির বিপুল সাফল্যের পর কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানির নতুন কাজ দেখার জন্য় মুখিয়েছিলেন অনেক সিনে অনুরাগীই ৷ এবার সমীর বিদ্যানের ছবির হাত ধরে সেই আশা পূরণ হল অনুরাগীদের ৷ সমীর বিদ্যানের 'সত্যপ্রেম কি কথা' ছবিও প্রথম দিন জমিয়ে রাজ করল বক্স অফিসে ৷ প্রথম বৃহস্পতিবারেই 9 কোটিরও বেশি আয় করল এই ছবি ৷ এর আগে সারা আলি খান-ভিকি কৌশলের 'জরা হাটকে জরা বাঁচকে'ও বেশ সাফল্য পেয়েছিল বক্স অফিসে ৷ সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই কাহিনি বেশ মন জয় করেছিল অনুরাগীদের ৷

অনেকেই আশা করেছিলেন 'সত্যপ্রেম কি কথা'ও মন কাড়বে দর্শকের ৷ লুকোনো কমেডি তো বটেই সঙ্গে সাদামাটা এক গুজরাতি পরিবার থেকে উঠে এক নায়কের কথা তুলে ধরে এই কাহিনি ৷ ট্রেলারেই দেখা গিয়েছিল সত্যপ্রেম অর্থাৎ কার্তিক চান কিয়ারা রূপী কথা তাঁর প্রেমে সম্মতি জানাক ৷ ধীরে ধীরে তাঁদের সম্পর্ক এগোয় বিয়ের দিকে ৷ একসময় দু'জনের ইচ্ছেমতোই এক হয় চারহাত ৷ কিন্তু তারপর থেকেই শুরু নানান জটিলতা ৷

কথা আর সত্যপ্রেমের জীবন কীভাবে এক ধাক্কায় অনেকখানি বদলে যায় সেটাই তুলে ধরে এই কাহিনি ৷ ছবি দেখে তরণ আদর্শের মতো ট্রেড অ্যানালিস্টও বেশ খুশি ৷ তিনি নিজেই এককথায় এই ছবির রিভিউ দিতে গিয়ে লিখেছিলেন 'অসামান্য' ৷ শুক্রবার তিনিই জানালেন বৃহস্পতিবারের বক্স অফিসে রীতিমতো রাজ করেছে এই ছবি ৷ এই ছবির দেশ জুড়ে প্রথম দিনের আয় দাঁড়িয়েছে 9.25 কোটি ৷ যা এমন একটি কম বাজেটের ছবির জন্য বেশ ভালো ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

বিভিন্ন মাধ্যমের খবর অনুযায়ী, এই ছবির আনুমানিক বাজেট ছিল 60 কোটি টাকা ৷ এখন আগামীতে এই ছবিটা কী পারবে বাজেটকে ছাপিয়ে যেতে? সেটাই এখন আসল প্রশ্ন ৷ সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কাপুর, সিদ্ধার্থ রন্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, গজরাজ রাও, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া ।

Last Updated : Jun 30, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.