ETV Bharat / entertainment

Kartik Kiara New Film: 'সত্যপ্রেম কি কথা'-র প্রথম পর্যায়ের শুটিং শেষ করলেন কার্তিক-কিয়ারা - Kartik Aaryan And Kiara Advani

আসন্ন ছবি 'সত্যপ্রেম কি কথা'-র প্রথম পর্যায়ের শুটিং সেরে ফেললেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি জুটি (Kartik Aaryan And Kiara Advani ) ৷ দশেরার দিনে একটি ভিডিয়ো শেয়ার করে একথাই জানিয়েছেন দু'জনে ৷

Kartik Kiara New Film
প্রথম পর্যায়ের শুটিং শেষ করলেন কার্তিক কিয়ারা
author img

By

Published : Oct 6, 2022, 4:48 PM IST

মুম্বই, 6 অক্টোবর: 'ভুল ভুলাইয়া-2' ছবির অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি জুটি এবার শেষ করলেন পরবর্তী ছবির প্রথম পর্বের শুটিং ৷ যে ছবির নাম 'সত্যপ্রেম কি কথা' (Kartik Aaryan And Kiara Advani ) ৷ এই ছবির সেটে কার্তিক এবং কিয়ারার নাচের একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হল ৷ দশেরার দিনেই সামনে এসেছে ভিডিয়োটি ৷ যা শেয়ার করেছেন কার্তিক আরিয়ান (satya prem ki katha first schedule ends) ৷

বুধবার এই ভিডিয়োটি শেয়ার করে কার্তিক আরিয়ান লিখেছেন, "দশেরার দিনে, আমাদের এক মাসের একটানা মজার প্রথম শিডিউলটি শেষ হয়েছে ৷ আমরা সবাই মিলে আজ অনেক মজা করেছি ৷"

কয়েকমাস আগে মুক্তি পাওয়া কার্তিক-কিয়ারা জুটির প্রথম ছবি ডার্ক কমেডি 'ভুল-ভুলাইয়া 2' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছে (Kartik Aaryan And Kiara Advani Films) ৷ টাকার অংকে সাফল্যের হিসাব কষলে বিশ্বব্যাপী প্রায় 230 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ একের পর এক হিন্দি ছবি যখন মুখ থুবড়ে পড়ছে তখন কার্তিক-কিয়ারা জুটির এই সাফল্য যে নজরকাড়া ছিল, তা স্বীকার করতেই হবে ৷

আরও পড়ুন: গৌরি সাওয়ান্তের চরিত্রে ওটিটি তে প্রত্যাবর্তন, ফার্স্ট লুকে চমকে দিলেন সুস্মিতা

'সত্যপ্রেম কি কথা' ছবিটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্যান(Kartik Kiara New Film satya prem ki katha) ৷ এর আগেই মারাঠি নাটক আনন্দী গোপালের জন্য় যথেষ্ট পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি ৷ এটি একটি এমন প্রেমের গল্প যা হৃদয় ছুঁয়ে যাবে এমনটাই জানিয়েছেন অভিনেতা কার্তিক ৷ আর সমীর বিদ্যানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি আগেই বলেছিলেন, "সমীর বিদ্য়ান স্য়রের সঙ্গে এটাই আমার প্রথম কাজ ৷ যাঁর সংবেদনশীল বিনোদনে ভরপুর করে তোলার একটা স্বাভাবিক ক্ষমতা আছে ৷ সত্যি বলতে, আমি প্রচণ্ড চাপ এবং দায়িত্বের ভার অনুভব করছি, যেহেতু আমিই এই দলের একমাত্র সদস্য যার কোনও জাতীয় পুরস্কার নেই।"

নমঃ পিকচার্স এবং সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি ৷ আগামী বছর 29 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

মুম্বই, 6 অক্টোবর: 'ভুল ভুলাইয়া-2' ছবির অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি জুটি এবার শেষ করলেন পরবর্তী ছবির প্রথম পর্বের শুটিং ৷ যে ছবির নাম 'সত্যপ্রেম কি কথা' (Kartik Aaryan And Kiara Advani ) ৷ এই ছবির সেটে কার্তিক এবং কিয়ারার নাচের একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হল ৷ দশেরার দিনেই সামনে এসেছে ভিডিয়োটি ৷ যা শেয়ার করেছেন কার্তিক আরিয়ান (satya prem ki katha first schedule ends) ৷

বুধবার এই ভিডিয়োটি শেয়ার করে কার্তিক আরিয়ান লিখেছেন, "দশেরার দিনে, আমাদের এক মাসের একটানা মজার প্রথম শিডিউলটি শেষ হয়েছে ৷ আমরা সবাই মিলে আজ অনেক মজা করেছি ৷"

কয়েকমাস আগে মুক্তি পাওয়া কার্তিক-কিয়ারা জুটির প্রথম ছবি ডার্ক কমেডি 'ভুল-ভুলাইয়া 2' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছে (Kartik Aaryan And Kiara Advani Films) ৷ টাকার অংকে সাফল্যের হিসাব কষলে বিশ্বব্যাপী প্রায় 230 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ একের পর এক হিন্দি ছবি যখন মুখ থুবড়ে পড়ছে তখন কার্তিক-কিয়ারা জুটির এই সাফল্য যে নজরকাড়া ছিল, তা স্বীকার করতেই হবে ৷

আরও পড়ুন: গৌরি সাওয়ান্তের চরিত্রে ওটিটি তে প্রত্যাবর্তন, ফার্স্ট লুকে চমকে দিলেন সুস্মিতা

'সত্যপ্রেম কি কথা' ছবিটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্যান(Kartik Kiara New Film satya prem ki katha) ৷ এর আগেই মারাঠি নাটক আনন্দী গোপালের জন্য় যথেষ্ট পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি ৷ এটি একটি এমন প্রেমের গল্প যা হৃদয় ছুঁয়ে যাবে এমনটাই জানিয়েছেন অভিনেতা কার্তিক ৷ আর সমীর বিদ্যানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি আগেই বলেছিলেন, "সমীর বিদ্য়ান স্য়রের সঙ্গে এটাই আমার প্রথম কাজ ৷ যাঁর সংবেদনশীল বিনোদনে ভরপুর করে তোলার একটা স্বাভাবিক ক্ষমতা আছে ৷ সত্যি বলতে, আমি প্রচণ্ড চাপ এবং দায়িত্বের ভার অনুভব করছি, যেহেতু আমিই এই দলের একমাত্র সদস্য যার কোনও জাতীয় পুরস্কার নেই।"

নমঃ পিকচার্স এবং সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি ৷ আগামী বছর 29 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.