হায়দরাবাদ, 29 মার্চ: অভিনেত্রী সারা আলি খানকে (Sara on Royal Family) প্রায়শই 'পতৌদি প্রিন্সেস' বলে ডাকা হয় ৷ তবে সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যার কাছে সেটা খুব সুখকর নয় ৷ কারণ তিনি মনে করেন যে, তিনি হলেন মুম্বইয়ের একজন সাধারণ মেয়ে যিনি নিজেকে রাজকীয় শব্দের সঙ্গে জড়াতে অস্বচ্ছন্দবোধ করেন ৷
তাঁর আসন্ন ফিল্ম গ্যাসলাইটে সারাকে একজন রাজকন্যার চরিত্রে দেখা যাবে, যিনি তাঁর হারিয়ে যাওয়া বাবার খোঁজ করবেন এবং সেই খুঁজে চলার মধ্যেই রহস্যের জালে জড়িয়ে পড়বেন তিনি। গ্যাসলাইটের প্রচারে গিয়ে সারা বললেন, বাস্তব জীবনে রাজকীয় বলে কিছু হয় না (Sara Ali Khan latest news)৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিবাহবিচ্ছিন্ন দম্পতি সইফ এবং অমৃতার প্রথম সন্তান সারা আলি খান (Sara Ali Khan on Princess Tag) বলেন যে, লোকেরা যখন তাঁকে রাজকন্যা বলে ভাবেন, তখন সেটা তাঁর কাছে বেশ হাস্যকর লাগে । নিজেকে রাজকীয়তার সঙ্গে যুক্ত রাখতে চান না বলে জানালেন সারা ৷
তাঁর মতে, রাজকীয় ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে তিনি একজন সত্যিকারের মুম্বইবাসী, যিনি তাঁর মায়ের সঙ্গে জুহুতে তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন । 27 বছর বয়সি সারা আরও বলেন, "আমি আমার বাবার সঙ্গে দেখা করতে বান্দ্রায় যাই । আমি হিমাচল প্রদেশ, কেদারনাথ এবং জম্মু ও কাশ্মীরে ছুটি কাটাই । সত্যিই আমি জানি না রাজকীয় কথার অর্থ কী ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: কবে আসছে যীশু-রবির প্যান ইন্ডিয়া ছবি 'টাইগার নাগেশ্বর রাও'?
এ দিকে, সারার আসন্ন ফিল্ম গ্যাসলাইট ডিজনি+ হটস্টারে আগামী 31 মার্চে ডিজিটালি মুক্তি পেতে চলেছে । আগামী দুই বছরেও সারার হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের কাজ রয়েছে । সম্প্রতি লক্ষ্মণ উন্দাদকাটের 'জরা হটকে জর বাঁচকে'-র শুটিং শেষ করেছেন সারা । এই ছবিতে ভিকি কৌশলের পাশাপাশি সারাকে দেখা যাবে । তাঁকে দেখা যাবে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন'এও দেখা যাবে, যা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে তৈরি হয়েছে । দীনেশ ভিজানের মার্ডার মুবারকের শুটিংও শুরু করেছেন সারা আলি খান ৷