ETV Bharat / entertainment

Sara Compared to Sharmila: 'অবিকল ঠাকুমা!' কানে সারার লুক দেখে শর্মিলার স্মৃতিতে ডুব অনুরাগীদের

কান ফেস্টিভ্যালের লাল গালিচায় ঝলমলে সারা আলি খানের উপস্থিতি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় ৷ তবে অচিরেই এবার সারার সঙ্গে জুড়ে গেল ঠাকুমা শর্মিলা ঠাকুরের নাম ৷ সইফ-কন্যার নয়া রেট্রো লুক দেখে তাঁর ঠাকুমার কথাই মনে পড়ছে অনুরাগীদের ৷

Sara reacts on Sharmila Tagore
সারার রেট্রো লুক দেখে মজেছেন অনুরাগীরা
author img

By

Published : May 18, 2023, 7:47 PM IST

হায়দরাবাদ, 18 মে: প্রথমবার আন্তর্জাতিক কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটেছেন সারা আলি খান ৷ তবে তৃতীয়দিনে সইফ-কন্যার লুক আবেগতাড়িত করেছে ফ্যানেদের ৷ সোশাল মিডিয়ায় সারার নয়া লুকের ছবি আসতেই অনুরাগীরা তাঁর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঠাকুমা শর্মিলা ঠাকুরের ৷ আবেগতাড়িত অনুরাগীদের মন্তব্যে আপ্লুত সারা ৷ মিষ্টি জবাব দিলেন তিনিও ৷

প্রথমবার কান-এর রেড কার্পেটে হেঁটেছেন সারা আলি খান ৷ 'সিম্বা' অভিনেত্রী প্রথম দিনেই নজর কেড়েছেন সকলের ৷ প্রথমদিন তাঁকে দেখা গিয়েছিল লেহেঙ্গায় ৷ সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হলেও অনুরাগীরা ভাগ হয়ে গিয়েছিলেন দু'টি দলে ৷ একাংশের মন্তব্য, বিদেশের মাটিতে এই সাজ অসাধারণ ৷ এই সাজ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে ৷ অন্যদিকে কিছু নেটিজনেরা মনে করেছেন, আসলে এই সাজ কোনও বিয়ে বাড়ির জন্য পারফেক্ট ৷ সবমিলিয়ে কান ফেস্টিভ্যালের প্রথমদিনের সাজ নিয়ে ট্রলড হতে হয় বলিউড সুন্দরীকে ৷ এমনকী সন্ধ্যের পার্টিতে কালো রঙের স্লিক গাউনও তেমনটা নজর কাড়েনি অনুরাগীদের ৷

এরপর তাঁকে দেখা গিয়েছে সাদা-কালো শাড়িতে, যাতে ছিল আধুনিকতার ছোঁয়া ৷ সেই ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ হয়েছেন ৷ তাঁর আউটফিট ও রেট্রো লুক দেখে মজেছেন নেটিজেনরা ৷ এই ছবি দেখেই অনুরাগীরা সারার সঙ্গে তুলনা করেছেন তাঁর ঠাকুমা শর্মিলা ঠাকুরের ৷ শর্মিলা ঠাকুরের কাছে নাতনি সারা আলি খান ভীষণ প্রিয় ৷ শর্মিলাকে সারা ডাকেন বড়ি আম্মা বলে ৷ সেই বড়ি আম্মার সঙ্গে এবার মিল খুঁজে পেয়েছেন ফ্যানেরা ৷ আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনার শাড়ি পড়ে সারার ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় ৷ বাড়তে থাকে লাইক ও কমেন্টের সংখ্যা ৷

আরও পড়ুন: পুষ্পার সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারলেন ফাহাদ ফাসিল

ছবিটি শেয়ার করে সারা আলি খান ক্যাপশনে লিখেছেন, "আমি মনে করি কান-এর রেড কার্পেটে এই জিনিস আবার হোক ৷" এই ছবি দেখার পর এক অনুরাগী মন্তব্য করেছেন, "শর্মিলাজির 60-70 দশকের লুক যেন ৷" আবার একজন লিখেছেন, "ইনি শর্মিলা ঠাকুরের কপি ৷" অনুরাগীদের থেকে এই ভালোবাসা পাওয়ার পরে উত্তর দিয়েছেন 'কেদারনাথ' অভিনেত্রীও ৷ সারা লিখেছেন, "সৌন্দর্য এবং করুণার প্রতীক- আমার সুন্দর বড়ি আম্মা। এমনকী এই তুলনা ভাবনার বাইরে আমার ৷"

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত 'জারা হটকে জারা বাঁচকে' ছবির ট্রেলার ৷ ইতিমধ্যেই ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শকরা ৷ এরপর মঙ্গলবার সামনে এসেছে ছবির প্রথম গান ৷

হায়দরাবাদ, 18 মে: প্রথমবার আন্তর্জাতিক কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটেছেন সারা আলি খান ৷ তবে তৃতীয়দিনে সইফ-কন্যার লুক আবেগতাড়িত করেছে ফ্যানেদের ৷ সোশাল মিডিয়ায় সারার নয়া লুকের ছবি আসতেই অনুরাগীরা তাঁর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঠাকুমা শর্মিলা ঠাকুরের ৷ আবেগতাড়িত অনুরাগীদের মন্তব্যে আপ্লুত সারা ৷ মিষ্টি জবাব দিলেন তিনিও ৷

প্রথমবার কান-এর রেড কার্পেটে হেঁটেছেন সারা আলি খান ৷ 'সিম্বা' অভিনেত্রী প্রথম দিনেই নজর কেড়েছেন সকলের ৷ প্রথমদিন তাঁকে দেখা গিয়েছিল লেহেঙ্গায় ৷ সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হলেও অনুরাগীরা ভাগ হয়ে গিয়েছিলেন দু'টি দলে ৷ একাংশের মন্তব্য, বিদেশের মাটিতে এই সাজ অসাধারণ ৷ এই সাজ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে ৷ অন্যদিকে কিছু নেটিজনেরা মনে করেছেন, আসলে এই সাজ কোনও বিয়ে বাড়ির জন্য পারফেক্ট ৷ সবমিলিয়ে কান ফেস্টিভ্যালের প্রথমদিনের সাজ নিয়ে ট্রলড হতে হয় বলিউড সুন্দরীকে ৷ এমনকী সন্ধ্যের পার্টিতে কালো রঙের স্লিক গাউনও তেমনটা নজর কাড়েনি অনুরাগীদের ৷

এরপর তাঁকে দেখা গিয়েছে সাদা-কালো শাড়িতে, যাতে ছিল আধুনিকতার ছোঁয়া ৷ সেই ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ হয়েছেন ৷ তাঁর আউটফিট ও রেট্রো লুক দেখে মজেছেন নেটিজেনরা ৷ এই ছবি দেখেই অনুরাগীরা সারার সঙ্গে তুলনা করেছেন তাঁর ঠাকুমা শর্মিলা ঠাকুরের ৷ শর্মিলা ঠাকুরের কাছে নাতনি সারা আলি খান ভীষণ প্রিয় ৷ শর্মিলাকে সারা ডাকেন বড়ি আম্মা বলে ৷ সেই বড়ি আম্মার সঙ্গে এবার মিল খুঁজে পেয়েছেন ফ্যানেরা ৷ আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনার শাড়ি পড়ে সারার ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় ৷ বাড়তে থাকে লাইক ও কমেন্টের সংখ্যা ৷

আরও পড়ুন: পুষ্পার সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারলেন ফাহাদ ফাসিল

ছবিটি শেয়ার করে সারা আলি খান ক্যাপশনে লিখেছেন, "আমি মনে করি কান-এর রেড কার্পেটে এই জিনিস আবার হোক ৷" এই ছবি দেখার পর এক অনুরাগী মন্তব্য করেছেন, "শর্মিলাজির 60-70 দশকের লুক যেন ৷" আবার একজন লিখেছেন, "ইনি শর্মিলা ঠাকুরের কপি ৷" অনুরাগীদের থেকে এই ভালোবাসা পাওয়ার পরে উত্তর দিয়েছেন 'কেদারনাথ' অভিনেত্রীও ৷ সারা লিখেছেন, "সৌন্দর্য এবং করুণার প্রতীক- আমার সুন্দর বড়ি আম্মা। এমনকী এই তুলনা ভাবনার বাইরে আমার ৷"

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত 'জারা হটকে জারা বাঁচকে' ছবির ট্রেলার ৷ ইতিমধ্যেই ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শকরা ৷ এরপর মঙ্গলবার সামনে এসেছে ছবির প্রথম গান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.