ETV Bharat / entertainment

Sara Ali Khan: ভিকির 'অশ্বথামা' থেকে সরে যাচ্ছেন সারা আলি খান - Sara Ali Khan dropped out of Ashwathama

ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি 'অশ্বথামা' থেকে সরে যাচ্ছেন সারা আলি খান(Sara Ali Khan dropped out of Ashwathama)? এমনটাই বলছে সংবাদ মাধ্যমের রিপোর্ট(Sara Ali Khan and Vicky Kaushal movie) ৷

Sara Ali Khan
ভিকির 'অশ্বথামা' থেকে সরে যাচ্ছেন সারা আলি খান?
author img

By

Published : Oct 28, 2022, 6:09 PM IST

মুম্বই, 28 অক্টোবর: বলি তারকা ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি 'অশ্বথামা' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের অন্ত নেই ৷ এর একটি কারণ অবশ্যই এই ছবিতে ফের একবার সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি (Sara Ali Khan and Vicky Kaushal movie)৷ তবে এখন এই নিয়েই সন্দেহ তৈরি হয়েছে ৷ বেশকিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সারা আলি খানকে হয়তো এই ছবিতে আর নাও দেখা যেতে পারে (Sara Ali Khan dropped out of Ashwathama)৷ নির্মাতারা নাকি তাঁর বদলে সামান্থা রুথ প্রভুকে কাস্ট করার কথা ভাবছেন ৷

'অশ্বথামা' ছবির নাম সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে এই ছবিটি ৷ একটা সময় তো এও শোনা গিয়েছিল ছবির শুটিং হয়তোবা বন্ধ করে দেওয়া হতে পারে ৷ এখন আবার খবর আসছে হয়তো সরে যেতে পারেন সারা আলি খান (Sara Ali Khan and Vicky Kaushal )৷ আর তার বদলে ছবিতে নেওয়া হতে পারে 'ও আন্তাভা স্টার' সামান্থাকে ৷

তবে ঠিক কী কারণে ছবি থেকে সরে যেতে চাইছেন সারা আলি খান তা এখনও স্পষ্ট নয় ৷ ভিকি এবং সারা একসঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে ৷ তাই এবার কেন হঠাৎ সরে দাঁড়ালেন সারা ? নাকি নির্মাতারাই সরিয়ে দিলেন অভিনেত্রীকে তা নিয়ে তেমন কোনও খবরই সামনে আসেনি ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল

তবে সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, ছবিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্মাতারা ৷ প্রথমে তাঁদের মনে হয়েছিল গল্প অনুযায়ী ভিকির পাশে একজন অল্প বয়সি নায়িকা প্রয়োজন ৷ তাই সারাকে নিয়ে আসা হয়েছিল ৷ তাছাড়া সারা-ভিকির কেমিস্ট্রিও বেশ ভালো ৷ কিন্তু এই মুহূর্তে গল্পে নাকি পরিবর্তন আনা হয়েছে ৷ যার ফলে সারাকে মানানসই মনে হচ্ছে না তাঁদের ৷ যদিও সরাসরি কোনও তরফেই এই খবর নিয়ে মুখ খোলেননি কেউই ৷

মুম্বই, 28 অক্টোবর: বলি তারকা ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি 'অশ্বথামা' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের অন্ত নেই ৷ এর একটি কারণ অবশ্যই এই ছবিতে ফের একবার সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি (Sara Ali Khan and Vicky Kaushal movie)৷ তবে এখন এই নিয়েই সন্দেহ তৈরি হয়েছে ৷ বেশকিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সারা আলি খানকে হয়তো এই ছবিতে আর নাও দেখা যেতে পারে (Sara Ali Khan dropped out of Ashwathama)৷ নির্মাতারা নাকি তাঁর বদলে সামান্থা রুথ প্রভুকে কাস্ট করার কথা ভাবছেন ৷

'অশ্বথামা' ছবির নাম সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে এই ছবিটি ৷ একটা সময় তো এও শোনা গিয়েছিল ছবির শুটিং হয়তোবা বন্ধ করে দেওয়া হতে পারে ৷ এখন আবার খবর আসছে হয়তো সরে যেতে পারেন সারা আলি খান (Sara Ali Khan and Vicky Kaushal )৷ আর তার বদলে ছবিতে নেওয়া হতে পারে 'ও আন্তাভা স্টার' সামান্থাকে ৷

তবে ঠিক কী কারণে ছবি থেকে সরে যেতে চাইছেন সারা আলি খান তা এখনও স্পষ্ট নয় ৷ ভিকি এবং সারা একসঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে ৷ তাই এবার কেন হঠাৎ সরে দাঁড়ালেন সারা ? নাকি নির্মাতারাই সরিয়ে দিলেন অভিনেত্রীকে তা নিয়ে তেমন কোনও খবরই সামনে আসেনি ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যেই 1.8 মিলিয়ন ভিউ, 'যশোদা'র ট্রেলার ঘিরে শোরগোল

তবে সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, ছবিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্মাতারা ৷ প্রথমে তাঁদের মনে হয়েছিল গল্প অনুযায়ী ভিকির পাশে একজন অল্প বয়সি নায়িকা প্রয়োজন ৷ তাই সারাকে নিয়ে আসা হয়েছিল ৷ তাছাড়া সারা-ভিকির কেমিস্ট্রিও বেশ ভালো ৷ কিন্তু এই মুহূর্তে গল্পে নাকি পরিবর্তন আনা হয়েছে ৷ যার ফলে সারাকে মানানসই মনে হচ্ছে না তাঁদের ৷ যদিও সরাসরি কোনও তরফেই এই খবর নিয়ে মুখ খোলেননি কেউই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.