মুম্বই, 22 সেপ্টেম্বর: দক্ষিণ থেকে বলিউড একের পর এক ছবিতে কাজ করে চলেছেন সঞ্জয় দত্ত ৷ অভিনেতাকে কয়েক দিন আগেই দেখা গিয়েছিল জ্যাকি শ্রফের সঙ্গে জুটি বাঁধতে ৷ ছবির নাম ছিল 'বাপ' ৷ নয়ের দশকের আদলে তৈরি এই অ্যাকশন থ্রিলারে তাঁর সঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং সানি দেওলকেও ৷ বাবার সঙ্গে হাত মেলানোর পর এবার ছেলের সঙ্গেও কাজ করতে চলেছেন পর্দার মুন্না ভাই ৷ হ্যাঁ জ্যাকি শ্রফের পর এবার তাঁকে দেখা যাবে জ্যাকি পুত্র টাইগারের সঙ্গেও ৷ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন নির্মাতারা ৷
ফিল্ম ক্রিটিক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ এর আগে 'ওয়েলকাম' এবং 'হেরা ফেরি'র মতো ফ্র্যাঞ্চাইজির জন্ম হয়েছে এই প্রযোজনা সংস্থার হাত ধরে ৷ আর তাদের হাত ধরেই এবার মুক্তি পেতে চলেছে টাইগার-সঞ্জয়ের এই নতুন ছবি ৷ ছবির নাম 'মাস্টার ব্লাস্টার' ৷ নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী ছবিটি হতে চলেছে অ্যাকশন কমেডি ঘারানার ৷
এই ছবির জন্য় মার্শাল আর্টের ট্রেনিংও নিতে হবে অভিনেতাদের ৷ আর সেই ট্রেনিং পর্ব যে বেশ কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ কারণ শাওলিন সাধুরা অভিনেতাদের এই মার্শাল আর্ট, অস্ত্রশিক্ষা এবং মল্লযুদ্ধের কৌশল শেখাবেন ৷ শুটিং নিয়েও বেশ আকর্ষণীয় কিছু তথ্য সামনে এসেছে ৷ জানা গিয়েছে হংকং, ম্যাকাও, লস অ্যাঞ্জেলস এবং চিনে হতে চলেছে এই ছবির শুটিং । বেশির ভাগ অ্য়াকশন সিকোয়েন্সের শুটিং হবে এখানেই ৷
আরও পড়ুন: মুখ গোঁফ দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক
ছবির পরিচালক এবং নায়িকার নাম এখনও প্রকাশ করেননি নির্মাতারা ৷ কবে ছবিটি পর্দায় আসবে তাও এখনও জানা যায়নি ৷ অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে সঞ্জয়কে আগামীতে দেখা যাবে 'ওয়েলকাম 3' ছবিতেও ৷ আর অন্য়দিকে টাইগারের হাতে রয়েছে 'গণপথ' এবং 'বড়ে মিঞা ছোটে মিঞা'র মতো ছবিগুলি ৷