ETV Bharat / entertainment

Samantha Bruised Hands: সিটাডেলের শুটিংয়ে ক্ষতবিক্ষত সামান্থা, শেয়ার করলেন ছবি - Samantha shares pictures

সামান্থা রুথ প্রভু (Samantha Bruised Hands) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তাঁর ক্ষতবিক্ষত হাতের ছবি রয়েছে (Samantha Ruth Prabhu)৷ সিটাডেলের ভারতীয় সংস্করণের (Indian installment of the Citadel universe) শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী সেই ছবিতেই বোঝা যাচ্ছে যে চরিত্র ফুটিয়ে তুলতে উঠেপড়ে লেগেছেন তিনি ৷

Samantha Ruth Prabhu ETV Bharat
সামান্থা রুথ প্রভু
author img

By

Published : Feb 28, 2023, 5:14 PM IST

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: সিটাডেল ইউনিভার্সের ভারতীয় সংস্করণের (Indian installment of the Citadel universe) শুটিং শুরু করেছেন সামান্থা রুথ প্রভু (Samantha Bruised Hands)৷ এ খবর আমাদের সবারই জানা ৷ এই থ্রিলারে একজন অভিজাত গুপ্তচরের চরিত্রে অভিনয় করবেন তিনি ৷ চরিত্রের প্রয়োজনে তাঁকে অনেক কঠিন অ্যাকশন সিকোয়েন্সও করতে হবে । চ্যালেঞ্জিং এই দৃশ্যগুলি সামান্থার পক্ষে খুব একটা সহজ হবে না ৷ কারণ তিনি কঠিন রোগ মায়োসাইটিসের সঙ্গে লড়াই করছেন । তবে তিনি যে তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে কোনও কসুর বাকি রাখছেন না, তা স্পষ্ট বোঝা গেল তাঁর সাম্প্রতিক পোস্টে (Samantha Ruth Prabhu)৷

মঙ্গলবার সামান্থা তাঁর হাতের একটি ক্লোজ-শটের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে । বেশি কিছু না লিখে তিনি এই ছবির উপরে লিখেছেন "পার্কস অফ অ্যাকশন" ৷ এর পরে দিয়েছেন একটি বোকা মুখের ইমোজি । ছবিতে অভিনেতার ক্ষতবিক্ষত হাত দেখা যাচ্ছে ৷ এই ক্ষত যে তাঁর আসন্ন সিরিজের জন্য শুটিং করা অ্যাকশন সিকোয়েন্স থেকে প্রাপ্ত, এটা সহজেই অনুমেয় ৷ ওবিজিও-র অধীনে এই সিরিজ তৈরি করছে রুশো ব্রাদার্স ৷

Samantha Ruth Prabhu ETV Bharat
সামান্থার ইনস্টাগ্রাম স্টোরি

ভারত নিয়ে তৈরি সিটাডেল সিরিজের নাম এখনও প্রকাশ করা হয়নি । এই সিরিজ সামান্থাকে তাঁর ফ্যামিলি ম্যান 2-এর রাজ এবং ডিকে-এর সঙ্গে পুনরায় একত্রিত করবে, যাঁরা শো-রানার এবং পরিচালক । সিরিজটির শুটিং এই মাসের শুরুতে মুম্বইতে শুরু হয়েছে । সিরিজের শুটিং উত্তর ভারতেও হবে ৷ তার পরে এই সিরিজের টিম যাবে সার্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা ।

আরও পড়ুন: মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ে গুলমোহর দেখে চোখে জল শর্মিলার

সামান্থা ছাড়াও এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান । নির্মাতারা এর আগে দাবি করেছিলেন যে, সিরিজটি লার্জার দ্যান লাইফ ক্যানভাসের থেকে কিছু কম হবে না ৷ এই সিরিজের ব্যাপ্তিও হবে বিশাল ৷ সিটাডেলের ভারতীয় সংস্করণে রাজ এবং ডিকে খ্যাত মজার রসদও থাকবে বলে জানা গিয়েছে ৷

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: সিটাডেল ইউনিভার্সের ভারতীয় সংস্করণের (Indian installment of the Citadel universe) শুটিং শুরু করেছেন সামান্থা রুথ প্রভু (Samantha Bruised Hands)৷ এ খবর আমাদের সবারই জানা ৷ এই থ্রিলারে একজন অভিজাত গুপ্তচরের চরিত্রে অভিনয় করবেন তিনি ৷ চরিত্রের প্রয়োজনে তাঁকে অনেক কঠিন অ্যাকশন সিকোয়েন্সও করতে হবে । চ্যালেঞ্জিং এই দৃশ্যগুলি সামান্থার পক্ষে খুব একটা সহজ হবে না ৷ কারণ তিনি কঠিন রোগ মায়োসাইটিসের সঙ্গে লড়াই করছেন । তবে তিনি যে তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে কোনও কসুর বাকি রাখছেন না, তা স্পষ্ট বোঝা গেল তাঁর সাম্প্রতিক পোস্টে (Samantha Ruth Prabhu)৷

মঙ্গলবার সামান্থা তাঁর হাতের একটি ক্লোজ-শটের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে । বেশি কিছু না লিখে তিনি এই ছবির উপরে লিখেছেন "পার্কস অফ অ্যাকশন" ৷ এর পরে দিয়েছেন একটি বোকা মুখের ইমোজি । ছবিতে অভিনেতার ক্ষতবিক্ষত হাত দেখা যাচ্ছে ৷ এই ক্ষত যে তাঁর আসন্ন সিরিজের জন্য শুটিং করা অ্যাকশন সিকোয়েন্স থেকে প্রাপ্ত, এটা সহজেই অনুমেয় ৷ ওবিজিও-র অধীনে এই সিরিজ তৈরি করছে রুশো ব্রাদার্স ৷

Samantha Ruth Prabhu ETV Bharat
সামান্থার ইনস্টাগ্রাম স্টোরি

ভারত নিয়ে তৈরি সিটাডেল সিরিজের নাম এখনও প্রকাশ করা হয়নি । এই সিরিজ সামান্থাকে তাঁর ফ্যামিলি ম্যান 2-এর রাজ এবং ডিকে-এর সঙ্গে পুনরায় একত্রিত করবে, যাঁরা শো-রানার এবং পরিচালক । সিরিজটির শুটিং এই মাসের শুরুতে মুম্বইতে শুরু হয়েছে । সিরিজের শুটিং উত্তর ভারতেও হবে ৷ তার পরে এই সিরিজের টিম যাবে সার্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা ।

আরও পড়ুন: মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ে গুলমোহর দেখে চোখে জল শর্মিলার

সামান্থা ছাড়াও এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান । নির্মাতারা এর আগে দাবি করেছিলেন যে, সিরিজটি লার্জার দ্যান লাইফ ক্যানভাসের থেকে কিছু কম হবে না ৷ এই সিরিজের ব্যাপ্তিও হবে বিশাল ৷ সিটাডেলের ভারতীয় সংস্করণে রাজ এবং ডিকে খ্যাত মজার রসদও থাকবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.