ETV Bharat / entertainment

Samantha Ruth Prabhu: বিবাহ বিচ্ছেদের মাঝেই 'ও আন্তাভা' চ্যালেঞ্জ নিয়েছিলেন কেন, জানালেন সামান্থা

নাগা চৈতন্য়র সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মধ্যে সকলে তাঁকে 'ও আন্তাভা' গানে পারফর্ম বারণ করেছিলেন ৷ কিন্তু শোনেননি সামান্থা, বিশ্বাস রেখেছিলেন নিজের প্রতি (Samantha Ruth Prabhu on doing oo antava ) ৷ আর আজ বাকিটা ইতিহাস ৷

Samantha Ruth Prabhu
ও আন্তাভার অফার নিয়ে মুখ খুললেন সামান্থা
author img

By

Published : Mar 29, 2023, 4:16 PM IST

হায়দরাবাদ, 29 মার্চ: 2021 সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য় ৷ আর তার মাত্র কয়েক মাসের মধ্যেই 'ও আন্তাভা' গানে তাঁর পারফরম্যান্সের জন্য় চর্চায় উঠে এসেছিলেন নায়িকা ৷ আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ' ছবির এই গানে সামান্থার নাচ মাতিয়ে দিয়েছিল সিনে অনুরাগীদের ৷ এবার তাঁর 'শকুন্তলম' ছবির প্রমোশনে এই গানের অফার প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা ৷ ব্যক্তিগত জীবনের এমন এক টালমাটাল পরিস্থিতিতে কেন এই গানে পারফর্ম করার অফার গ্রহণ করেছিলেন; নিজে মুখেই জানালেন সামান্থা ৷

গানটি মুক্তি পেয়েছিল 2021 সালের ডিসেম্বরে ৷ ততদিনে অবশ্য তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে দুই তারকার ৷ কিন্তু নাগার সঙ্গে মতান্তরের মাঝে তাঁকে এই গান আইটেম ডান্স করার অফার নিতে বারণ করেছিলেন অনেকেই ৷ তবে সামান্থা বিশ্বাস রেখেছিলেন নিজের প্রতি (Samantha Ruth Prabhu on doing oo antava) ৷ আর বলাই বাহুল্য বাকিটা ইতিহাস ৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল আইটেম নম্বর হয়ে রয়ে গিয়েছে ৷

সামান্থা সম্প্রতি একটি ইন্টারভিউতে জানান, তাঁকে বিচ্ছেদের ঘটনার মাঝে এমন একটি আইটেম নম্বরে পারফর্ম করতে বারণ করেছিলেন ঘনিষ্ঠরা ৷ কিন্তু ঘরে বসে বসে আর ট্রলিং আর অপমানের সুনামি আর সহ্য় করতে পারছিলেন না নায়িকা ৷ নাগা চৈতন্যের সঙ্গে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই ফ্য়ানেরা ট্রল করা শুরু করেন অভিনেত্রীকে ৷ সামান্থা জানান, সেই সমস্ত বন্ধু যাঁরা তাঁকে সবসময় সাপোর্ট করে এসেছেন তাঁরাও নাকি এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সামান্থার কথায়, "আমি কোনও খারাপ কাজ করিনি ৷ সমস্ত ট্রলিং, দুর্ব্যবহার আর অপমানের সুনামি শেষ হওয়ার অপেক্ষায় আমি বসে থাকতে পারতাম না ৷ যারা অপরাধ করেছে তাদের মতো বুকে হেঁটে ধীরে ধীরে ফিরে আসব এটা আমি করতে পারতাম না ৷" সামান্থা জানান, তিনি সম্পর্কে নিজের একশো শতাংশ উজাড় করে দিয়েছিলেন তাই তাঁর অপরাধ বোধে ভোগার কোনও প্রয়োজন ছিল না ৷

আরও পড়ুন: কবে আসছে যীশু রবির প্যান ইন্ডিয়া ছবি 'টাইগার নাগেশ্বর রাও'?

সামান্থার নতুুন ছবি 'শকুন্তলম' খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে শকুন্তলার ভূমিকায় ৷ কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' কাব্য থেকে নেওয়া এই ছবিতে দেখা যাবে আল্লু অর্জুন-কন্য়া আরহাকেও ৷ ছবিতে আরহা অভিনয় করবে শকুন্তলার সন্তানের চরিত্রে ৷ ইতিমধ্য়েই তাঁর লুক দেখে বেশ আগ্রহ জেগেছে ফ্যানেদের ৷ এবার অপেক্ষা ছবিমুক্তির ৷

হায়দরাবাদ, 29 মার্চ: 2021 সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য় ৷ আর তার মাত্র কয়েক মাসের মধ্যেই 'ও আন্তাভা' গানে তাঁর পারফরম্যান্সের জন্য় চর্চায় উঠে এসেছিলেন নায়িকা ৷ আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ' ছবির এই গানে সামান্থার নাচ মাতিয়ে দিয়েছিল সিনে অনুরাগীদের ৷ এবার তাঁর 'শকুন্তলম' ছবির প্রমোশনে এই গানের অফার প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা ৷ ব্যক্তিগত জীবনের এমন এক টালমাটাল পরিস্থিতিতে কেন এই গানে পারফর্ম করার অফার গ্রহণ করেছিলেন; নিজে মুখেই জানালেন সামান্থা ৷

গানটি মুক্তি পেয়েছিল 2021 সালের ডিসেম্বরে ৷ ততদিনে অবশ্য তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে দুই তারকার ৷ কিন্তু নাগার সঙ্গে মতান্তরের মাঝে তাঁকে এই গান আইটেম ডান্স করার অফার নিতে বারণ করেছিলেন অনেকেই ৷ তবে সামান্থা বিশ্বাস রেখেছিলেন নিজের প্রতি (Samantha Ruth Prabhu on doing oo antava) ৷ আর বলাই বাহুল্য বাকিটা ইতিহাস ৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল আইটেম নম্বর হয়ে রয়ে গিয়েছে ৷

সামান্থা সম্প্রতি একটি ইন্টারভিউতে জানান, তাঁকে বিচ্ছেদের ঘটনার মাঝে এমন একটি আইটেম নম্বরে পারফর্ম করতে বারণ করেছিলেন ঘনিষ্ঠরা ৷ কিন্তু ঘরে বসে বসে আর ট্রলিং আর অপমানের সুনামি আর সহ্য় করতে পারছিলেন না নায়িকা ৷ নাগা চৈতন্যের সঙ্গে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই ফ্য়ানেরা ট্রল করা শুরু করেন অভিনেত্রীকে ৷ সামান্থা জানান, সেই সমস্ত বন্ধু যাঁরা তাঁকে সবসময় সাপোর্ট করে এসেছেন তাঁরাও নাকি এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সামান্থার কথায়, "আমি কোনও খারাপ কাজ করিনি ৷ সমস্ত ট্রলিং, দুর্ব্যবহার আর অপমানের সুনামি শেষ হওয়ার অপেক্ষায় আমি বসে থাকতে পারতাম না ৷ যারা অপরাধ করেছে তাদের মতো বুকে হেঁটে ধীরে ধীরে ফিরে আসব এটা আমি করতে পারতাম না ৷" সামান্থা জানান, তিনি সম্পর্কে নিজের একশো শতাংশ উজাড় করে দিয়েছিলেন তাই তাঁর অপরাধ বোধে ভোগার কোনও প্রয়োজন ছিল না ৷

আরও পড়ুন: কবে আসছে যীশু রবির প্যান ইন্ডিয়া ছবি 'টাইগার নাগেশ্বর রাও'?

সামান্থার নতুুন ছবি 'শকুন্তলম' খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে শকুন্তলার ভূমিকায় ৷ কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' কাব্য থেকে নেওয়া এই ছবিতে দেখা যাবে আল্লু অর্জুন-কন্য়া আরহাকেও ৷ ছবিতে আরহা অভিনয় করবে শকুন্তলার সন্তানের চরিত্রে ৷ ইতিমধ্য়েই তাঁর লুক দেখে বেশ আগ্রহ জেগেছে ফ্যানেদের ৷ এবার অপেক্ষা ছবিমুক্তির ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.