হায়দরাবাদ, 11 এপ্রিল: 2021-এ মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' । ছবির গল্প, অভিনয় যেমন নজর কেড়েছিল তেমনই ছবির গানও ছিল অন্যতম ইউএসপি । পুষ্পা ছবির আইটেম গানও রয়েছে সেই তালিকায় । সামান্থা রুথ প্রভু রাতারাতি হয়ে গিয়েছিলেন আন্তাভা গার্ল । শুটিং শুরু হয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রুল' অর্থাৎ ছবির দ্বিতীয় ভাগের । সেখানেও আন্তাভা গার্ল সামান্থাকে দেখা যাবে কি না, তা নিয়ে এখন থেকে দর্শকদের মধ্যে উৎসুকভাব দেখা গিয়েছে । সত্যিটা জানালেন অভিনেত্রী সামান্থা ।
ক্রাইম-অ্যাকশন থ্রিলার ছবি 'পুষ্পা: দ্য রাইজ' । লাল চন্দন কাঠের চোরাচালান তথা সিন্ডিকেট রাজকে কেন্দ্র করে তৈরি হয়েছিল চিত্রনাট্য । বক্স অফিসে প্রায় 350 কোটি টাকার উপর ব্যবসা করেছে এই ছবি । আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ফাহাদ ফজিল অভিনীত এই ছবির চরিত্ররা যতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন ততটাই সাড়ে তিন মিনিটে স্ক্রিন শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু । ছবির একটি আইটেম গানে তাঁর লাস্যময়ী নাচ আজও সমান জনপ্রিয় । আল্লু ও সামান্থার অনস্ক্রিন কেমেস্ট্রি জমে ক্ষীর হয়ে গিয়েছিল । স্বভাবতই, 'পুষ্পা: দ্য রুল' ছবির ঘোষণার পর থেকে দর্শকরাও জানতে উৎসুক ছিলেন আবারও সামান্থাকে দেখা যাবে কি না ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়কে কেন্দ্র করেই প্রশ্ন করা হয় অভিনেত্রী সামান্থাকে । অতিথি তারকা হিসাবে তাঁকে দেখা যাবে কি না, এই প্রশ্নের উত্তরে সামান্থা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই প্রোজেক্টে কাজ করছেন না । তিনি বলেন, "আমার পুষ্পা ছবি ভালো লেগেছে । কিন্তু কোনও জল্পনা তৈরি হওয়ার আগেই বলে দিই, আমি এই ছবিতে কোনও গানে নাচ করছি না ।" সামান্থার এই মন্তব্যের পরেই অনুরাগীদের হৃদয় ভেঙে যায় ।
আরও পড়ুন: 'পুষ্পা'র নয়া অবতার দেখে মুগ্ধ আন্তাভা গার্ল, আল্লুর জন্মদিনে উচ্ছ্বসিত সামান্থা
উল্লেখ্য, আল্লু অর্জুনের জন্মদিনের একদিন আগেই প্রকাশিত হয়েছে 'পুষ্পা: দ্য রুল'-এর টিজার । সামনে এসেছে আল্লুর নতুন লুকও । নতুন অবতারে সকলকে চমকে দিয়েছেন আইকন স্টার আল্লু । শাড়ি-গয়না পরিহিত আল্লুর এই রূপ তাক লাগিয়েছে সেলেবদেরও । 2022-এর শেষ দিকেই এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল । এবার ছবি মুক্তির অপেক্ষায় অগণিত দর্শক ।