ETV Bharat / entertainment

Samantha Birthday Video : বিজয়ের মধুর প্র্য়াঙ্ক, জন্মদিনে আনন্দে চোখে জল সামান্থার - Samantha Birthday Video

কাজের মাঝেও জন্মদিনে সামান্থাকে সারপ্রাইজ দিতে ভুললেন না তাঁর সহকর্মীরা ৷ আর তাঁদের বার্থ ডে প্র্যাঙ্ক দেখে আনন্দে কেঁদে ফেললেন অভিনেত্রীও (Vijay Deverakonda Pranks Samantha Ruth Prabhu)৷

Vijay Deverakonda Pranks Samantha Ruth Prabhu
বিজয়ের মধুর প্র্য়াঙ্ক, জন্মদিনে আনন্দে চোখে জল সামান্থার
author img

By

Published : Apr 29, 2022, 3:57 PM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল : বৃহস্পতিবার নিজের 35তম জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ ইতিমধ্যেই বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নিজের পরবর্তী ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন অভিনেত্রী ৷ তবে কাজের মাঝেও জন্মদিনে সামান্থাকে সারপ্রাইজ দিতে ভুললেন না তাঁর সহকর্মীরা (Vijay Deverakonda Pranks Samantha Ruth Prabhu)৷

শুক্রবার এই জন্মদিন উদযাপনের একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সামান্থা ৷ আসলে গোটা ইউনিট একটি প্র্যাঙ্কের মাধ্য়মে এই দিনটিকে রীতিমতো স্পেশাল করে তুলেছিল সামান্থার জন্য় ৷ ভিডিয়োতে দেখা যায়, রোজকার মতই শ্যুটিংয়ের কাজ চলছে । কেউই সামান্থাকে জানতে দেননি যে, তাঁরা আসলে ফেক-রিহার্সসাল করছেন ৷ বিজয়ের সঙ্গে এই সিনে নিজের সংলাপই বলছিলেন সামান্থাও ৷ তাঁর সংলাপ বলা শেষ হলে হঠাৎ 'সামান্থা হ্য়াপি বার্থ ডে' বলে চেঁচিয়ে ওঠেন বিজয় ৷

আরও পড়ুন: ফ্যামিলি ম্যান খ্যাত রাজ-ডিকে'র হাত ধরে এবার ওটিটি-তে শাহিদ

টিমের কাছ থেকে এই সারপ্রাইজ পেয়ে অভিভূত সামান্থাও ৷ আনন্দে চোখে জল এসে যায় তাঁর ৷ ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, "সবচেয়ে মধুর সারপ্রাইজ ৷ কনকনে ঠান্ডা ছিল এবং আমাদের অনেক কাজ বাকি ছিল ৷ কিন্তু তাও এই স্ক্যামস্টারদের এমন একটা সারপ্রাইজ তৈরি করার ক্ষেত্রে কিছুই বাধা দিতে পারেনি । ধন্যবাদ ৷" শিবনির্বাণ পরিচালিত এই ছবি যার আপাতত নাম ভিডি 11 একটি বায়োপিক ৷ আপাতত এই ছবির শ্য়ুটিং চলছে কাশ্মীরে ৷

হায়দরাবাদ, 29 এপ্রিল : বৃহস্পতিবার নিজের 35তম জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷ ইতিমধ্যেই বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নিজের পরবর্তী ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন অভিনেত্রী ৷ তবে কাজের মাঝেও জন্মদিনে সামান্থাকে সারপ্রাইজ দিতে ভুললেন না তাঁর সহকর্মীরা (Vijay Deverakonda Pranks Samantha Ruth Prabhu)৷

শুক্রবার এই জন্মদিন উদযাপনের একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সামান্থা ৷ আসলে গোটা ইউনিট একটি প্র্যাঙ্কের মাধ্য়মে এই দিনটিকে রীতিমতো স্পেশাল করে তুলেছিল সামান্থার জন্য় ৷ ভিডিয়োতে দেখা যায়, রোজকার মতই শ্যুটিংয়ের কাজ চলছে । কেউই সামান্থাকে জানতে দেননি যে, তাঁরা আসলে ফেক-রিহার্সসাল করছেন ৷ বিজয়ের সঙ্গে এই সিনে নিজের সংলাপই বলছিলেন সামান্থাও ৷ তাঁর সংলাপ বলা শেষ হলে হঠাৎ 'সামান্থা হ্য়াপি বার্থ ডে' বলে চেঁচিয়ে ওঠেন বিজয় ৷

আরও পড়ুন: ফ্যামিলি ম্যান খ্যাত রাজ-ডিকে'র হাত ধরে এবার ওটিটি-তে শাহিদ

টিমের কাছ থেকে এই সারপ্রাইজ পেয়ে অভিভূত সামান্থাও ৷ আনন্দে চোখে জল এসে যায় তাঁর ৷ ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, "সবচেয়ে মধুর সারপ্রাইজ ৷ কনকনে ঠান্ডা ছিল এবং আমাদের অনেক কাজ বাকি ছিল ৷ কিন্তু তাও এই স্ক্যামস্টারদের এমন একটা সারপ্রাইজ তৈরি করার ক্ষেত্রে কিছুই বাধা দিতে পারেনি । ধন্যবাদ ৷" শিবনির্বাণ পরিচালিত এই ছবি যার আপাতত নাম ভিডি 11 একটি বায়োপিক ৷ আপাতত এই ছবির শ্য়ুটিং চলছে কাশ্মীরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.