হায়দরাবাদ, 7 নভেম্বর: মেঘনা গুলজারের ফিল্ম স্যাম বাহাদুরের বহুল প্রত্যাশিত ট্রেলারের উন্মোচন হল মঙ্গলবার । দিল্লির মর্যাদাপূর্ণ মানেকশা সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক যুদ্ধ অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করা হয় ৷ আর এই বিশেষ মুহূর্তে চিফ অফ আর্মি স্টাফ মনোজ পান্ডের উপস্থিতি এই অনুষ্ঠানের তাৎপর্য আরও বাড়িয়ে দেয় ৷
স্যাম বাহাদুর ফিল্মে স্যাম মানেকশর অসাধারণ গল্পকে জীবন্ত করে তুলেছেন বলি অভিনেতা ভিকি কৌশল । দেশের প্রথম ফিল্ড মার্শাল তথা যুদ্ধের ক্যারিশম্যাটিক নায়ক মানেকশ তাঁর জীবনের চার দশক সামরিক ক্ষেত্রকে উৎসর্গ করেছেন, পাঁচটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি । উল্লেখ্য, তিনি 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেনাপ্রধানের পদে ছিলেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
স্যাম বাহাদুরের ট্রেলারে দেখা গিয়েছে, মানেকশর আইকনিক হ্যান্ডেলবার গোঁফ ও তীক্ষ্ণ দৃষ্টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভিকি কৌশল ৷ যুদ্ধক্ষেত্রে মানেকশর অটল প্রতিশ্রুতির কাহিনিই তুলে ধরা হয়েছে ট্রেলারে ৷ যা দর্শকদের নজর কেড়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ভবানী আইয়ার, শান্তনু শ্রীবাস্তব এবং মেঘনা গুলজারের প্রতিভাবান দলের যৌথ উদ্যোগে সৃষ্টি স্যাম বাহাদুর । পঞ্জাব, কলকাতা, জয়পুর, কাশ্মীর এবং নয়াদিল্লি-সহ বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রের শুটিং হয়েছে ৷ 2019 সালের ব্লকবাস্টার উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং আরও অনেক ব্লকবাস্টার হিটের জন্য পরিচিত রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজ এই ছবির নির্মাতা ৷ আর রাজির পর স্যাম বাহাদুরে আবার একসঙ্গে কাজ করছেন মেঘনা গুলজার ও ভিকি কৌশল ৷ স্যাম বাহাদুরের ট্রেলার দেখে মনে হয়েছে, দর্শকদের জন্য আশাব্যাঞ্জক একটি ছবি উপহার দিতে চলেছেন মেঘনা এবং ভিকি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: আমির খানের মেয়ের বিয়ে, ফুলের সাজে ইরা, শুভেচ্ছা অনুরাগীদের
ভিকি কৌশলের পাশাপাশি এই ছবিতে আছেন ফতিমা সানা শেখ ৷ তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখা যাবে ৷ আর স্যাম মানেকশর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা । 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে স্যাম বাহাদুর ৷ সে দিনই বক্স অফিসে আসছে রণবীর কাপুরের অ্যানিম্যাল ৷