হায়দরাবাদ, 27 এপ্রিল: বক্স অফিসের ধারাবাহিক ব্যর্থতার মুখে সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ পঞ্চম দিনে 7.5 কোটির ব্যবসা করেছিল এই ছবি। ষষ্ঠ দিনে আরও বেশ খানিকটা কমল আয় ৷ সলমন-পূজার এই ছবি ষষ্ঠ দিনে সারা দেশে আয় করল মাত্র 4.5 কোটি টাকা ৷ বেঙ্কটেশ, পূজা হেগড়ে, জগপতি বাবু অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরে বেশ বড় একটি বিরতির পর পর্দায় কামব্যাক করেছিলেন ভাইজান ৷ তাই 'কিসি কা ভাই কিসি কি জান' নিয়ে রীতিমতো আশাবাদী ছিলেন ভক্তরা ৷ কিন্তু ছবির ব্যবসা যে এখনও পর্যন্ত আশানুরূপ নয় তা বলাই যায়।
কিন্তু বক্স অফিসে কার্যত এই ছবি মুখ থুবড়ে পরলই বলা যায় ৷ যদিও শুরুটা ততখানি খারাপ ছিল না ৷ বিশেষত, প্রথম শনি এবং রবিবারই 51 কোটি টাকা আয় করে ফেলেছিল ভাইজানের এই মাস এন্টারটেইনার ৷ এই ছবির হাত ধরে প্রথমবার বলউডে পা রেখেছেন শেহনাজ গিল । তাঁকেও আলাদা করে দেখার আগ্রহ ছিল অনেকেরই ৷ তবে প্রত্যাশামতো ঝড় তুলতে পারল না ছবিটি ৷
সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' পরিচালনা করেছেন ফরহাদ সামজি ৷ বিশেষজ্ঞদের অনুমান প্রথম সপ্তাহে দেশের আয়ের নিরিখে 100 কোটিও ছুঁতে পারবে না এই ছবি ৷ 87.50-88 কোটি টাকা দিয়েই প্রথম সপ্তাহ শেষ করবে সলমনের এই অ্যাকশন এন্টারটেইনার ৷ এখন একটাই আশা দ্বিতীয় সপ্তাহে হয়ত কিছুটা ব্য়বসা বাড়তে পারে ৷ বিশেষত, আগামী উইক এন্ডে এই ছবি কেমন আয় করে সেটাই এখন দেখার ।
বিশেষজ্ঞদের অনেকে এও দাবি করেছেন, এই ছবি হয়ত বক্স অফিসের নিরিখে পেরিয়ে যেতে পারে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবিটিকে । সারা দেশ জুড়ে বিপুল সাফল্য পেয়ে এ বছরের সবচেয়ে বেশি ব্য়বসা করা ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জা,য়য়গা করে নিয়েছে এই রমকম ছবিটি । তবে অনেকেই মনে করছেন 'কিসি কা ভাই কিসি কি জান' ছাপিয়ে যেতে পারে সেই মাইলস্টোনকে । ইতিমধ্য়েই বিদেশে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর রিপোর্ট কার্ড 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবির তুলনায় কিছটা ভালো ।
আরও পড়ুন: সুস্মিতা টু কাজল, 2023 এ নজরে কোন কোন নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ ? রইল বিস্তারিত