হায়দরাবাদ, 21 অগস্ট: রবিবার নিজের লুক সামনে এনে চমকে দিয়েছেন বলিউডের ভাইজান সলমন খান ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে এক পার্টিতে ৷ যেখানে পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন তিনি ৷ সেই ছবি ও ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনুরাগীদের মনে প্রশ্ন, ভাইজানের এই নিউ লুক কি তাঁর পরবর্তী ছবির জন্য ? কেননা কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, বিষ্ণু বর্ধন ও করণ জোহরের ছবির কাজে হাত দেবেন সলমন ৷ টাইগার থ্রি শেষ করার পরেই শুরু করবেন নতুন এই প্রোজেক্ট ৷
ভিডিয়োর দিকে নজর দিলে দেখা যায়, বিটাউনের টাইগারের মাথায় চুল প্রায় নেই বললেই চলে ৷ সেটা অল্প চুলে সলমনকে দেখতে বেশ অদ্ভুদই লাগছিল ৷ এই দিন তিনি পরেছিলেন কালো রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট ৷ গাড়ি থেকে নামতেই একের পর এক ক্লিকে লেন্সবন্দি সলমনের ছবি সোশাল মিডিয়ায় নানা প্রশ্ন তুলেছে ৷
নেটদুনিয়ায় এক অনুরাগী লিখেছেন, "এমন বোল্ড লুকে একমাত্র সলমনকেই ভালো লাগে ৷ আর কাউকে নয় ৷" অপর এক অনুরাগী অভিনেতা অনিল কাপুরের স্টাইলে লিখেছেন, "ভাইজানের এই লুক একেবারে ঝক্কাস ৷" আবার কেই লিখেছেন, "সবদিক থেকে দারুণ লাগছে সল্লুকে ৷" আবার কেউ কমেন্ট সেকশনে লিখেছেন, এই লুক নিশ্চই তাঁর আগামী ছবির জন্য ৷ আবার অনেকে তেরে নাম ছবির স্মৃতিও উসকে দিয়েছেন ৷ 2003-এ মুক্তি পাওয়া হিট ছবি তেরে নাম-এ রাধে মোহন-এর লুক মনে করিয়ে দিয়েছে সম্প্রতি সলমনের এই স্টাইল ৷ তবে প্রেম খ্য়াত অভিনেতার এই লুক আদৌ বিষ্ণু ও করণের ছবির জন্য কি নাস তা তো সময়ই বলবে ৷
আরও পড়ুন: 400 কোটির ক্লাবের কাছে সানি, নয়া মাইলফলকের সামনে 'ও মাই গড 2'
সূত্রের খবর, গত ছয় মাস ধরে বিষ্ণু বর্ধন ও করণ জোহর সলমন খানের সঙ্গে একাধিক সাক্ষাৎ করেছেন ৷ তাঁকে নাকি, পরবর্তী ছবির স্ক্রিপ্টও শোনানো হয়েছে ৷ ভাইজান সেই ছবিতে নাকি সম্মতিও জানিয়েছেন ৷ সব কিছু ঠিকঠাক থাকলে টাইগার থ্রি শেষ হওয়ার পরেই এই ছবির কাজ দেবেন তিনি ৷ 2023-এর নভেম্বর নাগাদ এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ৷ প্রায় সাত থেকে আট মাস এই ছবির শুটিংয়ের জন্য সময় চাওয়া হয়েছে সলমন খানের থেকে ৷