ETV Bharat / entertainment

Salman Shehnaaz New Film : প্রথম ছবিতেই নিজের মনমতো পারিশ্রমিক নাও, শেহনাজে উদার ভাইজান - Salman Shehnaaz New Film

সলমন খানের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী শেহনাজ গিল ৷ খবর অনুযায়ী 'পঞ্জাব দি ক্যাটরিনা'-কে না কি নিজের মনমতো পারিশ্রমিক চেয়ে নিতে বলেছেন ভাইজান (Shehnaaz Gill Remuneration for Kabhi Eid Kabhi Diwali ) ৷

Salman Shehnaaz New Film
প্রথম ছবিতেই নিজের মন মত পারিশ্রমিক, শেহনাজকে জানালেন ভাইজান
author img

By

Published : May 2, 2022, 12:59 PM IST

মুম্বই, 2 মে: সলমন খানের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী তথা বিগ বস 13-এর প্রতিযোগী শেহনাজ গিল ৷ খবর বলছে, ছবির জন্য় শেহনাজকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক অফার করতে চলেছেন বলিউডের ভাইজান ৷ কান পাতলে এও শোনা যাচ্ছে, 'পঞ্জাব দি ক্যাটরিনা'-কে না কি নিজের মনমতো পারিশ্রমিক চেয়ে নিতে বলেছেন তিনি (Shehnaaz Gill Remuneration for Kabhi Eid Kabhi Diwali)৷

অনেকের মতে, শেহনাজ চিরকালই ছিলেন ভাইজানের সুনজরে, আর সেই কারণেই তিনি নতুন ছবির জন্য় ডেকে পাঠান এই অভিনেত্রীকে ৷ এমনকী বিগবস চলাকালীনও শেহনাজের ইনোসেন্স আকর্ষণ করেছিল সলমনকে ৷ প্রেমিক সিদ্ধার্থ শুক্লা মারা যাবার পর তিনি যেভাবে ভেঙে পড়েছিলেন তাও কষ্ট দিয়েছিল সকলকে ৷

আরও পড়ুন : জেনারেশন ওয়াইয়ের চোখে সত্যজিৎ রায়

সলমনের নতুন ছবিতে আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শেহনাজকে ৷ ছবিতে তাঁর চরিত্রের মধ্য়েও একেবারে সাধারণ বাড়ির একটি ঘরোয়া, শান্ত এবং ইনোসেন্ট মেয়ের প্রতিচ্ছবি ফুটে উঠতে চলেছে ৷ ছবিতে সলমন খানের ভাইয়ের ভূমিকায় রয়েছেন আয়ুষ শর্মা এবং জহির ইকবাল ৷ পাশাপাশি থাকছেন পূজা হেগড়েও ৷ এবছরের শেষে অর্থাৎ 30 ডিসেম্বর পর্দায় আসার কথা রয়েছে এই ছবির ৷

মুম্বই, 2 মে: সলমন খানের নতুন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী তথা বিগ বস 13-এর প্রতিযোগী শেহনাজ গিল ৷ খবর বলছে, ছবির জন্য় শেহনাজকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক অফার করতে চলেছেন বলিউডের ভাইজান ৷ কান পাতলে এও শোনা যাচ্ছে, 'পঞ্জাব দি ক্যাটরিনা'-কে না কি নিজের মনমতো পারিশ্রমিক চেয়ে নিতে বলেছেন তিনি (Shehnaaz Gill Remuneration for Kabhi Eid Kabhi Diwali)৷

অনেকের মতে, শেহনাজ চিরকালই ছিলেন ভাইজানের সুনজরে, আর সেই কারণেই তিনি নতুন ছবির জন্য় ডেকে পাঠান এই অভিনেত্রীকে ৷ এমনকী বিগবস চলাকালীনও শেহনাজের ইনোসেন্স আকর্ষণ করেছিল সলমনকে ৷ প্রেমিক সিদ্ধার্থ শুক্লা মারা যাবার পর তিনি যেভাবে ভেঙে পড়েছিলেন তাও কষ্ট দিয়েছিল সকলকে ৷

আরও পড়ুন : জেনারেশন ওয়াইয়ের চোখে সত্যজিৎ রায়

সলমনের নতুন ছবিতে আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শেহনাজকে ৷ ছবিতে তাঁর চরিত্রের মধ্য়েও একেবারে সাধারণ বাড়ির একটি ঘরোয়া, শান্ত এবং ইনোসেন্ট মেয়ের প্রতিচ্ছবি ফুটে উঠতে চলেছে ৷ ছবিতে সলমন খানের ভাইয়ের ভূমিকায় রয়েছেন আয়ুষ শর্মা এবং জহির ইকবাল ৷ পাশাপাশি থাকছেন পূজা হেগড়েও ৷ এবছরের শেষে অর্থাৎ 30 ডিসেম্বর পর্দায় আসার কথা রয়েছে এই ছবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.