মুম্বই, 24 নভেম্বর: বিশ্ব জুড়ে টাইগার-3'র সাফল্য ৷ 400 কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই । এই সাফল্য সূচকে আনন্দিত সলমন। তবে আত্মহারা নন। কারণ, ছবির এই সাফল্যের মাঝেও সিনেমাপ্রেমীরে 'অতি উৎফুল্লে' লাগাম টানার বার্তা দিলেন 'টাইগার'। তিনি অনুরোধ করেছেন, পোস্টারে দুধ ঢেলে ভালোবাসা উদযাপন করা ঠিক নয় ৷ বরং সেই দুধ যদি কোনও শিশুকে খাওয়ানো হয়, তাতে তিনি আরও বেশি খুশি হবেন ৷ তিনি জানিয়েছেন, প্রেক্ষাগৃহে যত বড় হিট ছবিই হোক না কেন, আতসবাজি ফাটানো উচিত নয় ৷ আনন্দ-উৎসব বাইরে উদযাপন করা উচিত ৷ প্রেক্ষাগৃহের মধ্যে নয় ৷
বক্সঅফিসে কিছুটা থিতিয়ে গেলেও 'টাইগার' পৌঁছে গিয়েছে নিজের সফলতার দিকে ৷ স্যাকনিল্ক অনুযায়ী 12 দিনে ভারতে 'টাইগার 3' 250 কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷ অন্যদিকে, যশরাজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এই ছবির ঝুলিতে এসে গিয়েছে 400 কোটি টাকা ৷ সব মিলিয়ে 300 কোটি টাকা বাজেটের ছবির ম্যাজিক কালেশন হয়েছে বক্সঅফিসে ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন খান ও ক্যাটরনা কাইফ ধন্যবাদ জানালেন অনুরাগীদের ৷
অভিনেতা সলমন বলেন, "একদিকে ছিল দিওয়ালি অন্যদিকে বিশ্বকাপ ৷ সেই আবহে ছবি মুক্তি নিয়ে একটু ভয় তো ছিলই৷ সাধারণ মানুষ হলমুখী হবেন কি না, তা নিয়ে সংশয় ছিল ৷ কিন্তু এই সবকিছুর মধ্যে দর্শকরা হলে গিয়েছেন ৷ আমাদের সিনেমা দেখেছেন ৷ টাইগার-জোয়ার কেমিষ্ট্রি পছন্দ করেছেন ৷ এর থেকে আনন্দের বিষয় আর কী হতে পারে ৷ এইভাবেই মানুষ-দর্শক ভালোবাসতে থাকুক আমাদের ৷ ছবি সফল হয়েছে বলেই এত কথা বলতে পারছি ৷ নাহলে কিছুই বলতাম না ৷"
ছবিতে শাহরুখ খানের ক্যামিও প্রসঙ্গে ভাইজান বলেন, "আমাদের বন্ধুত্ব ভাইয়ের মতো ৷ নেগেটিভ কথায় আমরা কান দিই না ৷ বহুদিন থেকেই আমি ওর ছবিতে ক্যামিও করে আসছি, ও আমার ছবিতে ক্যামিও করে আসছে ৷ দর্শক আমাদের একসঙ্গে পছন্দ করে ৷ আর আমাদের সম্পর্ক অনেক গভীরে ৷ তাই এমনটা চলতেই থাকবে ৷"
সাফল্যে ভেসে যাওয়াকে কোনওদিনই সমর্থন করেননি সলমন খান। সিনেমা করার পাশাপাশি বিভিন্ন সমাজািক কাজে যুক্ত থাকেন এই সুপারস্টার। তাই হয়ত বক্সঅফিসে টাইগার-র চরম সাফল্যের মাঝেও মানবিক বার্তা দিতে ভুললেন না 'টাইগার'। (পিটিআই)
আরও পড়ুন:
1. 'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা