ETV Bharat / entertainment

Salman Khan's 'poor days': ট্যাক্সির ভাড়া না দিয়েই পালিয়ে ছিলেন সলমন, কেন জানেন?

মুক্তির অপেক্ষায় 'কিসি কা ভাই কিসি কা জান' । ছবির প্রোমোশনে ব্যস্ত সলমন-সহ অন্যান্য কলাকুশলীরা । সম্প্রতি এক শোয়ে সলমন খান জানিয়েছেন, একটা সময় ছিল যখন তাঁর কাছে ট্যাক্সি চড়ার টাকাও ছিল না । ভাড়া নিয়ে আসার নাম করে বাড়ি চলে গিয়েছিলেন ৷ আর ফেরেননি ৷

Salman Khan Movie Promotion
ছবির প্রোমোশনে সলমন খান
author img

By

Published : Apr 16, 2023, 4:13 PM IST

মুম্বই, 16 এপ্রিল: আজ যাঁর ছবি 100 কোটির ক্লাবে ঘোরাফেরা করে, আজ যিনি বলিউডের অন্যতম খান, তাঁর কাছেও একটা সময় ছিল না ট্যাক্সির ভাড়া দেওয়ার টাকা । জানেন তিনি কে ? তিনি সলমন খান । সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের কলেজ জীবনের কথা শেয়ার করতে গিয়ে সলমন তুলে ধরেছেন সেই সময়কার কথা, যখন তাঁর কাছে ট্যক্সি চড়ার মতো টাকাও ছিল না । তখন মাঝ রাস্তা থেকে ট্যাক্সি থেকে নেমে পড়েছিলেন তিনি ।

57 বছরের ভাইজান সলমন বক্স অফিসে অনেক হিট ছবির মালিক । 'ম্যায়নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন', 'হাম সাথ সাথ হ্যায়', 'করণ অর্জুন', 'বিবি নম্বর ওয়ান' থেকে শুরু করে অ্যাকশন ছবি 'দবাং', 'ওয়ান্টেড', 'রেডি', 'বডিগার্ড', 'এক থা টাইগার', 'কিক'-এর মতো সফল ছবি রয়েছে ভাইজানের ঝুলিতে । সম্প্রতি তিনি ব্যস্ত আছেন আপকামিং 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির প্রোমোশন নিয়ে । পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘব জুয়েল, সুখবীর-সহ ছবির বেশ কিছু কলাকুশলী উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শোয়ে ।

আরও পড়ুন: প্রকাশিত সুরিয়া 42-এর টাইটেল টিজার, 2024-এ 10 ভাষায় মুক্তি

শোয়ে আড্ডা চলাকলীনই সলমন নিজের কলেজ জীবনে ফিরে যান । সেখানেই তিনি জানান, কলেজ যাওয়ার সময় ট্রেনে যেতেন । ট্যাক্সিতে যাওয়ার মতো টাকা ছিল না তাঁর কাছে । তাঁর কথায়, "আমরা প্রতিদিন কলেজ যেতাম ট্রেনে চড়ে । একদিন মনে হল প্রতিদিনের মতো ভিড় ঠেলে না গিয়ে একটু শান্তিতে যাব । তাই আমি ঠিক করলাম কলেজ যাব ট্যাক্সি করে । কিন্তু মজার বিষয় হল, আমার কাছে ট্যাক্সির ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না । আমি তখন আমার কলেজ থেকে একটু দূরে ট্যাক্সিটাকে দাঁড় করালাম । বললাম অপেক্ষা করতে । টাকা নিয়ে আসছি । কিন্তু আর ফিরিনি ।"

তিনি আরও বলেন, "এর কিছু সময় পর আমি টুকটাক মডেলিং করা শুরু করেছিলাম । টাকাও ভালো আসছিল । আমি আবারও একদিন বাড়ি ফেরার জন্য ঠিক করলাম ট্যাক্সি নেব । আমি একটা ট্যাক্সি থামিয়ে উঠে পড়লাম । কিন্তু যিনি চালক ছিলেন, তিনি বলতে থাকেন, কোথায় যেন দেখেছেন আমাকে । চেনা চেনা লাগছে। কিছুপরেই আমি বাড়ির সামনে নেমে যাই এবং চালককে বলি অপেক্ষা করতে, টাকা নিয়ে আসছি । তৎক্ষণাৎ তিনি আমাকে চিনতে পারেন । সেদিন আমরা দু'জনেই খুব হেসেছিলাম এবং তাঁকে সুদ সমেত পুরো টাকা ফেরত দিয়েছিলাম ।"

মুম্বই, 16 এপ্রিল: আজ যাঁর ছবি 100 কোটির ক্লাবে ঘোরাফেরা করে, আজ যিনি বলিউডের অন্যতম খান, তাঁর কাছেও একটা সময় ছিল না ট্যাক্সির ভাড়া দেওয়ার টাকা । জানেন তিনি কে ? তিনি সলমন খান । সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের কলেজ জীবনের কথা শেয়ার করতে গিয়ে সলমন তুলে ধরেছেন সেই সময়কার কথা, যখন তাঁর কাছে ট্যক্সি চড়ার মতো টাকাও ছিল না । তখন মাঝ রাস্তা থেকে ট্যাক্সি থেকে নেমে পড়েছিলেন তিনি ।

57 বছরের ভাইজান সলমন বক্স অফিসে অনেক হিট ছবির মালিক । 'ম্যায়নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন', 'হাম সাথ সাথ হ্যায়', 'করণ অর্জুন', 'বিবি নম্বর ওয়ান' থেকে শুরু করে অ্যাকশন ছবি 'দবাং', 'ওয়ান্টেড', 'রেডি', 'বডিগার্ড', 'এক থা টাইগার', 'কিক'-এর মতো সফল ছবি রয়েছে ভাইজানের ঝুলিতে । সম্প্রতি তিনি ব্যস্ত আছেন আপকামিং 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির প্রোমোশন নিয়ে । পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘব জুয়েল, সুখবীর-সহ ছবির বেশ কিছু কলাকুশলী উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শোয়ে ।

আরও পড়ুন: প্রকাশিত সুরিয়া 42-এর টাইটেল টিজার, 2024-এ 10 ভাষায় মুক্তি

শোয়ে আড্ডা চলাকলীনই সলমন নিজের কলেজ জীবনে ফিরে যান । সেখানেই তিনি জানান, কলেজ যাওয়ার সময় ট্রেনে যেতেন । ট্যাক্সিতে যাওয়ার মতো টাকা ছিল না তাঁর কাছে । তাঁর কথায়, "আমরা প্রতিদিন কলেজ যেতাম ট্রেনে চড়ে । একদিন মনে হল প্রতিদিনের মতো ভিড় ঠেলে না গিয়ে একটু শান্তিতে যাব । তাই আমি ঠিক করলাম কলেজ যাব ট্যাক্সি করে । কিন্তু মজার বিষয় হল, আমার কাছে ট্যাক্সির ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না । আমি তখন আমার কলেজ থেকে একটু দূরে ট্যাক্সিটাকে দাঁড় করালাম । বললাম অপেক্ষা করতে । টাকা নিয়ে আসছি । কিন্তু আর ফিরিনি ।"

তিনি আরও বলেন, "এর কিছু সময় পর আমি টুকটাক মডেলিং করা শুরু করেছিলাম । টাকাও ভালো আসছিল । আমি আবারও একদিন বাড়ি ফেরার জন্য ঠিক করলাম ট্যাক্সি নেব । আমি একটা ট্যাক্সি থামিয়ে উঠে পড়লাম । কিন্তু যিনি চালক ছিলেন, তিনি বলতে থাকেন, কোথায় যেন দেখেছেন আমাকে । চেনা চেনা লাগছে। কিছুপরেই আমি বাড়ির সামনে নেমে যাই এবং চালককে বলি অপেক্ষা করতে, টাকা নিয়ে আসছি । তৎক্ষণাৎ তিনি আমাকে চিনতে পারেন । সেদিন আমরা দু'জনেই খুব হেসেছিলাম এবং তাঁকে সুদ সমেত পুরো টাকা ফেরত দিয়েছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.