ETV Bharat / entertainment

Salman Khan Wishes on Eid : ফ্যানেদের জনসমুদ্রে মিশে ঈদের শুভেচ্ছা জানালেন ভাইজান - Salman And Shah Rukh give special Eid appearance to fans

অনুরাগীদের জনসমুদ্রকে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানালেন সলমন খান ৷ একইরকম ভিড় জমল শাহরুখের বাড়ির সামনেও (Salman khan Shah Rukh khan Eid Appearance) ৷

bollywood eid celebration 2022
ফ্যানেদের জনসমুদ্রে মিশে ঈদের শুভেচ্ছা জানালেন ভাইজান
author img

By

Published : May 4, 2022, 1:13 PM IST

মুম্বই, 4 মে : প্রতিবছরই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানান বলিউডের প্রিয় ভাইজান সলমন খান ৷ একবার তাঁকে দেখার এদিন তাঁর বাড়ির সামনে এসে ভিড় করেন অগনিত অনুরাগীরা ৷ ব্যতিক্রম হয়নি এবারও ৷ অগণিত সলমনপ্রেমীরা মঙ্গলবারও ভিড় করেন তাঁর বাড়ির সামনে ৷ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচে এদিন তৈরি হয় জনসমুদ্র (Salman khan Eid Appearance) ৷

ব্যালকনি থেকে এদিনও ফ্যানেদের উদ্দেশ্য়ে হাত নাড়িয়ে তাঁদের ঈদের শুভেচ্ছা জানান সলমন ৷ নেভি ব্লু কুর্তায় এদিন নিজেকে সাজিয়েছিলেন অভিনেতা ৷ জনসমুদ্রের এই ছবি পরে নিজেই পোস্ট করেছেন এই সুপারস্টার ৷ ইনস্টাগ্রামে ফ্যানেদের শুভেচ্ছা জানিয়ে সল্লু ভাই লেখেন, "সকলকে জানাই ঈদ মুবারক ৷"

একইভাবে ভিড় জমেছিল মন্নতের সামনেও, কখন একবার দেখা দেবেন বলিউডের কিং খান ৷ প্রতিবারের মত এবারও ফ্যানেদের নিরাশ করেননি শাহরুখ ৷ ফ্যানেদের জনসমুদ্রে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেন তিনি ৷

আরও পড়ুন : খুশির ঈদে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সেলফি তুলে মিশলেন জনসমুদ্রে

শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন,"ঈদে তোমাদের সকলের সঙ্গে মিলিত হয়ে দারুণ খুশি ৷ আল্লাহ ভালবাসা এবং খুশিতে ভরিয়ে দিক তোমাদের জীবন ৷ আর আগামীতে তোমাদের সবচেয়ে খারাপ মুহূর্ত যেন অতীতের সবচেয়ে ভাল মুহূর্তের মতই সুন্দর হয় ৷" ভাইজান আগামি দিনে পর্দায় আসছেন 'টাইগার 3' সিনেমায় আর অন্যদিকে শাহরুখকে দেখা যাবে 'পাঠান' ছবিতে ৷

মুম্বই, 4 মে : প্রতিবছরই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানান বলিউডের প্রিয় ভাইজান সলমন খান ৷ একবার তাঁকে দেখার এদিন তাঁর বাড়ির সামনে এসে ভিড় করেন অগনিত অনুরাগীরা ৷ ব্যতিক্রম হয়নি এবারও ৷ অগণিত সলমনপ্রেমীরা মঙ্গলবারও ভিড় করেন তাঁর বাড়ির সামনে ৷ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচে এদিন তৈরি হয় জনসমুদ্র (Salman khan Eid Appearance) ৷

ব্যালকনি থেকে এদিনও ফ্যানেদের উদ্দেশ্য়ে হাত নাড়িয়ে তাঁদের ঈদের শুভেচ্ছা জানান সলমন ৷ নেভি ব্লু কুর্তায় এদিন নিজেকে সাজিয়েছিলেন অভিনেতা ৷ জনসমুদ্রের এই ছবি পরে নিজেই পোস্ট করেছেন এই সুপারস্টার ৷ ইনস্টাগ্রামে ফ্যানেদের শুভেচ্ছা জানিয়ে সল্লু ভাই লেখেন, "সকলকে জানাই ঈদ মুবারক ৷"

একইভাবে ভিড় জমেছিল মন্নতের সামনেও, কখন একবার দেখা দেবেন বলিউডের কিং খান ৷ প্রতিবারের মত এবারও ফ্যানেদের নিরাশ করেননি শাহরুখ ৷ ফ্যানেদের জনসমুদ্রে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেন তিনি ৷

আরও পড়ুন : খুশির ঈদে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সেলফি তুলে মিশলেন জনসমুদ্রে

শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন,"ঈদে তোমাদের সকলের সঙ্গে মিলিত হয়ে দারুণ খুশি ৷ আল্লাহ ভালবাসা এবং খুশিতে ভরিয়ে দিক তোমাদের জীবন ৷ আর আগামীতে তোমাদের সবচেয়ে খারাপ মুহূর্ত যেন অতীতের সবচেয়ে ভাল মুহূর্তের মতই সুন্দর হয় ৷" ভাইজান আগামি দিনে পর্দায় আসছেন 'টাইগার 3' সিনেমায় আর অন্যদিকে শাহরুখকে দেখা যাবে 'পাঠান' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.