হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: পাপারাৎজিরা গোপনীয়তায় আঘাত হানেন বলে অনেক সময়ই অভিযোগ শোনা যায় সেলিব্রিটিদের মুখে ৷ এ বার এই নিয়েই প্রকাশ্যে বিরক্তি ঝড়ে পড়ল বলিউডের অভিনেতা সইফ আলি খানের গলায় (Saif Gets Annoyed with Paparazzi)৷ তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে স্ত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor) নিয়ে বাড়ি ফিরছেন সইফ ৷ তখন তাঁর বাড়ির সামনে পাপারাৎজিদের ভিড় দেখে বিরক্ত হন অভিনেতা (Paparazzi follow Saif and Kareena)৷
করিনা কাপুর খানের সঙ্গে একটি গভীর রাতের পার্টিতে গিয়েছিলেন সইফ আলি খান ৷ সেখান থেকে বাড়ি ফিরে তিনি দেখেন যে, তাঁর বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন পাপারাৎজিরা ৷ এতে কিছুটা বিরক্ত হলেও খুব নম্র সুরে সইফ বলেন, "বেডরুম মে আজাইয়ে আপ হামারে"৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আপনারা আমাদের বেডরুমে চলে আসুন (Saif says aap hmare bedroom mein ajaiye)।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অভিনেতা বিরক্ত হলেও তাঁর মেজাজ হারাননি ৷ তবে ক্রমবর্ধমান পাপারাৎজি সংস্কৃতি উদ্বেগজনক হয়ে পড়ছে সেলিব্রিটিদের জন্য । এর আগে, আলিয়া ভাট অভিযোগ করেছিলেন যে, পাপারাৎজিরা তাঁর অনুমতি ছাড়াই বাড়িতে তাঁর ছবি তুলে তাঁর গোপনীয়তায় হানা দিয়েছেন ৷ বহু সেলিব্রিটি আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন । অনুষ্কা শর্মা, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর এবং করণ জোহরও ইনস্টাগ্রামে পাপারাৎজিদের এই কাজের নিন্দা করেছেন ।
সইফ ও করিনা এর আগেও পাপারাৎজি সংস্কৃতি সম্পর্কে নানা কথা বলেছিলেন যখন তাঁদের ছেলে তৈমুরকে লাইমলাইটে তুলে এনেছিলেন পাপারাৎজিরা ৷ মুম্বইতে রীতিমতো তৈমুরকে যেন অনুসরণ করা হত ৷ করিনা এবং সাইফ 2012 সালের অক্টোবরে মুম্বইতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় 2016 সালে ৷ 2021 সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান জেহ-র ৷
আরও পড়ুন: হাজির বিনোদিনী প্রিয়াঙ্কার লুক, গিরীশ ঘোষের ভূমিকায় ব্রাত্য
কর্মক্ষেত্রে আগামী মাসগুলিতে 'আদিপুরুষ'-এ দেখা যাবে সইফকে । ওম রাউতের পরিচালনায় তিনি রাবণের চরিত্রে অভিনয় করবেন, যা 16 জুন মুক্তি পাবে । কৃতি স্যানন এবং প্রভাসও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন । রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আদিপুরুষ । এছাড়াও, সইফ আলি খান অভিনীত জনপ্রিয় সিরিজ 'দ্য ব্রিজ' হিন্দিতে রূপান্তরিত হবে । 'দ্য ব্রিজ'-এ অভিনয় করার পাশাপাশি সইফ তাঁর কোম্পানি ব্ল্যাক নাইট ফিল্মসের মাধ্যমে ছবিটি প্রযোজনা করবেন ।
হ্যান্স রোজেনফেল্ডের তৈরি এবং লেখা 'দ্য ব্রিজ', দুটি দেশের ভাগ করা সীমান্তে আবিষ্কৃত একটি মৃতদেহ দিয়ে শুরু হয় - শরীরের অর্ধেক একটিতে এবং বাকি অর্ধেকটি অন্য দেশে । এই ঘটনার যৌথ তদন্ত শুরু করে দুই অঞ্চলের পুলিশ বাহিনী ৷ উভয় পক্ষের গোয়েন্দারা অপরাধ সমাধানে সহযোগিতা করতে বাধ্য হয় । দ্য ব্রিজ একটি সমসাময়িক ক্রাইম থ্রিলার যা দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা করে ।
হ্যান্স রোজেনফেল্ড শোয়ের নির্মাতা এবং লেখক । 'দ্য ব্রিজ'-এর হিন্দি সংস্করণ সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে । ব্ল্যাক নাইট ফিল্মস এবং বাণিজ্য কোম্পানি এন্ডেমোল শাইন ইন্ডিয়া এই প্রকল্পের জন্য একত্রিত হয়েছে ।