ETV Bharat / entertainment

Saif Gets Annoyed with Paparazzi: 'আমাদের বেডরুমে চলে আসুন', পাপারাৎজিদের উপর বিরক্ত সইফ - invasion of privacy

বৃহস্পতিবার গভীর রাতে পাপারাৎজিরা (Paparazzi follow Saif and Kareena) ছবি তোলার জন্য জোরাজুরি করায় তাঁদের উপর বিরক্ত হলেন বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Gets Annoyed with Paparazzi)৷

Saif and Kareena ETV Bharat
সইফ করিনা
author img

By

Published : Mar 3, 2023, 6:53 PM IST

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: পাপারাৎজিরা গোপনীয়তায় আঘাত হানেন বলে অনেক সময়ই অভিযোগ শোনা যায় সেলিব্রিটিদের মুখে ৷ এ বার এই নিয়েই প্রকাশ্যে বিরক্তি ঝড়ে পড়ল বলিউডের অভিনেতা সইফ আলি খানের গলায় (Saif Gets Annoyed with Paparazzi)৷ তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে স্ত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor) নিয়ে বাড়ি ফিরছেন সইফ ৷ তখন তাঁর বাড়ির সামনে পাপারাৎজিদের ভিড় দেখে বিরক্ত হন অভিনেতা (Paparazzi follow Saif and Kareena)৷

করিনা কাপুর খানের সঙ্গে একটি গভীর রাতের পার্টিতে গিয়েছিলেন সইফ আলি খান ৷ সেখান থেকে বাড়ি ফিরে তিনি দেখেন যে, তাঁর বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন পাপারাৎজিরা ৷ এতে কিছুটা বিরক্ত হলেও খুব নম্র সুরে সইফ বলেন, "বেডরুম মে আজাইয়ে আপ হামারে"৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আপনারা আমাদের বেডরুমে চলে আসুন (Saif says aap hmare bedroom mein ajaiye)।

অভিনেতা বিরক্ত হলেও তাঁর মেজাজ হারাননি ৷ তবে ক্রমবর্ধমান পাপারাৎজি সংস্কৃতি উদ্বেগজনক হয়ে পড়ছে সেলিব্রিটিদের জন্য । এর আগে, আলিয়া ভাট অভিযোগ করেছিলেন যে, পাপারাৎজিরা তাঁর অনুমতি ছাড়াই বাড়িতে তাঁর ছবি তুলে তাঁর গোপনীয়তায় হানা দিয়েছেন ৷ বহু সেলিব্রিটি আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন । অনুষ্কা শর্মা, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর এবং করণ জোহরও ইনস্টাগ্রামে পাপারাৎজিদের এই কাজের নিন্দা করেছেন ।

সইফ ও করিনা এর আগেও পাপারাৎজি সংস্কৃতি সম্পর্কে নানা কথা বলেছিলেন যখন তাঁদের ছেলে তৈমুরকে লাইমলাইটে তুলে এনেছিলেন পাপারাৎজিরা ৷ মুম্বইতে রীতিমতো তৈমুরকে যেন অনুসরণ করা হত ৷ করিনা এবং সাইফ 2012 সালের অক্টোবরে মুম্বইতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় 2016 সালে ৷ 2021 সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান জেহ-র ৷

আরও পড়ুন: হাজির বিনোদিনী প্রিয়াঙ্কার লুক, গিরীশ ঘোষের ভূমিকায় ব্রাত্য

কর্মক্ষেত্রে আগামী মাসগুলিতে 'আদিপুরুষ'-এ দেখা যাবে সইফকে । ওম রাউতের পরিচালনায় তিনি রাবণের চরিত্রে অভিনয় করবেন, যা 16 জুন মুক্তি পাবে । কৃতি স্যানন এবং প্রভাসও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন । রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আদিপুরুষ । এছাড়াও, সইফ আলি খান অভিনীত জনপ্রিয় সিরিজ 'দ্য ব্রিজ' হিন্দিতে রূপান্তরিত হবে । 'দ্য ব্রিজ'-এ অভিনয় করার পাশাপাশি সইফ তাঁর কোম্পানি ব্ল্যাক নাইট ফিল্মসের মাধ্যমে ছবিটি প্রযোজনা করবেন ।

হ্যান্স রোজেনফেল্ডের তৈরি এবং লেখা 'দ্য ব্রিজ', দুটি দেশের ভাগ করা সীমান্তে আবিষ্কৃত একটি মৃতদেহ দিয়ে শুরু হয় - শরীরের অর্ধেক একটিতে এবং বাকি অর্ধেকটি অন্য দেশে । এই ঘটনার যৌথ তদন্ত শুরু করে দুই অঞ্চলের পুলিশ বাহিনী ৷ উভয় পক্ষের গোয়েন্দারা অপরাধ সমাধানে সহযোগিতা করতে বাধ্য হয় । দ্য ব্রিজ একটি সমসাময়িক ক্রাইম থ্রিলার যা দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা করে ।

হ্যান্স রোজেনফেল্ড শোয়ের নির্মাতা এবং লেখক । 'দ্য ব্রিজ'-এর হিন্দি সংস্করণ সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে । ব্ল্যাক নাইট ফিল্মস এবং বাণিজ্য কোম্পানি এন্ডেমোল শাইন ইন্ডিয়া এই প্রকল্পের জন্য একত্রিত হয়েছে ।

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: পাপারাৎজিরা গোপনীয়তায় আঘাত হানেন বলে অনেক সময়ই অভিযোগ শোনা যায় সেলিব্রিটিদের মুখে ৷ এ বার এই নিয়েই প্রকাশ্যে বিরক্তি ঝড়ে পড়ল বলিউডের অভিনেতা সইফ আলি খানের গলায় (Saif Gets Annoyed with Paparazzi)৷ তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে স্ত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor) নিয়ে বাড়ি ফিরছেন সইফ ৷ তখন তাঁর বাড়ির সামনে পাপারাৎজিদের ভিড় দেখে বিরক্ত হন অভিনেতা (Paparazzi follow Saif and Kareena)৷

করিনা কাপুর খানের সঙ্গে একটি গভীর রাতের পার্টিতে গিয়েছিলেন সইফ আলি খান ৷ সেখান থেকে বাড়ি ফিরে তিনি দেখেন যে, তাঁর বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন পাপারাৎজিরা ৷ এতে কিছুটা বিরক্ত হলেও খুব নম্র সুরে সইফ বলেন, "বেডরুম মে আজাইয়ে আপ হামারে"৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আপনারা আমাদের বেডরুমে চলে আসুন (Saif says aap hmare bedroom mein ajaiye)।

অভিনেতা বিরক্ত হলেও তাঁর মেজাজ হারাননি ৷ তবে ক্রমবর্ধমান পাপারাৎজি সংস্কৃতি উদ্বেগজনক হয়ে পড়ছে সেলিব্রিটিদের জন্য । এর আগে, আলিয়া ভাট অভিযোগ করেছিলেন যে, পাপারাৎজিরা তাঁর অনুমতি ছাড়াই বাড়িতে তাঁর ছবি তুলে তাঁর গোপনীয়তায় হানা দিয়েছেন ৷ বহু সেলিব্রিটি আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন । অনুষ্কা শর্মা, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর এবং করণ জোহরও ইনস্টাগ্রামে পাপারাৎজিদের এই কাজের নিন্দা করেছেন ।

সইফ ও করিনা এর আগেও পাপারাৎজি সংস্কৃতি সম্পর্কে নানা কথা বলেছিলেন যখন তাঁদের ছেলে তৈমুরকে লাইমলাইটে তুলে এনেছিলেন পাপারাৎজিরা ৷ মুম্বইতে রীতিমতো তৈমুরকে যেন অনুসরণ করা হত ৷ করিনা এবং সাইফ 2012 সালের অক্টোবরে মুম্বইতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয় 2016 সালে ৷ 2021 সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান জেহ-র ৷

আরও পড়ুন: হাজির বিনোদিনী প্রিয়াঙ্কার লুক, গিরীশ ঘোষের ভূমিকায় ব্রাত্য

কর্মক্ষেত্রে আগামী মাসগুলিতে 'আদিপুরুষ'-এ দেখা যাবে সইফকে । ওম রাউতের পরিচালনায় তিনি রাবণের চরিত্রে অভিনয় করবেন, যা 16 জুন মুক্তি পাবে । কৃতি স্যানন এবং প্রভাসও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন । রামায়ণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আদিপুরুষ । এছাড়াও, সইফ আলি খান অভিনীত জনপ্রিয় সিরিজ 'দ্য ব্রিজ' হিন্দিতে রূপান্তরিত হবে । 'দ্য ব্রিজ'-এ অভিনয় করার পাশাপাশি সইফ তাঁর কোম্পানি ব্ল্যাক নাইট ফিল্মসের মাধ্যমে ছবিটি প্রযোজনা করবেন ।

হ্যান্স রোজেনফেল্ডের তৈরি এবং লেখা 'দ্য ব্রিজ', দুটি দেশের ভাগ করা সীমান্তে আবিষ্কৃত একটি মৃতদেহ দিয়ে শুরু হয় - শরীরের অর্ধেক একটিতে এবং বাকি অর্ধেকটি অন্য দেশে । এই ঘটনার যৌথ তদন্ত শুরু করে দুই অঞ্চলের পুলিশ বাহিনী ৷ উভয় পক্ষের গোয়েন্দারা অপরাধ সমাধানে সহযোগিতা করতে বাধ্য হয় । দ্য ব্রিজ একটি সমসাময়িক ক্রাইম থ্রিলার যা দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা করে ।

হ্যান্স রোজেনফেল্ড শোয়ের নির্মাতা এবং লেখক । 'দ্য ব্রিজ'-এর হিন্দি সংস্করণ সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে । ব্ল্যাক নাইট ফিল্মস এবং বাণিজ্য কোম্পানি এন্ডেমোল শাইন ইন্ডিয়া এই প্রকল্পের জন্য একত্রিত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.