ETV Bharat / entertainment

'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক সচিন, ভিকির অভিনয় দেখে মুগ্ধ 'ক্রিকেটঈশ্বর'

Sam Bahadur Special Screening: শনিবার মুম্বইয়ে 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ ছবি দেখে ভিকি'র প্রশংসায় পঞ্চমুখ তিনি ৷

Etv Bharat
'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে শচিন তেন্ডুলকর
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 12:50 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর: বক্স অফিসে সংখ্যা যেমনই হোক না কেন, ভালো ছবির প্রশংসা ঘোরে সকলের মুখে মুখে ৷ ঠিক যেমন ছবি দেখে অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানালেন কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর ৷ শনিবার রাতে ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক হাজির ছিলেন সচিন ৷ অভিনেতার সঙ্গে ছবিও তোলেন তিনি ৷ যা ভাইরাল নেটদুনিয়ায় ৷

সচিন ছবি দেখার পর প্রশংসা করে বলেন, "শ্যাম বাহাদুর সত্যিই দুর্দান্ত ছবি ৷ আমি ভিকির অভিনয় দেখে অভিভূত ৷ ছবির পর্দায় ভিকিকে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশের চরিত্রে দারুণ মানিয়েছে ৷ যেন মনে হয়েছে আমি সত্যিকারের শ্যাম মানেকশকে সামনে থেকে দেখছি ৷ বডি ল্যাঙ্গুয়েজ দেখার মতো ৷ আমাদের ইতিহাস জানার জন্য এই ধরনের ছবি প্রত্যেক জেনেরশনের দেখা উচিত ৷"

অভিনেতা ভিকি কৌশলও ক্রিকেটঈশ্বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমার ছোটবেলার হিরো আমার ছবি দেখলেন আজকে ৷ আই এম ওকে ৷ ধন্যবাদ স্যর, ছবির প্রশংসা করার জন্য ৷ আমি সারাজীবন এই ক্ষণ মনে রাখব ৷" সচিনের পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, অজিত আগরকরও বিশেষ এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ৷

পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ৷ বক্স অফিসে একই দিনে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ৷ রণবীরের ছবির আয় একদিনে 60 কোটির বেশি আয় করে ফেলেছে ৷ অন্যদিকে, ধীরে ধীরে হলেও দর্শক শ্যাম বাহাদুর দেখছেন ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "প্রথম দিনে শ্যাম বাহাদুর ছবি দেখতে দর্শক বেশি ভিড় জমাচ্ছে সন্ধ্যেবেলা ৷ উইকএন্ডে এই ছবি ভালো ব্যবসা করবে ৷" 1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানেকশর জীবন পরিচালক মেঘনা তুলে ধরেন রূপোলি পর্দায় ৷ ভিকি কৌশল ছাড়াও সানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷

আরও পড়ুন:

1. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

2. আসতে পারে কি 'অ্যানিম্যাল 2'? সম্ভাবনাময় পোস্ট নেটপাড়ায়

3. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি

মুম্বই, 3 ডিসেম্বর: বক্স অফিসে সংখ্যা যেমনই হোক না কেন, ভালো ছবির প্রশংসা ঘোরে সকলের মুখে মুখে ৷ ঠিক যেমন ছবি দেখে অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানালেন কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর ৷ শনিবার রাতে ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক হাজির ছিলেন সচিন ৷ অভিনেতার সঙ্গে ছবিও তোলেন তিনি ৷ যা ভাইরাল নেটদুনিয়ায় ৷

সচিন ছবি দেখার পর প্রশংসা করে বলেন, "শ্যাম বাহাদুর সত্যিই দুর্দান্ত ছবি ৷ আমি ভিকির অভিনয় দেখে অভিভূত ৷ ছবির পর্দায় ভিকিকে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশের চরিত্রে দারুণ মানিয়েছে ৷ যেন মনে হয়েছে আমি সত্যিকারের শ্যাম মানেকশকে সামনে থেকে দেখছি ৷ বডি ল্যাঙ্গুয়েজ দেখার মতো ৷ আমাদের ইতিহাস জানার জন্য এই ধরনের ছবি প্রত্যেক জেনেরশনের দেখা উচিত ৷"

অভিনেতা ভিকি কৌশলও ক্রিকেটঈশ্বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমার ছোটবেলার হিরো আমার ছবি দেখলেন আজকে ৷ আই এম ওকে ৷ ধন্যবাদ স্যর, ছবির প্রশংসা করার জন্য ৷ আমি সারাজীবন এই ক্ষণ মনে রাখব ৷" সচিনের পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, অজিত আগরকরও বিশেষ এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ৷

পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ৷ বক্স অফিসে একই দিনে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ৷ রণবীরের ছবির আয় একদিনে 60 কোটির বেশি আয় করে ফেলেছে ৷ অন্যদিকে, ধীরে ধীরে হলেও দর্শক শ্যাম বাহাদুর দেখছেন ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "প্রথম দিনে শ্যাম বাহাদুর ছবি দেখতে দর্শক বেশি ভিড় জমাচ্ছে সন্ধ্যেবেলা ৷ উইকএন্ডে এই ছবি ভালো ব্যবসা করবে ৷" 1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানেকশর জীবন পরিচালক মেঘনা তুলে ধরেন রূপোলি পর্দায় ৷ ভিকি কৌশল ছাড়াও সানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷

আরও পড়ুন:

1. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

2. আসতে পারে কি 'অ্যানিম্যাল 2'? সম্ভাবনাময় পোস্ট নেটপাড়ায়

3. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.