কলকাতা : বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। সেখানে আউট অ্যান্ড আউট নেগেটিভ রোলে বাজিমাত করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । গল্পের নায়কের মা লাবণ্য সেনগুপ্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী । প্রভাবশালী তিনি । আধুনিকাও বটে । তবে, কোনও মেয়ের গায়ের রঙ চাপা হলে তাকে তিনি সহ্য করতে পারেন না । ওদিকে তার আদরের ছেলে বিয়ে করেছে শ্যামবর্ণা দীপাকে । এই নিয়ে ঘটনার ঘনঘটায় সেজে চলছে ধারাবাহিক ।
সম্প্রতি এই চরিত্রের জন্য পুরস্কারও পেয়েছেন পর্দার লাবণ্য রূপাঞ্জনা মিত্র । বেশ অনেক বছর ধরে বাংলা টেলিভিশনে নানা ধরনের চরিত্রে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি । নেগেটিভ, পজিটিভ সব রকমের চরিত্রে সমান সাবলীল তিনি । বড় পর্দাতেও রয়েছে কিছু উল্লেখযোগ্য কাজ । সম্প্রতি পা রেখেছেন ওটিটি-তেও । এহেন রূপাঞ্জনার কাছে কিছু প্রশ্ন আমরা রাখলাম ইটিভি ভারতের তরফে । দেখুন কী বললেন অভিনেত্রী (Rupanjana Mitra Shares Her Thoughts With ETV Bharat)।
ইটিভি ভারতঃ নেগেটিভ রোলে মাতিয়ে দিচ্ছেন টেলিভিশন । 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে লাবণ্য সেনগুপ্ত চরিত্রের জন্য পুরস্কারও পেলেন । কিন্তু চেনা পরিচিতদের কাছ থেকে এরকম চরিত্রে কতটা সাড়া পাচ্ছেন ?
রূপাঞ্জনাঃ কাছের প্রিয় মানুষরা বলছেন, "আবার নেগেটিভ রোল?" প্যান্ডেমিকের সময়ে আমি দু'বছর কাজ করিনি । ছেলের সঙ্গে বাড়িতেই থাকতাম । তারপর পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসায় শুরু করলাম কাজ । মাত্র চার মাস বয়স এই ধারাবাহিকের । কোনও অনুষ্ঠানে গেলে অপরিচিতদের কাছ থেকে সাড়া পাচ্ছি এই চরিত্রের জন্য । বুঝতে পারি ওঁরা লাবণ্যকে চেনেন । লাবণ্য চরিত্রটা বেশ কঠিন । সে চাপা গায়ের রঙের মেয়েদের পছন্দ করে না । বাকি অন্য কিছু নিয়ে তার সমস্যা নেই । চরিত্রটা সেই জায়গায় দাঁড়িয়ে অন্যরকম তো বটেই ।
ইটিভি ভারতঃ আপনাকে স্নেহময়ী নারীর চরিত্রেই টেলিদর্শক বেশি পেয়েছে । লাবণ্য সেনগুপ্ত সেদিক থেকে তোমার কাছে কেন স্পেশাল?
রূপাঞ্জনাঃ নেগেটিভ রোল আগেও করেছি । 'আঁচল'-এর গীতা সেন, 'তুমি আসবে বলে'তে রূপাঞ্জনা দেবরায়ের চরিত্রদুটিও নেগেটিভ হিসেবে সাড়া জাগিয়েছিল । অনেকগুলো কাজ তো করে ফেললাম স্নেহময়ী সনকার চরিত্র তিনবার করে ফেললাম । 'এক আকাশের নীচে', 'চোখের বালি', 'খেলা' সহ আরও অনেকগুলো রয়েছে । সবকটা চরিত্রই আমার কাছে স্পেশাল । আর লাবণ্য আমার কাছে স্পেশাল, কেননা এই মুহূর্তে আমি লাবণ্যর চরিত্রটা করছি তাই ।
ইটিভি ভারতঃ এমন যদি কখনও হয় যে কোনও রাজনৈতিক নেত্রীর চরিত্রে আপনাকে অভিনয় করতে বলা হল, তাহলে কোন নেত্রীর আদলে তৈরি চরিত্র পেলে খুশি হবেন ? মোদ্দাকথা কোন নেত্রীর আদর্শ, স্টাইল বেশি পছন্দের?
রূপাঞ্জনাঃ বেশ কঠিন প্রশ্ন এটা । জয়ললিতা, ইন্দিরা গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা করতে পারলে ভাল লাগবে খুব । অনেক নেত্রীর আদর্শ, স্টাইলই ভাল লাগে । আরেকটু ভেবে বলতে পারব । তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র পেলে মন্দ হয় না ।
ইটিভি ভারতঃ অভিনয় বাদে নিজের ভাল থাকার রসদ কী আপনার কাছে?
রূপাঞ্জনাঃ সকালে প্রাণায়ম করি, মেডিটেশন করি, রাতে সুন্দর স্লিপিং মিউজিক চালিয়ে ঘুমোই । পরদিন সকালটা হই হই করে শুরু করি । কাজের জায়গায় মানুষকে বোঝার চেষ্টা করি । এখন সবার কথা শুনি । বলি কম (হেসে)।
আরও পড়ুন : সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মাণের পথে 'মিশন ওটিপি'
ইটিভি ভারতের তরফে তাঁর কাছে আরও জানতে চাওয়া হয়, সাম্প্রতিককালে রাজনৈতিক রঙ কি তাঁকে টলিউডে কাজ পাওয়ার ক্ষেত্রে কোনওভাবে বাধা সৃষ্টি করেছে ? নেত্রী এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান । প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের ব্যস্ততম অভিনেত্রী বলা হলে ভুল হবে না তাঁকে । 'সতী', 'বেহুলা', 'এক আকাশের নীচে', 'তুমি আসবে বলে', 'চেকমেট", 'খেলা', 'চোখের বালি', 'ভূমিকন্যা', 'দুর্গা', 'সিঁদুর খেলা', 'আঁচল', 'জন্মভূমি', 'জয় কানহাইয়া লাল কি', 'তিথির অতিথি', 'প্রেমের কাহিনি' রয়েছে তাঁর ধারাবাহিকের তালিকায়। প্রত্যেকটিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি । যার ধারাবাহিকতা আজও অব্যাহত লাবণ্যের দৌলতে ।