ETV Bharat / entertainment

Binodini Ekti Natir Upakhyan: রইল রুক্মিণীর বিনোদিনী লুকের উপাখ্যান, শুটিং শুরু আজ - Binodini Ekti Natir Upakhyan

কীভাবে তৈরি হল রুক্মিণী মৈত্রর নতুন বিনোদিনী দাসীর লুক? কতটা কঠিন ছিল সেই যুগে ফিরে গিয়ে একটি চরিত্রকে নতুন করে গড়ে তোলা? ছবির শুটিং শুরুর ঠিক আগে এইসব নিয়েই আলোচনা করলেন পরিচালক রামকমল ও তাঁর টিম (Binodini Ekti Natir Upakhyan Goes to the floors )৷

Etv Bharat
কীভাবে তৈরি হল দেব প্রিয়া রুক্মিণী মৈত্র নতুন বিনোদিনী দাসীর লুক
author img

By

Published : Feb 13, 2023, 9:36 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: প্রথমে কথা ছিল 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং ৷ তবে আজ 13 ফেব্রুয়ারি থেকেই 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'-এর শুটিং শুরু করে দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় । হাজির করলেন বিনোদিনীর নতুন পোস্টার । কতটা কঠিন ছিল বিনোদিনীকে সাজিয়ে তোলা? রামকমল তো বটেই জানালেন অন্যান্যরাও ।

পরিচালক বলেছেন, "বিনোদিনীর যুগকে ফিরিয়ে আনা ভীষণ কঠিন একটি কাজ ছিল । আমি শুচিস্মিতা দাশগুপ্ত, বীথিকা এবং মৌসুমীর কাছে তাঁদের গবেষণার জন্য কৃতজ্ঞ । যেহেতু বিনোদিনীর আসল ছবি সঠিকভাবে সংরক্ষিত নয় তাই তাঁর শাড়ির উপাদান থেকে শুরু করে গয়নার নকশা ঠিক কেমন ছিল তা বোঝা বেশ কষ্টকর ছিল। আমার টিম নকশা এবং ফ্যাব্রিক বের করতে প্রায় তিন সপ্তাহ কাজ করেছে । আমি তাঁদেরকেও কৃতজ্ঞতা জানাই ।"

প্রখ্যাত কস্টিউম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত বলেছেন, "রামকমল যখন ছবিটির জন্য আমার কাছে এসেছিলেন, আমি খুব উত্তেজিত ছিলাম । বিনোদিনীদাসী একটি আইকনিক চরিত্র । তাঁকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে ভালো লাগবে । রুক্মিণীর 'চৈতন্য' লুকটি ভাইরাল হয়েছিল, এর অনন্য পদ্ধতির কারণে । আমাকে কাপড় এবং সেলাইয়ের প্যাটার্ন নিয়ে গবেষণা করতে হয়েছিল যা যুগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ । যেহেতু পরিচালক পুরো তালুতে উজ্জ্বলতা যোগ করতে চেয়েছিলেন, তাই আমাদের সেই দিকটি মাথায় রাখতে হয়েছিল । আমরা ঐতিহ্যবাহী বাংলার মসলিন বেনারসি ব্যবহার করেছি । এ ছাড়া সোনার অলঙ্কার তো রয়েছেই । রেড ওয়াইন ভেলভেট পাইপড ব্লাউজটি কস্টিউম ডিজাইনার দ্বারা কাস্টমাইজ করা হয়েছে । খুব অল্প সময়ের মধ্যে গোটা কাজটা করতে হয়েছে আমাদের । তবু সোর্সিং থেকে ফিটিং পর্যন্ত, আমরা কেবল রুক্মিণীকে বিনোদিনীর মতো দেখতে চেয়েছিলাম । বাকিটা দর্শক বলবেন ।" মেকআপ শিল্পী বিথিকা বেনিয়া বলেন, "যতবার আমি মেকআপ করছিলাম তা কার্যকর হচ্ছিল না । অবশেষে তৃতীয়বার সফল হয়েছি । আমরা লন্ডন থেকে একটি বিশেষ ফেস টোনার আনিয়েছি, যা আমাদের রুক্মিণীর মুখের উপরে যে আভাটা আমরা চেয়েছিলাম তা পেতে সাহায্য করেছে ।"

Binodini Ekti Natir Upakhyan
13 ফেব্রুয়ারি থেকেই বিনোদিনী একটি নটীর উপাখ্যানের শুটিং শুরু করে দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়

হেয়ার স্টাইলিস্ট মৌসুমী ছেত্রী বিনোদিনীর লম্বা চুল প্রসঙ্গে বলেন, "আমাদের রুক্মিণীর জন্য লম্বা চুলের এক্সটেনশন দরকার ছিল । যেহেতু সে লম্বা, তাই আমাদের তিরুপতি মন্দির থেকে তার চুল আনাতে হয়েছিল । চার ফুট লম্বা এক্সটেনশনটি আসল চুল দিয়ে তৈরি করা হয়েছে, যা রুক্মিণীর চুলের টেক্সচারের সঙ্গে মেলে । আমরা জেল প্রয়োগ করেছি, কিন্তু তা কাজ করেনি । তারপরে আমরা নারকেল তেল দিয়ে চেষ্টা করেছি, তাও কাজ করেনি । অবশেষে, আমরা জল স্প্রে করে কাজ করতে হয়েছে ।"

রুক্মিণী মৈত্র বলেছেন, "বিনোদিনী লুক নিয়ে আসা বেশ কঠিন কাজ ছিল । তবে, আমার বিশ্বাস ছিল যে আমাদের দল এই কাজে সফল হবে । চার ঘণ্টা সময় লেগেছিল আমার লুক রেডি করতে । রামকমল জোর দিয়েছিলেন যে আমাকে পর্দায় উজ্জ্বল দেখাতে যেন শিমার ব্যবহার করা হয় । যেহেতু পিরিয়ড ড্রামা তাই অনেকদিকেই খেয়াল রাখতে হচ্ছে পরিচালককে ।"

আরও পড়ুন: শিবকে পরাজিত করে বিগ বস 16 চ্যাম্পিয়ন স্ট্যান

উল্লেখ্য, বিনোদিনী দাসীকে নিয়ে লিখতে বসলে তাঁর যে ছবি এক লহমায় আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিংবা ইন্টারনেট ঘাটলে যে ছবি আমরা দেখতে পাই সেই আদলেই বিনোদিনী দাসীকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন রামকমল মুখোপাধ্যায়ের টিম । শুটিংয়ের প্রথম দিনে রুক্মিণী বলেন, "রামকমল যখন অ্যাকশন বলছেন, আমি তখন এক সেকেন্ডের জন্য হলেও থমকে যাচ্ছি । বিনোদিনী দাসীর আশীর্বাদ ছাড়া এই কাজ সম্ভব না । এই ছবিতে রাঙা বাবুর চরিত্রে রাহুল বোস, গিরিশ চন্দ্র ঘোষের চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়, দাসু নিয়োগী চরিত্রে গৌতম হালদার, গুরমুখ রাইয়ের চরিত্রে মীর, গঙ্গা বাই চরিত্রে চন্দ্রেয়ী ঘোষ এবং কুমার বাহাদুর চরিত্রে ওম সাহানি অভিনয় করেছেন । সৌমিক হালদার তাঁর লেন্সের মাধ্যমে ছবিটিকে ক্যামেরা বন্দি করছেন ৷ তন্ময় চক্রবর্তী তাঁর শিল্পকর্মের মাধ্যমে যুগকে পুনর্নির্মাণ করছেন । প্রণয় দাশগুপ্ত চলচ্চিত্রটি সম্পাদনা করবেন, সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করবেন ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি: প্রথমে কথা ছিল 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং ৷ তবে আজ 13 ফেব্রুয়ারি থেকেই 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'-এর শুটিং শুরু করে দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় । হাজির করলেন বিনোদিনীর নতুন পোস্টার । কতটা কঠিন ছিল বিনোদিনীকে সাজিয়ে তোলা? রামকমল তো বটেই জানালেন অন্যান্যরাও ।

পরিচালক বলেছেন, "বিনোদিনীর যুগকে ফিরিয়ে আনা ভীষণ কঠিন একটি কাজ ছিল । আমি শুচিস্মিতা দাশগুপ্ত, বীথিকা এবং মৌসুমীর কাছে তাঁদের গবেষণার জন্য কৃতজ্ঞ । যেহেতু বিনোদিনীর আসল ছবি সঠিকভাবে সংরক্ষিত নয় তাই তাঁর শাড়ির উপাদান থেকে শুরু করে গয়নার নকশা ঠিক কেমন ছিল তা বোঝা বেশ কষ্টকর ছিল। আমার টিম নকশা এবং ফ্যাব্রিক বের করতে প্রায় তিন সপ্তাহ কাজ করেছে । আমি তাঁদেরকেও কৃতজ্ঞতা জানাই ।"

প্রখ্যাত কস্টিউম ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত বলেছেন, "রামকমল যখন ছবিটির জন্য আমার কাছে এসেছিলেন, আমি খুব উত্তেজিত ছিলাম । বিনোদিনীদাসী একটি আইকনিক চরিত্র । তাঁকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে ভালো লাগবে । রুক্মিণীর 'চৈতন্য' লুকটি ভাইরাল হয়েছিল, এর অনন্য পদ্ধতির কারণে । আমাকে কাপড় এবং সেলাইয়ের প্যাটার্ন নিয়ে গবেষণা করতে হয়েছিল যা যুগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ । যেহেতু পরিচালক পুরো তালুতে উজ্জ্বলতা যোগ করতে চেয়েছিলেন, তাই আমাদের সেই দিকটি মাথায় রাখতে হয়েছিল । আমরা ঐতিহ্যবাহী বাংলার মসলিন বেনারসি ব্যবহার করেছি । এ ছাড়া সোনার অলঙ্কার তো রয়েছেই । রেড ওয়াইন ভেলভেট পাইপড ব্লাউজটি কস্টিউম ডিজাইনার দ্বারা কাস্টমাইজ করা হয়েছে । খুব অল্প সময়ের মধ্যে গোটা কাজটা করতে হয়েছে আমাদের । তবু সোর্সিং থেকে ফিটিং পর্যন্ত, আমরা কেবল রুক্মিণীকে বিনোদিনীর মতো দেখতে চেয়েছিলাম । বাকিটা দর্শক বলবেন ।" মেকআপ শিল্পী বিথিকা বেনিয়া বলেন, "যতবার আমি মেকআপ করছিলাম তা কার্যকর হচ্ছিল না । অবশেষে তৃতীয়বার সফল হয়েছি । আমরা লন্ডন থেকে একটি বিশেষ ফেস টোনার আনিয়েছি, যা আমাদের রুক্মিণীর মুখের উপরে যে আভাটা আমরা চেয়েছিলাম তা পেতে সাহায্য করেছে ।"

Binodini Ekti Natir Upakhyan
13 ফেব্রুয়ারি থেকেই বিনোদিনী একটি নটীর উপাখ্যানের শুটিং শুরু করে দিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়

হেয়ার স্টাইলিস্ট মৌসুমী ছেত্রী বিনোদিনীর লম্বা চুল প্রসঙ্গে বলেন, "আমাদের রুক্মিণীর জন্য লম্বা চুলের এক্সটেনশন দরকার ছিল । যেহেতু সে লম্বা, তাই আমাদের তিরুপতি মন্দির থেকে তার চুল আনাতে হয়েছিল । চার ফুট লম্বা এক্সটেনশনটি আসল চুল দিয়ে তৈরি করা হয়েছে, যা রুক্মিণীর চুলের টেক্সচারের সঙ্গে মেলে । আমরা জেল প্রয়োগ করেছি, কিন্তু তা কাজ করেনি । তারপরে আমরা নারকেল তেল দিয়ে চেষ্টা করেছি, তাও কাজ করেনি । অবশেষে, আমরা জল স্প্রে করে কাজ করতে হয়েছে ।"

রুক্মিণী মৈত্র বলেছেন, "বিনোদিনী লুক নিয়ে আসা বেশ কঠিন কাজ ছিল । তবে, আমার বিশ্বাস ছিল যে আমাদের দল এই কাজে সফল হবে । চার ঘণ্টা সময় লেগেছিল আমার লুক রেডি করতে । রামকমল জোর দিয়েছিলেন যে আমাকে পর্দায় উজ্জ্বল দেখাতে যেন শিমার ব্যবহার করা হয় । যেহেতু পিরিয়ড ড্রামা তাই অনেকদিকেই খেয়াল রাখতে হচ্ছে পরিচালককে ।"

আরও পড়ুন: শিবকে পরাজিত করে বিগ বস 16 চ্যাম্পিয়ন স্ট্যান

উল্লেখ্য, বিনোদিনী দাসীকে নিয়ে লিখতে বসলে তাঁর যে ছবি এক লহমায় আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিংবা ইন্টারনেট ঘাটলে যে ছবি আমরা দেখতে পাই সেই আদলেই বিনোদিনী দাসীকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন রামকমল মুখোপাধ্যায়ের টিম । শুটিংয়ের প্রথম দিনে রুক্মিণী বলেন, "রামকমল যখন অ্যাকশন বলছেন, আমি তখন এক সেকেন্ডের জন্য হলেও থমকে যাচ্ছি । বিনোদিনী দাসীর আশীর্বাদ ছাড়া এই কাজ সম্ভব না । এই ছবিতে রাঙা বাবুর চরিত্রে রাহুল বোস, গিরিশ চন্দ্র ঘোষের চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়, দাসু নিয়োগী চরিত্রে গৌতম হালদার, গুরমুখ রাইয়ের চরিত্রে মীর, গঙ্গা বাই চরিত্রে চন্দ্রেয়ী ঘোষ এবং কুমার বাহাদুর চরিত্রে ওম সাহানি অভিনয় করেছেন । সৌমিক হালদার তাঁর লেন্সের মাধ্যমে ছবিটিকে ক্যামেরা বন্দি করছেন ৷ তন্ময় চক্রবর্তী তাঁর শিল্পকর্মের মাধ্যমে যুগকে পুনর্নির্মাণ করছেন । প্রণয় দাশগুপ্ত চলচ্চিত্রটি সম্পাদনা করবেন, সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.