হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: এখনও হাউসফুল চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলীর তেলুগু ব্লকবাস্টার আরআরআর-এর (RRR Gets Houseful Re-release in US)৷ এক কথায় বিশ্ব বক্স অফিসে রাজত্ব করে চলেছে এই ফিল্ম ৷ মুক্তির 342 তম দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি 1647-আসনের ভেন্যুর সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে । ইনস্টাগ্রামে আরআরআর-এর অফিসিয়াল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, এই ফিল্ম দেখার জন্য অপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সিনেপ্রেমীরা (RRR in Los Angeles US)৷
ইনস্টাগ্রামে হাউসফুল হওয়ার খবর পোস্ট: ইনস্টাগ্রামে এই ছবির অফিসিয়াল হ্যান্ডেলে ফিল্মটির আপডেটগুলি শেয়ার করা হয়েছে ৷ যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তার ক্যাপশনে লেখা হয়েছে, আরআরআর ছবিটি মুক্তির 342তম দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি 1647-সিটের ভেন্যুর সব টিকিট বিক্রি হয়েছে ৷ দর্শকদের প্রবেশের জন্য দীর্ঘ লাইন নির্মাতাদের মন ছুঁয়ে গিয়েছে বলে জানানো হয়েছে সেই পোস্টে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আমেরিকায় ফের মুক্তি: এর আগে, অফিসিয়াল হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছিল যে, রাজামৌলীর ম্যাগনাম ওপাস আরআরআর আন্তর্জাতিকভাবে যে ভালোবাসা পেয়েছে তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে এই চলচ্চিত্রটি । রাইজ রোর রিভল্টের সংক্ষিপ্ত রূপ আরআরআর 95তম অ্যাকাডেমি পুরস্কারের আগে 3 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রেক্ষাগৃহে ফিরে আসছে ।
আরও পড়ুন: অস্কারের আসরে সরাসরি পরিবেশিত হবে নাতু নাতু
পোস্ট করলেন রাম চরণ: আরআরআর ফিল্মের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের পাশাপাশি রাম চরণ তাঁর একটি পোস্টে তাঁর অনুগামীদের সঙ্গে এই খবরটি ভাগ করে নিয়েছেন । রাম লিখেছেন, "3 মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রেক্ষাগৃহে ফিরে আসছে ৷ আবার আমাদের বড় পর্দায় প্রত্যক্ষ করুন ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সবার মনে আলোড়ন তুলেছে আরআরআর: আরআরআর হল কাল্পনিক স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমরন ভীমের একটি গল্প ৷ এই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে রাম চরণ এবং এনটিআর জুনিয়র । বলিউড সুপারস্টার অজয় দেবগণ এবং আলিয়া ভাটও এসএস রাজামৌলী পরিচালিত এই ছবিতে রয়েছেন ৷