নয়াদিল্লি, 12 ডিসেম্বর: এসএস রাজামৌলীর পিরিয়ড অ্যাকশন ফিল্ম 'আরআরআর' (RRR) গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৷ অ-ইংরেজি ভাষার বিভাগে সেরা ছবির জন্য মনোনীত হয়েছে আরআরআর (Golden Globe best picture non-English language)৷
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (HFPA) সোমবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার পেজে এ কথা ঘোষণা করেছে । প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার আরআরআর-এর পাশাপাশি এই বিভাগে মনোনীত হয়েছে কোরিয়ান রোমান্টিক রহস্য চলচ্চিত্র "ডিসিশন টু লিভ", জার্মান যুদ্ধবিরোধী ড্রামা "অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট", আর্জেন্টিনার হিস্টোরিক্যাল ড্রামা "আর্জেন্টিনা, 1985", এবং ফরাসি-ডাচ কামিং অফ এজ ড্রামা "ক্লোজ"। গোল্ডেন গ্লোবের তরফে টুইটে লেখা হয়েছে, "সেরা ছবির জন্য মনোনীতদের অভিনন্দন ৷"
আরও পড়ুন: কবে ওটিটিতে আসছে রাজামৌলির 'আরআরআর' ? সামনে এল দিনক্ষণ
আরআরআর হল একমাত্র ভারতীয় চলচ্চিত্র যেটি ভারত থেকে অন্যান্য এন্ট্রির মধ্যে চূড়ান্ত পাঁচে জায়গা করে নিয়েছে ৷ এই তালিকায় ছিল গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, কান্তারা এবং ছেলো শো (Chhello Show)৷ ছেলো শো হল অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি ৷
শুধু এই বিভাগেই নয়, গোল্ডেন গ্লোবের বেস্ট অরিজিনাল সং বিভাগে 'নাতু নাতু' গানটি মনোনীত হয়েছে ৷