ETV Bharat / entertainment

Oscar 2023: নাতু নাতু-কে অস্কার জিততেই হত, প্রতিক্রিয়া সঙ্গীত পরিচালক কীরাবাণীর - আরআরআর

অস্কারের (Oscar 2023) মঞ্চে অরিজিনাল সং ক্যাটাগরিতে অস্কার জিতেছে 'নাতু নাতু' ৷ সেই পুরস্কার নিতে উঠে নিজের আনন্দের বহিঃপ্রকাশ করলেন সুরকার এমএম কীরাবাণী

Oscar 2023 ETV BHARAT
Oscar 2023
author img

By

Published : Mar 13, 2023, 10:51 AM IST

কলকাতা, 13 মার্চ: এসএস রাজামৌলির আরআরআর (RRR) সিনেমার গান 'নাতু নাতু' অস্কারে সেরা মৌলিক গান অর্থাৎ অরিজিনাল সং ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ৷ পুরস্কার নিতে উঠে সোমবার আবেগে ভেসে গেলেন সুরকার এমএম কীরাবাণী (MM Keeravani on Winning Oscar for Naatu Naatu) ৷ মঞ্চে তিনি জানান, 2023 অস্কারের (Oscar 2023) এই পুরস্কার দেশের মানুষকে আনন্দ দেবে ৷ এই গানটিকে অস্কার জিততেই হত বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি জানান, অস্কার তাঁকে বিশ্বের সামনে শীর্ষে নিয়ে গিয়েছে ৷

মৌলিক গানের ক্যাটাগরিতে অস্কার জন্য আরআরআর সিনেমার নাতু নাতুর নাম ঘোষণা করা হয় ৷ এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাসের গানটি প্লেব্যাক গায়ক কালভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ এবং নৃত্যশিল্পীরা অস্কারের প্রথম রাতে মঞ্চস্থ করেছিলেন ৷ এদিন এমএম কীরাবাণী মঞ্চে বক্তব্য পেশের আগে কার্পেন্টারস টপ অফ দ্য ওয়ার্ল্ডের ইম্প্রোভাইজ রেন্ডেশন গেয়ে শোনান ৷ অস্কার জয়ের জন্য এভাবেই নিজের খুশির বহি:প্রকাশ করেন অস্কারজয়ী সুরকার ।

অস্কার 2023 এর মঞ্চে কিরাভানি তাঁর বক্তব্যে বলেন, "ধন্যবাদ অ্যাকাডেমি ৷ আমি কার্পেন্টারস গান শুনে বড় হয়েছি ৷ আর এখন আমি অস্কারের মঞ্চে ৷ এই একটাই প্রার্থনা সবসময় আমি করতাম ৷ তাই রাজামৌলি এবং আমার আরআরআর পরিবার সকলকে ধন্যবাদ ৷ আরআরআর সকল ভারতীয়র গর্ব ৷ আবারও ধন্যবাদ !" নাতু নাতুর গীতিকার চন্দ্রবোসকে সঙ্গে নিয়ে অস্কারের মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন কীরাবাণী ৷

আরও পড়ুন: অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

95 তম অস্কারের মঞ্চে নাতু নাতু গানটি ইতিহাস তৈরি করেছে ৷ প্রথমবার অস্কারের অরিজিনাল গানের ক্যাটাগরিতে ভারতকে পুরস্কার এনে দিয়েছে গানটি ৷ উল্লেখ্য, অস্কারের আগে নাতু নাতু গানটি গোল্ডেন গ্লোব এবং ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ৷ এই গানটি গেয়েছেন গায়ক কালভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের দারুণ নাচ এই গানকে প্রথম থেকেই বাড়তি জনপ্রিয়তা এনে দিয়েছিল ।

কলকাতা, 13 মার্চ: এসএস রাজামৌলির আরআরআর (RRR) সিনেমার গান 'নাতু নাতু' অস্কারে সেরা মৌলিক গান অর্থাৎ অরিজিনাল সং ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ৷ পুরস্কার নিতে উঠে সোমবার আবেগে ভেসে গেলেন সুরকার এমএম কীরাবাণী (MM Keeravani on Winning Oscar for Naatu Naatu) ৷ মঞ্চে তিনি জানান, 2023 অস্কারের (Oscar 2023) এই পুরস্কার দেশের মানুষকে আনন্দ দেবে ৷ এই গানটিকে অস্কার জিততেই হত বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি জানান, অস্কার তাঁকে বিশ্বের সামনে শীর্ষে নিয়ে গিয়েছে ৷

মৌলিক গানের ক্যাটাগরিতে অস্কার জন্য আরআরআর সিনেমার নাতু নাতুর নাম ঘোষণা করা হয় ৷ এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাসের গানটি প্লেব্যাক গায়ক কালভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ এবং নৃত্যশিল্পীরা অস্কারের প্রথম রাতে মঞ্চস্থ করেছিলেন ৷ এদিন এমএম কীরাবাণী মঞ্চে বক্তব্য পেশের আগে কার্পেন্টারস টপ অফ দ্য ওয়ার্ল্ডের ইম্প্রোভাইজ রেন্ডেশন গেয়ে শোনান ৷ অস্কার জয়ের জন্য এভাবেই নিজের খুশির বহি:প্রকাশ করেন অস্কারজয়ী সুরকার ।

অস্কার 2023 এর মঞ্চে কিরাভানি তাঁর বক্তব্যে বলেন, "ধন্যবাদ অ্যাকাডেমি ৷ আমি কার্পেন্টারস গান শুনে বড় হয়েছি ৷ আর এখন আমি অস্কারের মঞ্চে ৷ এই একটাই প্রার্থনা সবসময় আমি করতাম ৷ তাই রাজামৌলি এবং আমার আরআরআর পরিবার সকলকে ধন্যবাদ ৷ আরআরআর সকল ভারতীয়র গর্ব ৷ আবারও ধন্যবাদ !" নাতু নাতুর গীতিকার চন্দ্রবোসকে সঙ্গে নিয়ে অস্কারের মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন কীরাবাণী ৷

আরও পড়ুন: অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

95 তম অস্কারের মঞ্চে নাতু নাতু গানটি ইতিহাস তৈরি করেছে ৷ প্রথমবার অস্কারের অরিজিনাল গানের ক্যাটাগরিতে ভারতকে পুরস্কার এনে দিয়েছে গানটি ৷ উল্লেখ্য, অস্কারের আগে নাতু নাতু গানটি গোল্ডেন গ্লোব এবং ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ৷ এই গানটি গেয়েছেন গায়ক কালভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের দারুণ নাচ এই গানকে প্রথম থেকেই বাড়তি জনপ্রিয়তা এনে দিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.