ETV Bharat / entertainment

Rohit Shares BTS Video: 'দেখুন কীভাবে গাড়ি পাল্টি খাওয়াতে হয়', শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করে লিখলেন রোহিত - Rohit Shetty Web Series Indian Police Force

তাঁর আসন্ন সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর শুটিংয়ের ঝলক শেয়ার করলেন রোহিত শেট্টি ৷ আইকনিক গাড়ি পাল্টি খাওয়ার দৃশ্য় দেখে মুগ্ধ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও (Rohit Shetty Web Series Indian Police Force) ৷

Rohit Shares BTS Video
তাঁর আসন্ন সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সএর শুটিংয়ের ঝলক শেয়ার করলেন রোহিত শেট্টি
author img

By

Published : Feb 2, 2023, 3:38 PM IST

Updated : Feb 2, 2023, 4:03 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: রোহিত শেট্টি এখন বেশ চর্চায় রয়েছেন তাঁর ওটিটি ডেবিউ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' নিয়ে ৷ বুধবার তাঁর এই সিরিজের বেশকিছু বিটিএস ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ আর এই ভিডিয়োতে রোহিতের সিগনেচার শটের ঝলক সামনে এসেছে ৷ সাধারণত রোহিত বিখ্য়াত তাঁর অগ্নিকাণ্ড এবং গাড়ি ধ্বংসের সিক্যুয়েন্সগুলির জন্য ৷ বুধবারও সামনে এসেছে এমনই একটি দৃশ্য় ৷ যেখানে একটি গাড়িকে বেশ কয়েকবার পাল্টি খেয়ে ভেঙে চুড়মার হতে দেখানো হয়েছে ৷

রোহিত ক্যাপশনে লিখেছেন, "পুরোনো কারবারে আবার ফিরেছি ৷ সামনের দু'টো বছর সবকিছু ভেঙে দেব ৷ দেখুন কীভাবে একটা চলন্ত গাড়িকে পাল্টি খাওয়াতে হয় ৷ কোনও ভিস্যুয়াল এফেক্ট নেই ৷ সবটাই একদম সত্যি (Rohit Shetty Web Series Indian Police Force)৷ " এই পোস্টের নীচে সিরিজের অন্যতম অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও মন্তব্য করেছেন তিনি লিখেছেন, "রোহিত স্যার এবং তাঁর টিম বরাবরের মতোই দুধর্ষ (Sidharth Malhotra on Rohit Shetty)৷"

ওটিটি প্লার্টফর্ম অ্যামাজন প্রাইমে আসতে চলেছে রোহিতের এই নতুন শো 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ৷ পুলিশ ফোর্স নিয়ে এই প্রথমবার রোহিত গল্প ফেঁদেছেন তা কিন্তু নয় ৷ 'সিংহম', 'সিম্বা', 'সূর্যবংশী'-র মতো ছবিগুলিতে তিনি সৎ কঠোর পুলিশ অফিসারদের কাহিনি বহুবার তুলে এনেছেন ৷ আর এই ধরনের গল্পগুলি মানুষ ঠিক কতখানি পছন্দ করেছেন তা আর না বললেও চলে ৷ সম্প্রতি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে তাঁর এই প্রজেক্টের শ্যুটিং চলাকালীন এই গাড়িরই একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে ডান হাতে আঘাত পান পরিচালক ৷ তবে হাতে ব্যান্ডেজ নিয়ে 12 ঘণ্টার মধ্য়েই আবারও সেটে ফেরেন তিনি ৷ পরে এই চোট পাওয়া হাতে তিনি কীভাবে শুটিং চালিয়েছেন, তার একটি ঝলকও শেয়ার করেন পরিচালক ৷

Rohit Shares BTS Video
আইকনিক গাড়ি পাল্টি খাওয়ার দৃশ্য় দেখে মুগ্ধ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও

আরও পড়ুন: 'ডান্স বাংলা ডান্স' এর সেটে ঝলমলে লুক, ক্যামেরায় ধরা দিলেন শ্রাবন্তী

প্রসঙ্গত এই সিরিজের হাত ধরেই ওটিটি প্লার্টফর্মে পা রাখছেন কপ ইউনিভার্সের স্রষ্টা রোহিত শেট্টি ৷ এর আগে জানুয়ারিতে সিদ্ধার্থ জানিয়েছিলেন তাঁর শ্যুটিং শেষ হয়েছে ৷ আর সকলকে এই কাজের জন্য় ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ এই সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়ও ৷

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: রোহিত শেট্টি এখন বেশ চর্চায় রয়েছেন তাঁর ওটিটি ডেবিউ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' নিয়ে ৷ বুধবার তাঁর এই সিরিজের বেশকিছু বিটিএস ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ আর এই ভিডিয়োতে রোহিতের সিগনেচার শটের ঝলক সামনে এসেছে ৷ সাধারণত রোহিত বিখ্য়াত তাঁর অগ্নিকাণ্ড এবং গাড়ি ধ্বংসের সিক্যুয়েন্সগুলির জন্য ৷ বুধবারও সামনে এসেছে এমনই একটি দৃশ্য় ৷ যেখানে একটি গাড়িকে বেশ কয়েকবার পাল্টি খেয়ে ভেঙে চুড়মার হতে দেখানো হয়েছে ৷

রোহিত ক্যাপশনে লিখেছেন, "পুরোনো কারবারে আবার ফিরেছি ৷ সামনের দু'টো বছর সবকিছু ভেঙে দেব ৷ দেখুন কীভাবে একটা চলন্ত গাড়িকে পাল্টি খাওয়াতে হয় ৷ কোনও ভিস্যুয়াল এফেক্ট নেই ৷ সবটাই একদম সত্যি (Rohit Shetty Web Series Indian Police Force)৷ " এই পোস্টের নীচে সিরিজের অন্যতম অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও মন্তব্য করেছেন তিনি লিখেছেন, "রোহিত স্যার এবং তাঁর টিম বরাবরের মতোই দুধর্ষ (Sidharth Malhotra on Rohit Shetty)৷"

ওটিটি প্লার্টফর্ম অ্যামাজন প্রাইমে আসতে চলেছে রোহিতের এই নতুন শো 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ৷ পুলিশ ফোর্স নিয়ে এই প্রথমবার রোহিত গল্প ফেঁদেছেন তা কিন্তু নয় ৷ 'সিংহম', 'সিম্বা', 'সূর্যবংশী'-র মতো ছবিগুলিতে তিনি সৎ কঠোর পুলিশ অফিসারদের কাহিনি বহুবার তুলে এনেছেন ৷ আর এই ধরনের গল্পগুলি মানুষ ঠিক কতখানি পছন্দ করেছেন তা আর না বললেও চলে ৷ সম্প্রতি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে তাঁর এই প্রজেক্টের শ্যুটিং চলাকালীন এই গাড়িরই একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে ডান হাতে আঘাত পান পরিচালক ৷ তবে হাতে ব্যান্ডেজ নিয়ে 12 ঘণ্টার মধ্য়েই আবারও সেটে ফেরেন তিনি ৷ পরে এই চোট পাওয়া হাতে তিনি কীভাবে শুটিং চালিয়েছেন, তার একটি ঝলকও শেয়ার করেন পরিচালক ৷

Rohit Shares BTS Video
আইকনিক গাড়ি পাল্টি খাওয়ার দৃশ্য় দেখে মুগ্ধ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও

আরও পড়ুন: 'ডান্স বাংলা ডান্স' এর সেটে ঝলমলে লুক, ক্যামেরায় ধরা দিলেন শ্রাবন্তী

প্রসঙ্গত এই সিরিজের হাত ধরেই ওটিটি প্লার্টফর্মে পা রাখছেন কপ ইউনিভার্সের স্রষ্টা রোহিত শেট্টি ৷ এর আগে জানুয়ারিতে সিদ্ধার্থ জানিয়েছিলেন তাঁর শ্যুটিং শেষ হয়েছে ৷ আর সকলকে এই কাজের জন্য় ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ এই সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়ও ৷

Last Updated : Feb 2, 2023, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.