ETV Bharat / entertainment

Rohit Shetty New series: জানুয়ারিতেই আসছে রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজ, প্রকাশ্যে পোস্টার

জানুয়ারিতে অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রোহিত শেট্টির বহু প্রতিক্ষীত সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ৷ শনিবার সোশাল মিডিয়ায় সিরিজের পোস্টার প্রকাশ করা হয়েছে ৷

Etv Bharat
জানুয়ারিতেই আসছে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 6:34 PM IST

মুম্বই, 21 অক্টোবর: দেশ ও সমাজ রক্ষায় সদা সতর্ক পুলিশ বাহিনী ৷ তাঁদের কঠিন লড়াই ও জীবনী এবার সিলভার স্ক্রিনে ৷ নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি ৷ 2024-এর 19 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ আকারে আসবে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ৷ শনিবার সোশাল মিডিয়ায় সিরিজের পোস্টার প্রকাশ করা হয়েছে ৷

সুশান্ত প্রকাশের সঙ্গে সিরিজ পরিচালনার দায়িত্ব সামলেছেন রোহিত ৷ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন-এ সাতটি পার্টে আসবে এই সিরিজ ৷ অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই সিরিজ নিয়ে দর্শক মহলে উত্তেজনা ছিল প্রথম থেকেই ৷ সিরিজের কিছু প্রোমো ও ক্যামেরার পিছনের দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকে সেই আগ্রহ অনুরাগীদের মধ্যে আরও বেশি করে তৈরি হয় ৷ পুলিশের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়, শ্বেতা তিওয়ারি, নিকিতিন ধীর, রীতুরাজ সিং ও ললিত পরিমোকে ৷

পরিচালক রোহিত জানিয়েছেন, 2011 সালে কপ ইউনিভার্স-এর জার্নি শুরু হয়েছিল ৷ সেই বছর সিংঘম মুক্তি পায় ৷ এরপর 2014 সালে সিম্বা মুক্তি পায় ৷ 2021 সালে প্রেক্ষাগৃহে আসে সূর্যবংশী ৷ এই সিনেমাগুলি বানাতে গিয়েই অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়ান পুলিশ ফোর্স বানিয়েছে তিনি ৷ তিনি বলেন, "আমি আমার কাস্ট এবং কলাকুশলীদের জন্য খুব গর্বিত অনুভব করছি, যাঁরা এই অ্যাকশন সিরিজটি বানানোর জন্য কঠোর পরিশ্রম করেছে ৷ এই কাজের মধ্য দিয়ে আমাদের ভারতীয় পুলিশ অফিসারদের বীরত্ব, ত্যাগ এবং সাহসের কথা জানাতে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ ৷ আমি প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছি ৷ প্রাইম ভিডিয়োর সঙ্গে সহযোগিতায় বিশ্বব্যাপী দর্শকদের বিনোদন দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছি আমরা ৷"

আরও পড়ুন: ফ্রাইডে পার্টিতে হট অবতারে দীপিকা-শাহরুখ, ভাইরাল ভিডিয়ো

ভারতের প্রাইম ভিডিয়োর প্রধান অপর্ণা পুরোহিত বলেছেন নিঃস্বার্থভাবে বীর পুলিশ অফিসার কাজ করে চলেছেন ৷ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিশেষ এই ভাবনা ৷ তিনি বলেন, "এই সিরিজে দর্শক চোর-পুলিশ বা লুকোচুরি খেলার সাক্ষী থাকবেন ৷ প্রতিটি দৃশ্যে থাকবে টুইস্ট ৷ ভিজ্যুয়াল ট্রিট দর্শকদের আরও আনন্দ দেবে ৷ আর অ্যাকশন ছবির ক্ষেত্রো পরিচালক রোহিত শেট্টি একজন মাস্টার ৷"

মুম্বই, 21 অক্টোবর: দেশ ও সমাজ রক্ষায় সদা সতর্ক পুলিশ বাহিনী ৷ তাঁদের কঠিন লড়াই ও জীবনী এবার সিলভার স্ক্রিনে ৷ নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি ৷ 2024-এর 19 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ আকারে আসবে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ৷ শনিবার সোশাল মিডিয়ায় সিরিজের পোস্টার প্রকাশ করা হয়েছে ৷

সুশান্ত প্রকাশের সঙ্গে সিরিজ পরিচালনার দায়িত্ব সামলেছেন রোহিত ৷ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন-এ সাতটি পার্টে আসবে এই সিরিজ ৷ অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর এই সিরিজ নিয়ে দর্শক মহলে উত্তেজনা ছিল প্রথম থেকেই ৷ সিরিজের কিছু প্রোমো ও ক্যামেরার পিছনের দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকে সেই আগ্রহ অনুরাগীদের মধ্যে আরও বেশি করে তৈরি হয় ৷ পুলিশের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়, শ্বেতা তিওয়ারি, নিকিতিন ধীর, রীতুরাজ সিং ও ললিত পরিমোকে ৷

পরিচালক রোহিত জানিয়েছেন, 2011 সালে কপ ইউনিভার্স-এর জার্নি শুরু হয়েছিল ৷ সেই বছর সিংঘম মুক্তি পায় ৷ এরপর 2014 সালে সিম্বা মুক্তি পায় ৷ 2021 সালে প্রেক্ষাগৃহে আসে সূর্যবংশী ৷ এই সিনেমাগুলি বানাতে গিয়েই অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়ান পুলিশ ফোর্স বানিয়েছে তিনি ৷ তিনি বলেন, "আমি আমার কাস্ট এবং কলাকুশলীদের জন্য খুব গর্বিত অনুভব করছি, যাঁরা এই অ্যাকশন সিরিজটি বানানোর জন্য কঠোর পরিশ্রম করেছে ৷ এই কাজের মধ্য দিয়ে আমাদের ভারতীয় পুলিশ অফিসারদের বীরত্ব, ত্যাগ এবং সাহসের কথা জানাতে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ ৷ আমি প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছি ৷ প্রাইম ভিডিয়োর সঙ্গে সহযোগিতায় বিশ্বব্যাপী দর্শকদের বিনোদন দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছি আমরা ৷"

আরও পড়ুন: ফ্রাইডে পার্টিতে হট অবতারে দীপিকা-শাহরুখ, ভাইরাল ভিডিয়ো

ভারতের প্রাইম ভিডিয়োর প্রধান অপর্ণা পুরোহিত বলেছেন নিঃস্বার্থভাবে বীর পুলিশ অফিসার কাজ করে চলেছেন ৷ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিশেষ এই ভাবনা ৷ তিনি বলেন, "এই সিরিজে দর্শক চোর-পুলিশ বা লুকোচুরি খেলার সাক্ষী থাকবেন ৷ প্রতিটি দৃশ্যে থাকবে টুইস্ট ৷ ভিজ্যুয়াল ট্রিট দর্শকদের আরও আনন্দ দেবে ৷ আর অ্যাকশন ছবির ক্ষেত্রো পরিচালক রোহিত শেট্টি একজন মাস্টার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.