ETV Bharat / entertainment

Ranveer Singh New Film Cirkus : উত্তম কুমারের জুতোয় পা-গলাবেন রণবীর, কবে আসছে সেই ছবি ? - Ranveer Singh New Film Cirkus

অভিনেতা রণবীর সিংয়ের নতুন ছবি 'সার্কাস' পর্দায় আসতে চলেছে 23 ডিসেম্বর (Cirkus Release Date)৷ এই নিয়ে তৃতীয়বার পরিচালক রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর ৷

Ranveer Singh New Film Cirkus
মহানায়ক উত্তম কুমারের জুতোয় পা গলাবেন রণবীর, কবে আসছে সেই ছবি ?
author img

By

Published : May 10, 2022, 2:22 PM IST

মুম্বই, 10 মে : '83' ছবির দুরন্ত সাফল্যের অভিনেতা রণবীর সিং এখন অপেক্ষা করছেন তাঁর আসন্ন ছবি 'জয়েশভাই জোরদার'-এর মুক্তির জন্য় ৷ ইতিমধ্যেই সামনে এসেছে সেই ছবির ট্রেলার ৷ আর এরই মাঝে রণবীরের আরেকটি আসন্ন ছবির দিনক্ষণ পাকা হয়ে গেল ৷ 'সিম্বা' এবং 'সূর্যবংশী' ছবির পর ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর ৷ জানা গিয়েছে আসন্ন এই ছবি 'সার্কাস' তৈরি হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের অসামান্য নাটক 'কমেডি অব এররস'-এর ওপর ভিত্তি করে ৷

এর আগেই বাংলায় এই নাটকটি নিয়ে ছবি তৈরি হয়েছে ৷ 'ভ্রান্তিবিলাস' নামে প্রকাশ পেয়েছিল সেই ছবি ৷ সেবার পর্দায় যমজ ভাইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ এবার সেই চটিতেই পা-গলাতে চলেছেন রণবীর সিং ৷ রণবীরের পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজও ৷

গল্পের কাহিনি মূলত আবর্তিত হয় দু'ই যমজ ভাইকে কেন্দ্র করে যাঁরা একটি দূর্ঘটনায় আলাদা হয়ে যান ৷ এই কমিডি ছবি পর্দায় আসতে চলেছে 23 ডিসেম্বর (Cirkus Release Date)৷ নির্মাতাদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সার্কাস একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক গল্প । সব জায়গায় সিনেমা হলে ছবিটি উদযাপন করার জন্য বড়দিনের ছুটির চেয়ে ভাল সময় আর নেই ৷"

রোহিত যিনি এই ছবির প্রযোজকও বটে তিনি লেখেন, "আমাদের দর্শকদের সিনেমায় ফিরিয়ে আনার সময় এসেছে...আবারও! 16 বছর আগে মুক্তি পেয়েছিল 'গোলমাল' এবং আপনারা সবাই আমাকে যে ভালবাসা দিয়েছিলেন তা আমাকে আজ আমি যা করছি তার জন্য় তৈরি করেছে! সার্কাস আপনার এবং আপনার পরিবারের জন্য একটি ক্রিসমাস উপহার! কিঁউকি ইস সার্কাস মে বহোত সারা গোলমাল হ্যায় ৷"

Ranveer Singh New Film Cirkus
পর্দায় যমজ ভাইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ এবার সেই চটিতেই পা গলাতে চলেছেন রণবীর সিং

আরও পড়ুন : থামল শিব-হরি জুটির সুরসাধনা, প্রয়াত কিংবদন্তি ‘সন্তুর’ বাদক শিবকুমার

সার্কাস উপস্থাপনার দায়িত্ব রয়েছে ভূষণ কুমারের টি সিরিজের ওপর ৷ ছবিতে আরও রয়েছেন সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র এবং ব্রজেশ হিরজির মত অভিনেতারা ৷

মুম্বই, 10 মে : '83' ছবির দুরন্ত সাফল্যের অভিনেতা রণবীর সিং এখন অপেক্ষা করছেন তাঁর আসন্ন ছবি 'জয়েশভাই জোরদার'-এর মুক্তির জন্য় ৷ ইতিমধ্যেই সামনে এসেছে সেই ছবির ট্রেলার ৷ আর এরই মাঝে রণবীরের আরেকটি আসন্ন ছবির দিনক্ষণ পাকা হয়ে গেল ৷ 'সিম্বা' এবং 'সূর্যবংশী' ছবির পর ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর ৷ জানা গিয়েছে আসন্ন এই ছবি 'সার্কাস' তৈরি হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের অসামান্য নাটক 'কমেডি অব এররস'-এর ওপর ভিত্তি করে ৷

এর আগেই বাংলায় এই নাটকটি নিয়ে ছবি তৈরি হয়েছে ৷ 'ভ্রান্তিবিলাস' নামে প্রকাশ পেয়েছিল সেই ছবি ৷ সেবার পর্দায় যমজ ভাইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ এবার সেই চটিতেই পা-গলাতে চলেছেন রণবীর সিং ৷ রণবীরের পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজও ৷

গল্পের কাহিনি মূলত আবর্তিত হয় দু'ই যমজ ভাইকে কেন্দ্র করে যাঁরা একটি দূর্ঘটনায় আলাদা হয়ে যান ৷ এই কমিডি ছবি পর্দায় আসতে চলেছে 23 ডিসেম্বর (Cirkus Release Date)৷ নির্মাতাদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সার্কাস একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক গল্প । সব জায়গায় সিনেমা হলে ছবিটি উদযাপন করার জন্য বড়দিনের ছুটির চেয়ে ভাল সময় আর নেই ৷"

রোহিত যিনি এই ছবির প্রযোজকও বটে তিনি লেখেন, "আমাদের দর্শকদের সিনেমায় ফিরিয়ে আনার সময় এসেছে...আবারও! 16 বছর আগে মুক্তি পেয়েছিল 'গোলমাল' এবং আপনারা সবাই আমাকে যে ভালবাসা দিয়েছিলেন তা আমাকে আজ আমি যা করছি তার জন্য় তৈরি করেছে! সার্কাস আপনার এবং আপনার পরিবারের জন্য একটি ক্রিসমাস উপহার! কিঁউকি ইস সার্কাস মে বহোত সারা গোলমাল হ্যায় ৷"

Ranveer Singh New Film Cirkus
পর্দায় যমজ ভাইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ এবার সেই চটিতেই পা গলাতে চলেছেন রণবীর সিং

আরও পড়ুন : থামল শিব-হরি জুটির সুরসাধনা, প্রয়াত কিংবদন্তি ‘সন্তুর’ বাদক শিবকুমার

সার্কাস উপস্থাপনার দায়িত্ব রয়েছে ভূষণ কুমারের টি সিরিজের ওপর ৷ ছবিতে আরও রয়েছেন সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র এবং ব্রজেশ হিরজির মত অভিনেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.