ETV Bharat / entertainment

Rohaan Bhattacharjee New Film: শ্রুতির সঙ্গে এবার বলিউডে পা রাখছেন রোহন ভট্টাচার্য - Rohaan Bhattacharjee First Hindi Film

হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন 'হোস্টেল ডে'জ খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য ৷ ছবির নাম 'শূন্যক' (Rohaan Bhattacharjee First Hindi Film) ৷

Etv Bharat
হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন 'হোস্টেল ডে'জ' খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য
author img

By

Published : Feb 24, 2023, 2:58 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: 'অপরাজিতা অপু'র পর আর বাংলা ধারাবাহিকে দেখাই দিলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য । এরপর অবশ্য 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে ভাসান বাপি হিসেবে তাঁকে পেয়ে খুশি হয়েছিল দর্শক । আবার সম্প্রতি ওয়েবেও পা রেখেছেন রোহন । হইচইতে 'হোস্টেল ডে'জ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন । সেখানে কমেডি চরিত্রে অভিনয় করেন রোহন । ভাসান বাপিতেও তাঁর কমেডি ইমেজ তাক লাগিয়েছে দর্শককে । এবার হিন্দি ছবিতেও অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি (Rohaan Bhattacharjee First Hindi Film)৷

ছবির নাম ‘শূন্যক’। এই ছবির পরিচালনার দায়িত্বে সম্রাট দাস ও অভিজিৎ ভট্টাচার্য । উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে তাঁদের সবাই রানা ও শ্যাম নামেই চেনে । কালীঘাটে পুজো দিয়ে নতুন ছবির যাত্রা শুরু করলেন রোহন । রোহন আগেই জানিয়েছিলেন, তাঁর সৌভাগ্য যে তিনি বারবার নিজেকে নানা ধরনের চরিত্রে ভাঙার সুযোগ পাচ্ছেন ৷ টেলিভিশনে তিনি ছিলেন বেশ জনপ্রিয় মুখ, আবার ওয়েবেও ধীরে ধীরে পরিচিতি গড়ে উঠেছে অভিনেতার ৷
'শূন্যক' ছবিতে রোহনের সঙ্গে জুটি বাঁধছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'X=প্রেম’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস । বলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে । তাও আবার এক বাঙালি জুটিকে । 28 ফেব্রুয়ারি ‘বাঘাযতীন’-এর শ্যুটিংয়ের জন্য ওড়িশা যাচ্ছেন রোহন । এই শ্যুটিং শেষ করেই এই হিন্দি ছবির কাজে মন দেবেন রোহন । জানা গিয়েছে থ্রিলারধর্মী এই ছবির কাজ হবে মুম্বই এবং সিকিমে ।

আরও পড়ুন: নায়ককে হাতে ধরে অটো চালানো শেখাচ্ছে নায়িকা, 'টুম্পা অটোওয়ালি'তে নয়া চমক

রোহনের হাতে এখন বেশ কতকগুলি কাজ রয়েছে ৷ একদিকে যেমন দেবের প্রযোজনা সংস্থার তরফে আসছে 'বাঘাযতীন' এবং সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ তেমনই আবার ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক 'দীপু'তে অভিনয় করবেন রোহন । এসবের পাশাপাশিই জানা গেল হিন্দি ছবিতে ডেবিউ করছেন তিনি ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: 'অপরাজিতা অপু'র পর আর বাংলা ধারাবাহিকে দেখাই দিলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য । এরপর অবশ্য 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে ভাসান বাপি হিসেবে তাঁকে পেয়ে খুশি হয়েছিল দর্শক । আবার সম্প্রতি ওয়েবেও পা রেখেছেন রোহন । হইচইতে 'হোস্টেল ডে'জ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন । সেখানে কমেডি চরিত্রে অভিনয় করেন রোহন । ভাসান বাপিতেও তাঁর কমেডি ইমেজ তাক লাগিয়েছে দর্শককে । এবার হিন্দি ছবিতেও অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি (Rohaan Bhattacharjee First Hindi Film)৷

ছবির নাম ‘শূন্যক’। এই ছবির পরিচালনার দায়িত্বে সম্রাট দাস ও অভিজিৎ ভট্টাচার্য । উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে তাঁদের সবাই রানা ও শ্যাম নামেই চেনে । কালীঘাটে পুজো দিয়ে নতুন ছবির যাত্রা শুরু করলেন রোহন । রোহন আগেই জানিয়েছিলেন, তাঁর সৌভাগ্য যে তিনি বারবার নিজেকে নানা ধরনের চরিত্রে ভাঙার সুযোগ পাচ্ছেন ৷ টেলিভিশনে তিনি ছিলেন বেশ জনপ্রিয় মুখ, আবার ওয়েবেও ধীরে ধীরে পরিচিতি গড়ে উঠেছে অভিনেতার ৷
'শূন্যক' ছবিতে রোহনের সঙ্গে জুটি বাঁধছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'X=প্রেম’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস । বলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে । তাও আবার এক বাঙালি জুটিকে । 28 ফেব্রুয়ারি ‘বাঘাযতীন’-এর শ্যুটিংয়ের জন্য ওড়িশা যাচ্ছেন রোহন । এই শ্যুটিং শেষ করেই এই হিন্দি ছবির কাজে মন দেবেন রোহন । জানা গিয়েছে থ্রিলারধর্মী এই ছবির কাজ হবে মুম্বই এবং সিকিমে ।

আরও পড়ুন: নায়ককে হাতে ধরে অটো চালানো শেখাচ্ছে নায়িকা, 'টুম্পা অটোওয়ালি'তে নয়া চমক

রোহনের হাতে এখন বেশ কতকগুলি কাজ রয়েছে ৷ একদিকে যেমন দেবের প্রযোজনা সংস্থার তরফে আসছে 'বাঘাযতীন' এবং সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ তেমনই আবার ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক 'দীপু'তে অভিনয় করবেন রোহন । এসবের পাশাপাশিই জানা গেল হিন্দি ছবিতে ডেবিউ করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.