ETV Bharat / entertainment

RRKPK Trailer: আলিয়ার মুখে 'খেলা হবে', মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র ট্রেলার - RRKPK Trailer

মঙ্গলবার মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবির ট্রেলার ৷ প্রেমের মার প্যাঁচে গল্প জমালেন আলিয়া-রণবীর ৷

RRKPK Trailer
হাজির হল রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির ট্রেলার
author img

By

Published : Jul 4, 2023, 12:57 PM IST

হায়দরাবাদ, 4 জুলাই: বেশ কয়েক বছর বিরতির পর আবার পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহর ৷ 'মাই নেম ইজ খান', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' খ্যাত পরিচালক এবার পর্দায় ফিরছেন 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবির হাত ধরে ৷ এবার বক্স অফিসের দৌড়ে তাঁর ঘোড়া রণবীর সিং এবং আলিয়া ভাট ৷ মঙ্গলবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

টিজারেই বোঝা গিয়েছিল ছবির সবচেয়ে বড় ইউএসপি হল রণবীর-আলিয়ার রোম্যান্স ৷ ট্রেলারেও ধরা পড়েছে সেই কাহিনি ৷ রকি-রান্ধাওয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রানির ৷ একটি পরিবার বাঙালি। অন্যটি পঞ্জাবি ৷ তারা দু'জনে ঠিক করে একে অপরের পরিবারে তিন মাস থাকবে ৷ যদি তাদের মধ্য়ে ভালো সম্পর্ক তৈরি তাহলেই বিয়ে হবে ৷ বাঙালি পরিবারে আসে রকি ৷ সে রবি ঠাকুরকে চেনে না । তার পড়াশোনাও খুব ভালো নয় ৷ আলিয়ার পরিবার এই পাত্রকে নিয়ে মোটে খুশি নয় ৷ অন্যদিকে, রণবীরের পরিবারেও রয়েছে দ্বন্দ্ব ৷ তাঁদের এই প্রেম কাহিনি কোন দিকে মোড় নেবে এবার সেটাই এখন দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এমনকী আলিয়ার কণ্ঠে এদিন শোনা গেল 'খেলা হবে' স্লোগানও ৷ বাঙালিদের কাছে টানতে করণ এখানে চেষ্টার যে কোনও কসুর করবেন না তা এর থেকেই বোঝাই যায় । অন্যদিকে, টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ও বেশ ভালো সামলেছেন ছবির শর্ত ৷ ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির বহু পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: 'ব্যবসা করি, অভিনয়ের সময় নেই', দাবি রচনার

ছবির চিত্রনাট্য এবং গল্প লিখেছেন শাঙ্ক খৈতান, ঈশিতা মৈত্র এবং সুমিত রায় ৷ আগামী 28 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ করণের এই ছবি এখন বক্স অফিসে কতটা মন জয় করতে পারে দর্শকের সেটাই দেখার ৷ তবে প্রেম, ঈর্ষা, হাসি মিলিয়ে একটি জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷

হায়দরাবাদ, 4 জুলাই: বেশ কয়েক বছর বিরতির পর আবার পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহর ৷ 'মাই নেম ইজ খান', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' খ্যাত পরিচালক এবার পর্দায় ফিরছেন 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবির হাত ধরে ৷ এবার বক্স অফিসের দৌড়ে তাঁর ঘোড়া রণবীর সিং এবং আলিয়া ভাট ৷ মঙ্গলবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷

টিজারেই বোঝা গিয়েছিল ছবির সবচেয়ে বড় ইউএসপি হল রণবীর-আলিয়ার রোম্যান্স ৷ ট্রেলারেও ধরা পড়েছে সেই কাহিনি ৷ রকি-রান্ধাওয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রানির ৷ একটি পরিবার বাঙালি। অন্যটি পঞ্জাবি ৷ তারা দু'জনে ঠিক করে একে অপরের পরিবারে তিন মাস থাকবে ৷ যদি তাদের মধ্য়ে ভালো সম্পর্ক তৈরি তাহলেই বিয়ে হবে ৷ বাঙালি পরিবারে আসে রকি ৷ সে রবি ঠাকুরকে চেনে না । তার পড়াশোনাও খুব ভালো নয় ৷ আলিয়ার পরিবার এই পাত্রকে নিয়ে মোটে খুশি নয় ৷ অন্যদিকে, রণবীরের পরিবারেও রয়েছে দ্বন্দ্ব ৷ তাঁদের এই প্রেম কাহিনি কোন দিকে মোড় নেবে এবার সেটাই এখন দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এমনকী আলিয়ার কণ্ঠে এদিন শোনা গেল 'খেলা হবে' স্লোগানও ৷ বাঙালিদের কাছে টানতে করণ এখানে চেষ্টার যে কোনও কসুর করবেন না তা এর থেকেই বোঝাই যায় । অন্যদিকে, টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ও বেশ ভালো সামলেছেন ছবির শর্ত ৷ ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির বহু পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: 'ব্যবসা করি, অভিনয়ের সময় নেই', দাবি রচনার

ছবির চিত্রনাট্য এবং গল্প লিখেছেন শাঙ্ক খৈতান, ঈশিতা মৈত্র এবং সুমিত রায় ৷ আগামী 28 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ করণের এই ছবি এখন বক্স অফিসে কতটা মন জয় করতে পারে দর্শকের সেটাই দেখার ৷ তবে প্রেম, ঈর্ষা, হাসি মিলিয়ে একটি জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.