কলকাতা, 4 ফেব্রুয়ারি: চার দেওয়ালের বাঁধা কোনও পরিসরই শিল্পের একমাত্র ঠিকানা নয় । তার নান্দনিক প্রকাশ লক্ষ্য করা যায় আমাদের দৈনন্দিন জীবনের মধ্য়েই । জীবনের খুঁটিনাটিতেই মিশে থাকে শিল্প-সম্ভাবনা । ঠিক এই ভাবনা থেকেই শিল্পকে উন্মুক্ত পরিসরে মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে-মিশিয়ে দেখার উদ্যোগ নিয়েছেন শহর কলকাতার শিল্পীরা । আর তাঁদের সেই আয়োজনের ফলশ্রুতিই 'বেহালা আর্ট ফেস্ট'। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে পরিচালক ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনকে (4th Behala Art Fest) ৷
এই দুই পরিচালক আর এক চিত্রশিল্পী অনেকটাই বদলে দিয়েছিলেন শিল্পের সংজ্ঞা ৷ একদিকে যেমন জয়নুলের দূর্ভিক্ষ নিয়ে আঁকা ছবিগুলি আজও দর্শকদের চোখে লেগে আছে তেমনই ঋত্বিক-মৃণালরাও চেয়েছিলেন সমাজের আয়না হয়ে ক্ষতগুলিকে খোলাখুলিভাবে দেখিয়ে দিতে ৷ এবার তাঁদের সেই প্রচেষ্টাকেই স্মরণ করল বেহালা ৷
2023 সালে চতুর্থ বছরে পা দিল 'বেহালা আর্ট ফেস্ট'। 3 ফেব্রুয়ারি শুরু হয়েছে চতুর্থ বেহালা আর্ট ফেস্টিভ্যাল ৷ চলবে 5 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পর্যন্ত। বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে আয়োজিত এই ফেস্টিভ্যালের এবারের কেন্দ্রীয় ভাবনা 'মুক্তি'। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন স্তরের বন্ধন থেকে মুক্তি বা মুক্তির জন্য মানুষের গভীর-উপস্থিতিই ফুটে উঠবে 18 জন শিল্পীর বিভিন্ন শিল্পকর্মে ।
এবারের 'চতুর্থ বেহালা আর্ট ফেস্ট' কেবল ভারতের শিল্পীই নন, অংশ নেবেন বাংলাদেশ, ফিলিপাইন্স এবং ভিয়েতনামের শিল্পীরাও । বেহালা নতুন দলের সহযোগিতায় শিল্পী সনাতন দিন্দার অভিনব প্রয়াস এই বেহালা আর্ট ফেস্টিভ্যাল । এই প্রসঙ্গে সনাতন দিন্দা বলেন, "এবারের বেহালা আর্ট ফেস্টিভ্যাল উৎসর্গ করা হয়েছে পরিচালক ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনকে।" এবারের আর্ট ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া জানালেন, "এমন একটি শিল্পকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরে ভালো লাগছে । আমি সব সময় নান্দনিক যে কোনও শিল্পকর্মে উৎসাহ দিয়েছি এবং পাশে থেকেছি ।"
আরও পড়ুন: কলোরাডোতে খোশ মেজাজে পিগি চপস, দেখুন ছবি