কলকাতা, 17 মে: 'সাবাশ ফেলুদা'র পর এবার তাঁর নতুন ছবির কাজ নিয়ে মেতে উঠলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ৷ ঋত্বিককে আগামিদিনে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের 'একটু সরে বসুন' ছবিতে ৷ বনফুলের গল্প অবলম্বনে সাহিত্য়ের পাতা থেকে উঠে আসতে চলেছে সিনেমাটি ৷ ছবির শ্য়ুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শ্যুটিং পর্বেরই কিছু ঝলক বুধবার সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা ৷
অনুরাগীদের জন্য় তিনি লেখেন, "আপাতত শ্যুটিং করছি 'একটু সরে বসুন' ছবির। কমেডি ছবি। চাকরি খুঁজতে শহরে আসা একটা ছেলে আর আজকের এই বিচিত্র সময়ের গোলকধাঁধায় তার পাক খাওয়ার গল্প বলা যায়।" 'একটু সরে বসুন' ছবিতে ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ঈশা সাহা, পায়েল সরকার, পাওলি দাম, রজতাভ দত্তের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এছাড়াও রয়েছেন পরাণ বন্দোপাধ্য়ায় এবং মানসী সিনহার মতো পরিচিত মুখ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গুড্ডু- পিউয়ের এই প্রেম কাহিনি দর্শক কীভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার ৷ যদিও এই ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ তবে শ্য়ুটিং চলেছে জোরকদমে ৷ কমলেশ্বর সাধারণত সাহিত্য় নির্ভর ছবি বানাতেই পছন্দ করেন ৷ এর আগেও তাঁর হাত ধরে 'চাঁদের পাহাড়'-এর মতো ছবি উপহার পেয়েছে বাঙালি ৷