ETV Bharat / entertainment

New Film Parichay Gupta: শেষ 'পরিচয় গুপ্ত'র শ্যুটিং, অন্ধ রাজার চরিত্রে নয়া চ্যালেঞ্জের মুখে ঋত্বিক - New Film Parichay Gupta Shooting Wrap Up

শ্যুটিং শেষ হল নবাগত পরিচালক রন রাজের নতুন বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'র (New Film Parichay Gupta Shooting Wrap Up )। ছবিতে এক অন্ধ রাজার চরিত্রে অভিনয় করছেন ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ৷ এছাড়াও আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

Parichay Gupta
শেষ হল 'পরিচয় গুপ্ত'র শ্যুটিং, অন্ধ রাজার চরিত্রে তাক লাগাবেন ঋত্বিক চক্রবর্তী
author img

By

Published : Jul 22, 2022, 9:57 PM IST

কলকাতা, 22 জুলাই: একঝাঁক তারকা নিয়ে কলকাতায় শ্যুটিং শেষ হল নবাগত পরিচালক রন রাজের নতুন বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'র (New Film Parichay Gupta Shooting Wrap Up )। ছবিতে এক অন্ধ রাজার চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে । পাঁচের দশকের প্রেক্ষাপটে এক অন্ধ জমিদার এবং তাঁর বন্ধুস্থানীয় প্রত্নতত্ত্ববিদের গল্প এই ছবির প্রেক্ষাপট হয়ে উঠেছে । ব্রাহ্ম সমাজের দ্বারা অনুপ্রাণিত এক বিধবা রমণীর প্রেমে পড়ে সেই খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ । এরপর গল্প মোড় নেয় নানান দিকে ৷

New Film Parichay Gupta
শ্যুটিং শেষ হল নবাগত পরিচালক রন রাজের নতুন বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'র

ছবিতে মূল চরিত্র অন্ধ রাজার চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে । এর আগে তাঁর 'বুড়ো সাধু', 'মুক্তি'-র মত ছবিগুলি বেশ মন কেড়েছিল দর্শকদের ৷ তবে অন্ধের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ ৷ তাই ক্যামেরার সামনে তাঁর এই নবরূপ দেখার জন্য রীতিমত মুখিয়ে আছেন দর্শকরা ৷ এছাড়াও আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

New Film Parichay Gupta
ছবিতে এক অন্ধ রাজার চরিত্রে অভিনয় করছেন ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

আরও পড়ুন: 'শামশেরা' রূপী রণবীরকে দেখে কি গলল দর্শকমন? কী বলছে নেটপাড়ার রিপোর্ট কার্ড

উল্লেখ্য, পরিচালক ছবির নামের ব্যাপারে খুবই সচেতন ছিলেন । তাঁর মতে, সমাজের বহু মানুষের মধ্যেই একটা সিক্রেট আইডেনটিটি থেকে থাকে । সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে । ছবির সঙ্গীত পরিচালক শুভেন্দু অধিকারী । গান গেয়েছেন অরিজিৎ সিং । এবার অপেক্ষা ছবির মুক্তির ।

কলকাতা, 22 জুলাই: একঝাঁক তারকা নিয়ে কলকাতায় শ্যুটিং শেষ হল নবাগত পরিচালক রন রাজের নতুন বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'র (New Film Parichay Gupta Shooting Wrap Up )। ছবিতে এক অন্ধ রাজার চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে । পাঁচের দশকের প্রেক্ষাপটে এক অন্ধ জমিদার এবং তাঁর বন্ধুস্থানীয় প্রত্নতত্ত্ববিদের গল্প এই ছবির প্রেক্ষাপট হয়ে উঠেছে । ব্রাহ্ম সমাজের দ্বারা অনুপ্রাণিত এক বিধবা রমণীর প্রেমে পড়ে সেই খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ । এরপর গল্প মোড় নেয় নানান দিকে ৷

New Film Parichay Gupta
শ্যুটিং শেষ হল নবাগত পরিচালক রন রাজের নতুন বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'র

ছবিতে মূল চরিত্র অন্ধ রাজার চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে । এর আগে তাঁর 'বুড়ো সাধু', 'মুক্তি'-র মত ছবিগুলি বেশ মন কেড়েছিল দর্শকদের ৷ তবে অন্ধের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ ৷ তাই ক্যামেরার সামনে তাঁর এই নবরূপ দেখার জন্য রীতিমত মুখিয়ে আছেন দর্শকরা ৷ এছাড়াও আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

New Film Parichay Gupta
ছবিতে এক অন্ধ রাজার চরিত্রে অভিনয় করছেন ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

আরও পড়ুন: 'শামশেরা' রূপী রণবীরকে দেখে কি গলল দর্শকমন? কী বলছে নেটপাড়ার রিপোর্ট কার্ড

উল্লেখ্য, পরিচালক ছবির নামের ব্যাপারে খুবই সচেতন ছিলেন । তাঁর মতে, সমাজের বহু মানুষের মধ্যেই একটা সিক্রেট আইডেনটিটি থেকে থাকে । সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে । ছবির সঙ্গীত পরিচালক শুভেন্দু অধিকারী । গান গেয়েছেন অরিজিৎ সিং । এবার অপেক্ষা ছবির মুক্তির ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.