ETV Bharat / entertainment

Rituparna Music Video: ভিডিয়ো অ্যালবামে ইমনের গানে নাচলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত - Rituparna Iman Music Video is out now

অশোক ভদ্রর সঙ্গীত পরিচালনায় ইমনের গাওয়া 'নাচব আমি-গাইবে তুমি' অ্যালবামের দ্বিতীয় গান 'ও দিবানা মন'- এর ভিডিয়োতে ধরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Music Video) ।

Rituparna sengupta
ভিডিও অ্যালবামে ইমনের গানে নাচলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত
author img

By

Published : Nov 21, 2022, 9:40 AM IST

Updated : Nov 21, 2022, 12:19 PM IST

কলকাতা, 21 নভেম্বর: এর আগেও ইমনের 'টাপা টিনি' গানে নেচেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Music Video Out)। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ থেকে শুরু করে অপরাজিতা আঢ্যরা । আরও একবার ইমনের গাওয়া একটি মিউজিক ভিডিয়োতে নাচলেন টলিকুইন ঋতুপর্ণা । অশোক ভদ্রর সঙ্গীত পরিচালনায় 'নাচব আমি-গাইবে তুমি' অ্যালবামের দ্বিতীয় গান 'ও দিবানা মন'- এর ভিডিয়োতে ধরা দিলেন অভিনেত্রী ।

এই গানে শ্রীলা চট্টোপাধ্যায়ের নাচের দল 'সৃষ্টি'র শিল্পীদের সঙ্গে গেস্ট অ্যাপিয়ারেন্সে ধরা দিলেন টলিকুইন(Rituparna Music Video) । সম্প্রতি এই মিউজিক ভিডিয়োর আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে । হাজির ছিলেন শিল্পী ইমন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলা চট্টোপাধ্যায়, জোজো, সতীনাথ মুখোপাধ্যায়, অমর সেন-সহ আরও অনেকে । এই মিউজিক ভিডিয়ো কেমন সাড়া ফেলে সেটাই এখন দেখার ৷

প্রসঙ্গত, বাপ্পি লাহিড়ীর সুরে গত বছর একটি মিউজিক ভিডিয়োতে গানও গেয়েছিলেন ঋতুপর্ণা । বেশ জনপ্রিয় হয় সেই গান । পাশাপাশি সেই মিউজিক ভিডিয়োতে অভিনয়ও করেন নায়িকা । সিনেমার পর্দায় বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি ৷ এই মিউজিক ভিডিয়োর ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হল না ৷ ঋতু-অনুরাগীদের জন্য় নতুন উপহার নিয়ে হাজির হলেন তিনি ৷

Rituparna Iman Music Video is out now
এর আগেও ইমনের গাওয়া 'টাপা টিনি' গানে নেচেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

আরও পড়ুন: ঐন্দ্রিলার ভুবন ভোলানো হাসিটাই রয়ে গেল সকলের মনে...

বলা বাহুল্য, টলিকুইন সবসময়ই নতুনদের পাশে থাকেন। এক্ষেত্রেও তাই। তাঁর উপস্থিতিতে যদি এই মিউজিক ভিডিয়ো জনতার দরবারে সমাদৃত হয় তার থেকে ভাল কী হতে পারে? সেই ভাবনা থেকেই এই মিউজিক ভিডিয়োতে তাঁর অংশ নেওয়া বলে জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের কথা বলতে গেলে, আগামীতে বেশ কয়েকটি ছবিতেও পর্দায় দেখা যাবে তাঁকে ৷ একদিকে যেমন তাঁর হাতে রয়েছে 'দত্তা'-র মতো ছবি তেমনই আবার তিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন 'মহিষাসুরমর্দ্দিনী' ছবিতেও ৷

কলকাতা, 21 নভেম্বর: এর আগেও ইমনের 'টাপা টিনি' গানে নেচেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Music Video Out)। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ থেকে শুরু করে অপরাজিতা আঢ্যরা । আরও একবার ইমনের গাওয়া একটি মিউজিক ভিডিয়োতে নাচলেন টলিকুইন ঋতুপর্ণা । অশোক ভদ্রর সঙ্গীত পরিচালনায় 'নাচব আমি-গাইবে তুমি' অ্যালবামের দ্বিতীয় গান 'ও দিবানা মন'- এর ভিডিয়োতে ধরা দিলেন অভিনেত্রী ।

এই গানে শ্রীলা চট্টোপাধ্যায়ের নাচের দল 'সৃষ্টি'র শিল্পীদের সঙ্গে গেস্ট অ্যাপিয়ারেন্সে ধরা দিলেন টলিকুইন(Rituparna Music Video) । সম্প্রতি এই মিউজিক ভিডিয়োর আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে । হাজির ছিলেন শিল্পী ইমন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলা চট্টোপাধ্যায়, জোজো, সতীনাথ মুখোপাধ্যায়, অমর সেন-সহ আরও অনেকে । এই মিউজিক ভিডিয়ো কেমন সাড়া ফেলে সেটাই এখন দেখার ৷

প্রসঙ্গত, বাপ্পি লাহিড়ীর সুরে গত বছর একটি মিউজিক ভিডিয়োতে গানও গেয়েছিলেন ঋতুপর্ণা । বেশ জনপ্রিয় হয় সেই গান । পাশাপাশি সেই মিউজিক ভিডিয়োতে অভিনয়ও করেন নায়িকা । সিনেমার পর্দায় বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি ৷ এই মিউজিক ভিডিয়োর ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হল না ৷ ঋতু-অনুরাগীদের জন্য় নতুন উপহার নিয়ে হাজির হলেন তিনি ৷

Rituparna Iman Music Video is out now
এর আগেও ইমনের গাওয়া 'টাপা টিনি' গানে নেচেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

আরও পড়ুন: ঐন্দ্রিলার ভুবন ভোলানো হাসিটাই রয়ে গেল সকলের মনে...

বলা বাহুল্য, টলিকুইন সবসময়ই নতুনদের পাশে থাকেন। এক্ষেত্রেও তাই। তাঁর উপস্থিতিতে যদি এই মিউজিক ভিডিয়ো জনতার দরবারে সমাদৃত হয় তার থেকে ভাল কী হতে পারে? সেই ভাবনা থেকেই এই মিউজিক ভিডিয়োতে তাঁর অংশ নেওয়া বলে জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের কথা বলতে গেলে, আগামীতে বেশ কয়েকটি ছবিতেও পর্দায় দেখা যাবে তাঁকে ৷ একদিকে যেমন তাঁর হাতে রয়েছে 'দত্তা'-র মতো ছবি তেমনই আবার তিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন 'মহিষাসুরমর্দ্দিনী' ছবিতেও ৷

Last Updated : Nov 21, 2022, 12:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.