ETV Bharat / entertainment

Ritabhari Birthday Celebration: জন্মদিন এলেই বাচ্চা মেয়ে হয়ে যান, কেক হাতে ক্যামেরাবন্দি ঋতাভরী

author img

By

Published : Jun 26, 2023, 10:57 AM IST

বয়স বাড়ল আরও একটি বছর ৷ মেতে উঠলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেলিব্রেশনের ঝলক শেয়ার করলেন ঋতাভরী ৷

Ritabhari Birthday Celebration
ঋতাভরীর কেক কাটার মুহূর্ত

কলকাতা, 26 জুন: আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ৷ কয়েকদিন আগেই প্রি-বার্থডে পার্টিতে মেতে উঠেছিলেন 'ফাটাফাটি' ছবির নায়িকা ৷ লস ভেগাসে কেক কেটে তিনি জানিয়েছিলেন, জন্মদিন এলেই তিনি একেবারে বাচ্চা হয়ে যান ৷ প্রতিবার জন্মদিন নিয়ে তিনি এতটাই এক্সাইটেড থাকেন ৷ একইসঙ্গে অনুরাগীদের এও জানিয়েছিলেন, তাঁর জন্মদিন আসলে 26 জুন ৷ তাই তাঁকে যেন এখন থেকেই শুভেচ্ছা না জানানো হয় ৷ অবশেষে এসে গেল সেই দিন ৷ ঋতাভরী আজও শেয়ার করেছেন তাঁর সেলিব্রেশনের কিছু ঝলক ৷

এদিন ইনস্টা স্টোরিতে নায়িকা শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বেলুনে সাজানো ঘরে কেক হাতে বসে আছেন তিনি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "জন্মদিন এলেই আমি সবসময় একেবারে বাচ্চা মেয়ে হয়ে যাই ৷" অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনুষা বিশ্বনাথন, মধুজা ভৌমিক-সহ আরও অনেকেই ৷ আর অনুরাগীরা ? তাঁরা ঋতাভরীর একচিলতে হাসির জন্য সর্বদাই পাগল ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷

Ritabhari Chakraborty Birthday Celebration
ইনস্টা স্টোরিতে তাঁর জন্মদিন উদযাপনের কিছু ঝলক পোস্ট করলেন ঋতাভরী

ছোটপর্দা দিয়েই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ঋতাভরী চক্রবর্তী ৷ 2009 সালে 'ওগো বধু সুন্দরী' ধারাবাহিকের ললিতা চরিত্রের হাত ধরে সকলের মন জয় করে নিয়েছিলেন ৷ এরপর জনপ্রিয় হয়ে ওঠে 'চোখের তারা তুই' ধারাবাহিকটিও ৷ বড় পর্দাতেও তিনি সমান জনপ্রিয় ৷ তাঁর ছবির তালিকায় রয়েছে 'তবুও বসন্ত', 'চতুস্কোন', 'শেষ থেকে শুরু'-এর মতো একাধিক কাজ ৷ তবে অরিত্র মুখোপাধ্যায়ের 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির হাত ধরে তাঁর আলাদা পরিচিতি গড়ে ওঠে ৷

আরও পড়ুন: যশ নুসরতের জীবনে নতুন অধ্যায়, যাত্রা শুরু করল 'ওয়াইডি ফিল্মস'

সেই অরিত্রর সঙ্গেই আরও একবার 'ফাটাফাটি' ছবিতে জুটি বেঁধেছিলেন ঋতাভরী ৷ এই ছবিতে তিনি অভিনয় করেছেন একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারর ভূমিকায় ৷ সামান্য মোটা বলে যার প্রতিভাকে কেউ পাত্তাই দিতে চায় না ৷ সেই নারীর লড়াইকে আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন নায়িকা ৷ এই ছবিও বেশ চর্চিত দর্শক মহলে ৷ সপ্তম সপ্তাহেও প্রেক্ষাগৃহে সুপারহিট 'ফাটাফাটি' ৷

কলকাতা, 26 জুন: আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ৷ কয়েকদিন আগেই প্রি-বার্থডে পার্টিতে মেতে উঠেছিলেন 'ফাটাফাটি' ছবির নায়িকা ৷ লস ভেগাসে কেক কেটে তিনি জানিয়েছিলেন, জন্মদিন এলেই তিনি একেবারে বাচ্চা হয়ে যান ৷ প্রতিবার জন্মদিন নিয়ে তিনি এতটাই এক্সাইটেড থাকেন ৷ একইসঙ্গে অনুরাগীদের এও জানিয়েছিলেন, তাঁর জন্মদিন আসলে 26 জুন ৷ তাই তাঁকে যেন এখন থেকেই শুভেচ্ছা না জানানো হয় ৷ অবশেষে এসে গেল সেই দিন ৷ ঋতাভরী আজও শেয়ার করেছেন তাঁর সেলিব্রেশনের কিছু ঝলক ৷

এদিন ইনস্টা স্টোরিতে নায়িকা শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বেলুনে সাজানো ঘরে কেক হাতে বসে আছেন তিনি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "জন্মদিন এলেই আমি সবসময় একেবারে বাচ্চা মেয়ে হয়ে যাই ৷" অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনুষা বিশ্বনাথন, মধুজা ভৌমিক-সহ আরও অনেকেই ৷ আর অনুরাগীরা ? তাঁরা ঋতাভরীর একচিলতে হাসির জন্য সর্বদাই পাগল ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷

Ritabhari Chakraborty Birthday Celebration
ইনস্টা স্টোরিতে তাঁর জন্মদিন উদযাপনের কিছু ঝলক পোস্ট করলেন ঋতাভরী

ছোটপর্দা দিয়েই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ঋতাভরী চক্রবর্তী ৷ 2009 সালে 'ওগো বধু সুন্দরী' ধারাবাহিকের ললিতা চরিত্রের হাত ধরে সকলের মন জয় করে নিয়েছিলেন ৷ এরপর জনপ্রিয় হয়ে ওঠে 'চোখের তারা তুই' ধারাবাহিকটিও ৷ বড় পর্দাতেও তিনি সমান জনপ্রিয় ৷ তাঁর ছবির তালিকায় রয়েছে 'তবুও বসন্ত', 'চতুস্কোন', 'শেষ থেকে শুরু'-এর মতো একাধিক কাজ ৷ তবে অরিত্র মুখোপাধ্যায়ের 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির হাত ধরে তাঁর আলাদা পরিচিতি গড়ে ওঠে ৷

আরও পড়ুন: যশ নুসরতের জীবনে নতুন অধ্যায়, যাত্রা শুরু করল 'ওয়াইডি ফিল্মস'

সেই অরিত্রর সঙ্গেই আরও একবার 'ফাটাফাটি' ছবিতে জুটি বেঁধেছিলেন ঋতাভরী ৷ এই ছবিতে তিনি অভিনয় করেছেন একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারর ভূমিকায় ৷ সামান্য মোটা বলে যার প্রতিভাকে কেউ পাত্তাই দিতে চায় না ৷ সেই নারীর লড়াইকে আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন নায়িকা ৷ এই ছবিও বেশ চর্চিত দর্শক মহলে ৷ সপ্তম সপ্তাহেও প্রেক্ষাগৃহে সুপারহিট 'ফাটাফাটি' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.