ETV Bharat / entertainment

Rishi Kapoor: হবু নাতিকে নিয়ে রণবীরকে কী বলেছিলেন ঋষি, দেখুন ভিডিয়ো - হবু নাতি আর পুত্রবধূকে নিয়ে রণবীরকে কী বলেছিলেন ঋষি দেখুন ভিডিয়ো

ভাইরাল হল অলিয়ার শ্বশুরমশাই তথা প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের একটি পুরোনো ভিডিয়ো ৷ যেখানে রণবীরের ভাবি সন্তান এবং স্ত্রী সম্পর্কে তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন অভিনেতা (Rishi Kapoor Old Video on Being a Grandfather)৷

Rishi Kapoor on Being a Grandfather
হবু নাতি আর পুত্রবধূকে নিয়ে রণবীরকে কী বলেছিলেন ঋষি, দেখুন ভিডিয়ো
author img

By

Published : Jun 28, 2022, 6:49 PM IST

মুম্বই, 28 জুন : সোমবার সকাল সকালই আলিয়া ভাট বড় সুখবর দিয়েছেন রণলিয়ার সমস্ত ফ্যানেদের ৷ তাঁর মা-হওয়ার খবরে এখন রীতিমত উচ্ছ্বসিত কাপুর পরিবার ৷ ইতিমধ্যেই করণ জোহর, সোনম কাপুর থেকে শুরু করে প্রায় গোটা ইন্ডাস্ট্রিই এই পাওয়ার কাপেলকে অভিনন্দন জানিয়েছেন ৷ এরই মাঝে ভাইরাল হল অলিয়ার শ্বশুরমশাই তথা প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের একটি পুরোনো ভিডিয়ো ৷ যেখানে রণবীরের ভাবি সন্তান এবং স্ত্রী সম্পর্কে তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন অভিনেতা (Rishi Kapoor Old Video on Being a Grandfather )৷

এই ভিডিয়োতে দেখা যায় ঋষি কাপুর বলছেন, "তোমাকে তোমার মতো জীবনযাপন করতে হবে এবং সেই মানুষটির সঙ্গে জীবন কাটাতে হবে যে তোমার আত্মার আত্মীয়। খুব সতর্ক থাকতে হবে সবসময় কারণ সেই মানুষটি তোমার সন্তানের মা-হবে । সেই সন্তানের প্রপিতামহ হবেন রাজ কাপুর ৷ আর সে আমার নাতি ।" ইতিমধ্য়েই খুশির বন্যা বইতে শুরু করেছে রণলিয়ার পরিবারে ৷ একদিকে যেমন তাঁদের অভিনন্দন জানিয়েছেন সোনি রাজদান তেমনই জুনিয়র কাপুরকে নিয়ে উচ্ছ্বসিত আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও ৷

আরও পড়ুন : মায়ের 90তম জন্মদিন চুটিয়ে সেলিব্রেট করলেন মাধুরী, রইল কিছু ঝলক

গতকাল হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি চলাকালীন একটি ছবি শেয়ার করে আলিয়া 'শীঘ্রই আসতে চলেছে আমাদের সন্তান...' ৷ ছবিটি সামনে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন ফ্য়ানেরা ৷ প্রসঙ্গত, গত 14 এপ্রিল বিবাহবন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই ভক্তদের সুখবর শোনালেন তারকা দম্পতি ৷ আগামিতে আলিয়া এবং রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷

মুম্বই, 28 জুন : সোমবার সকাল সকালই আলিয়া ভাট বড় সুখবর দিয়েছেন রণলিয়ার সমস্ত ফ্যানেদের ৷ তাঁর মা-হওয়ার খবরে এখন রীতিমত উচ্ছ্বসিত কাপুর পরিবার ৷ ইতিমধ্যেই করণ জোহর, সোনম কাপুর থেকে শুরু করে প্রায় গোটা ইন্ডাস্ট্রিই এই পাওয়ার কাপেলকে অভিনন্দন জানিয়েছেন ৷ এরই মাঝে ভাইরাল হল অলিয়ার শ্বশুরমশাই তথা প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের একটি পুরোনো ভিডিয়ো ৷ যেখানে রণবীরের ভাবি সন্তান এবং স্ত্রী সম্পর্কে তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন অভিনেতা (Rishi Kapoor Old Video on Being a Grandfather )৷

এই ভিডিয়োতে দেখা যায় ঋষি কাপুর বলছেন, "তোমাকে তোমার মতো জীবনযাপন করতে হবে এবং সেই মানুষটির সঙ্গে জীবন কাটাতে হবে যে তোমার আত্মার আত্মীয়। খুব সতর্ক থাকতে হবে সবসময় কারণ সেই মানুষটি তোমার সন্তানের মা-হবে । সেই সন্তানের প্রপিতামহ হবেন রাজ কাপুর ৷ আর সে আমার নাতি ।" ইতিমধ্য়েই খুশির বন্যা বইতে শুরু করেছে রণলিয়ার পরিবারে ৷ একদিকে যেমন তাঁদের অভিনন্দন জানিয়েছেন সোনি রাজদান তেমনই জুনিয়র কাপুরকে নিয়ে উচ্ছ্বসিত আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও ৷

আরও পড়ুন : মায়ের 90তম জন্মদিন চুটিয়ে সেলিব্রেট করলেন মাধুরী, রইল কিছু ঝলক

গতকাল হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি চলাকালীন একটি ছবি শেয়ার করে আলিয়া 'শীঘ্রই আসতে চলেছে আমাদের সন্তান...' ৷ ছবিটি সামনে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন ফ্য়ানেরা ৷ প্রসঙ্গত, গত 14 এপ্রিল বিবাহবন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই ভক্তদের সুখবর শোনালেন তারকা দম্পতি ৷ আগামিতে আলিয়া এবং রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.