ETV Bharat / entertainment

Richa Chadha-Ali Fazal Wedding: মহব্বত মুবারক, প্রি-ওয়েডিং ফটো সেশনে অনুরাগীদের ভালোবাসার পাঠ শেখালেন রি-আলি - Richa Chadha Ali Fazal Wedding

রাজধানী দিল্লিতে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল(Richa Chadha Ali Fazal pre wedding pics ) ৷ দেখুন অভিনেতা দাম্পত্যের শুরুর আগে কী বললেন রিচা...৷

Richa Chadha-Ali Fazal Wedding
'মহব্বত মোবারক' আলিকে বললেন রিচা...
author img

By

Published : Sep 30, 2022, 6:09 PM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল ৷ এই তারকা জুটি এদিন শেয়ার করলেন তাঁদের বিয়ের আগের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের কিছু ছবি(Richa Chadha Ali Fazal pre wedding pics ) ৷ দু'ই তারকাকেই এদিন দেখা গিয়েছে রাজকীয় পোশাকে ৷ একদিকে যেমন ডিজাইনার রাহুল মিশ্রের তৈরি পোশাকে অনন্য়া হয়ে উঠেছেন রিচা তেমনই এদিন আলিকে সাজতে দেখা গিয়েছে আবু জানি এবং সন্দীপ খোসলার তৈরি পোশাকে (Richa Chadha Ali Fazal latest photos)৷

শুক্রবার তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠানের দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মহব্বত মুবারক" একইসঙ্গে তাঁদের দু'জনের নাম থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলে নিজেদের জুটির নামও ঠিক করে নিয়েছেন রিচা ৷ দীপবীর কিংবা বিরুষ্কা-র মতো অভিনেত্রী যে ট্যাগটি ব্যবহার করেছেন তা হল '#রি-আলি' ৷ অন্যদিকে একইরকম একটি পোস্ট শেয়ার করেছেন আলি ফজলও ৷ আলিও শেয়ার করেছেন দু'টি ছবি আর তাতে তিনি লিখেছেন, "তুমকো ভি (তোমাকেও) (Richa Chadha Ali Fazal latest news )৷"

প্রসঙ্গত, এর আগেই একটি অডিয়ো বার্তার মাধ্যমে ফ্যানেদের তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থানটি জানিয়েছিলেন এই জুটি ৷ তাঁরা আড়াই বছর আগেই তাঁরা তাঁদের সম্পর্ক অফিসিয়াল করার ব্যবস্থা করেন ৷ কিন্তু মহামারী যেভাবে আক্রমণ করে গোটা পৃথিবীকে, তাতে সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায় ৷ তাই এবার আনুষ্ঠানিক উদযাপন করছেন তাঁরা ৷ আগামী 4 অক্টোবর এই বিবাহের অনুষ্ঠান হতে চলেছে মুম্বইতে (Richa Chadha Ali Fazal marriage )৷

আরও পড়ুন: একশোরও বেশি দেশে 5640টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'বিক্রম বেদা'

প্রসঙ্গত 2012 সালে 'ফুকরে' ছবির সেটে প্রথমবার দেখা হয় রিচা চাড্ডা এবং আলি ফজলের ৷ এরপরই শুরু ডেটিং আর সেখান থেকেই প্রেম ৷ যা অবশেষে পরিণতি পেতে চলেছে বিবাহে(Richa Chadha and Ali Fazal wedding ) ৷

দিল্লি, 30 সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল ৷ এই তারকা জুটি এদিন শেয়ার করলেন তাঁদের বিয়ের আগের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের কিছু ছবি(Richa Chadha Ali Fazal pre wedding pics ) ৷ দু'ই তারকাকেই এদিন দেখা গিয়েছে রাজকীয় পোশাকে ৷ একদিকে যেমন ডিজাইনার রাহুল মিশ্রের তৈরি পোশাকে অনন্য়া হয়ে উঠেছেন রিচা তেমনই এদিন আলিকে সাজতে দেখা গিয়েছে আবু জানি এবং সন্দীপ খোসলার তৈরি পোশাকে (Richa Chadha Ali Fazal latest photos)৷

শুক্রবার তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠানের দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মহব্বত মুবারক" একইসঙ্গে তাঁদের দু'জনের নাম থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলে নিজেদের জুটির নামও ঠিক করে নিয়েছেন রিচা ৷ দীপবীর কিংবা বিরুষ্কা-র মতো অভিনেত্রী যে ট্যাগটি ব্যবহার করেছেন তা হল '#রি-আলি' ৷ অন্যদিকে একইরকম একটি পোস্ট শেয়ার করেছেন আলি ফজলও ৷ আলিও শেয়ার করেছেন দু'টি ছবি আর তাতে তিনি লিখেছেন, "তুমকো ভি (তোমাকেও) (Richa Chadha Ali Fazal latest news )৷"

প্রসঙ্গত, এর আগেই একটি অডিয়ো বার্তার মাধ্যমে ফ্যানেদের তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থানটি জানিয়েছিলেন এই জুটি ৷ তাঁরা আড়াই বছর আগেই তাঁরা তাঁদের সম্পর্ক অফিসিয়াল করার ব্যবস্থা করেন ৷ কিন্তু মহামারী যেভাবে আক্রমণ করে গোটা পৃথিবীকে, তাতে সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায় ৷ তাই এবার আনুষ্ঠানিক উদযাপন করছেন তাঁরা ৷ আগামী 4 অক্টোবর এই বিবাহের অনুষ্ঠান হতে চলেছে মুম্বইতে (Richa Chadha Ali Fazal marriage )৷

আরও পড়ুন: একশোরও বেশি দেশে 5640টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'বিক্রম বেদা'

প্রসঙ্গত 2012 সালে 'ফুকরে' ছবির সেটে প্রথমবার দেখা হয় রিচা চাড্ডা এবং আলি ফজলের ৷ এরপরই শুরু ডেটিং আর সেখান থেকেই প্রেম ৷ যা অবশেষে পরিণতি পেতে চলেছে বিবাহে(Richa Chadha and Ali Fazal wedding ) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.