মুম্বই, 10 এপ্রিল: টেলিভিশন দিয়ে একসময় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী রেহা চক্রবর্তী ৷ আবার একবার তিনি ফিরতে চলেছেন সেই টেলিভিশনই ৷ একসময় ভিডিয়ো জকি হিসাবে কেরিয়ার শুরু করা রেহা এবার প্রিন্স নারুলা এবং গৌতম গুলাটির সঙ্গে দল বেঁধে আসতে চলেছেন এমটিভি রোডিস-এ ৷ তাঁর জীবনের নির্ভীক দিকটাকেই তুলে ধরবে এই শো এমনটাই বিশ্বাস অভিনেত্রীর ৷
রোডিস-এর এই 19তম সিজনের অংশ হতে পেরে রেহা বলেন, "এমটিভি রোডিস-এর অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত ৷ এই শো-এর একটি বিশেষ সাংস্কৃতিক দিক আছে ৷ আমি সোনু সুদ এবং অন্য গ্যাং লিডার্সদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছি ৷ আমার মনে দৃঢ় এবং নির্ভীক দিকটাই তুলে ধরবে ৷ আমি আশা করছি এই নতুন এবং অসামান্য় অ্য়াডভেঞ্চার শুরু করার আগে আমি ফ্য়ানেদের সমর্থন এবং ভালোবাসা পাব ৷"
এই শোয়ের নতুন মরশুমের থিম 'কর্ম ইয়া কাণ্ড' ৷ শোয়ের উপস্থাপনা করবেন সোনু সুদ ৷ এমটিভির কন্টেন্ট অরিজিনালস-এর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান দেবোরা পলিক্র্যাপ বলেন, "নতুন মরশুমের জন্য় রিয়াকে পেয়ে আমরা উচ্ছ্বসিত ৷ বিশেষত রেহা এমন একজন যিনি একসময় আমাদের সঙ্গেই তাঁর যাত্রা শুরু করেছিলেন ৷" প্রসঙ্গত ভিডিয়ো জকি হিসাবে আর কোথাও নয় এমটিভিতেই কাজ করতেই এই নায়িকা ৷
বলিউডে অভিনয়ের কথা বললে রেহাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2021 সালে ৷ ছবির নাম ছিল 'চেহরে' ৷ ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন
অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, ক্রিস্টেল ডি'সুজা, সিদ্ধান্ত কাপুর, আন্নু কাপুর, অ্যালেক্স ও'নেল, সমীর সোনি, ধৃতিমান চট্টোপাধ্য়ায় এবং রঘুবীর যাদবের সঙ্গে ৷ কিন্তু তাঁর প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যুর পর থেকেই তাঁর জন্য় জীবনের নতুন এক কঠিন অধ্য়ায় শুরু হয় ৷ এই বিতর্কে জড়ানোর পর থেকে তিনি সেভাবে আর কোনও বড় কাজ পাননি বলিউডে ৷
আরও পড়ুন: পরিবারের সঙ্গে ইস্টার উদযাপন করিনার, ছবি প্রকাশ্যে আসতেই আপ্লুত অনুরাগীরাও